বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১
Dhaka Prokash

কবে ফিরছেন সাকিব?

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৪ | ৯:৪৫ এএম

পাকিস্তানে এই মুহূর্তে দুই টেস্টের সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম টেস্টে পঞ্চম দিনে অসাধারণ ঝলক দেখিয়ে ১০ উইকেটের ইতিহাসগড়া এক জয়ও পেয়েছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকরা। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট।

তবে এই সিরিজে দলের পারফরম্যান্সের পাশাপাশি একটা বড় প্রশ্ন বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঘিরে। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিপাকে পড়েছেন সাকিব, তাঁর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এর প্রেক্ষিতে গত ২৪ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ রাফিনুর রহমানের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আইনি নোটিশ পাঠানো হয়েছে, যেখানে মামলার তদন্তের স্বার্থে সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে।

কিন্তু যা খবর জানা যাচ্ছে, তাতে এতটুকু নিশ্চিত, সাকিব আপাতত দেশে ফিরছেন না। অন্তত সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের মাটিতে সিরিজ শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি দেশে ফিরছেন না, এটা বোঝা যাচ্ছে।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টটি পাঁচ দিনে গড়ালে সেটি শেষ হবে ৩ সেপ্টেম্বর। সিরিজ শেষে সাকিব যাবেন ইংল্যান্ডে, সেখানে কাউন্টিতে খেলবেন। জানা গেছে, বিসিবি থেকে কাউন্টি খেলার জন্য অনুমতিপত্র বা এনওসি পেয়ে গেছেন সাকিব। এনওসির মেয়াদ ৫ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বলে জানা গেছে। কাউন্টিতে সাকিব সারে ক্লাবের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলার কথা, যেটি শুরু হবে ৯ সেপ্টেম্বর।

কাউন্টিতে ম্যাচটি খেলার পর সাকিব সরাসরি ভারতে সিরিজ খেলতে যাওয়া বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন – আপাতত এটাই পরিকল্পনা বলে জানা গেছে। আগামী সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট দিয়ে মাঠে গড়াবে খেলা।