রমজান মাসে বিএনপির নতুন কর্মসূচি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী ১১ দিনের কর্মসূচি পালনে সন্তোষ প্রকাশ করেছে বিএনপি। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় সন্তোষ প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি ঘোষিত কর্মসূচি মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন হাট সভা পর্যায়ে পালিত হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আসন্ন রমজান মাসের আগে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে ভারত সরকারের কাছে প্রতিবাদ ও কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ মার্চ কুষ্টিয়া জেলায় ভারতীয় সীমান্তে বিএসফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। সীমান্তে ভারতীয় রক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি নাগরিক হত্যা নিত্য-নৈমত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের মানবাধিকার লংঘনের তীব্র নিন্দা জানানো হয়। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না বলে মনে করেন নেতারা।
এমএইচ/এসএন