এফএও এর জাতীয় কর্মপরিকল্পনা ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জাতিসংঘের প্রাতিষ্ঠানিক লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতি রেখে, আগামী পাঁচ বছরের জন্য খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করতে স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা করেছে এফএও। বৃস্পতিবার বিকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালায় বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় আগামী পাঁচ বছরব্যাপী এফএও (ঋঅঙ) এর জাতীয় কর্মকৌশল পরিকল্পনা ২০২২-২০২৬ -এর লক্ষ্য, উদ্দেশ্য এবং কাঙ্খিত ফলাফলসমূহ অংশগ্রহণকারীদের সঙ্গে ভাগাভাগি করা। একইসঙ্গে দেশে খাদ্য নিরাপত্তা বিষয়ে টেকসই অর্থনৈতিক উন্নয়ন অর্জনে, দেশে খাদ্য নিরাপত্তা, কৃষি এবং কর্মসংস্থানের উন্নয়নকে প্রভাবিত করা বিষয়ে সীমাবদ্ধতা এবং সেগুলোর সহজ ও গ্রহণযোগ্য সমাধানের জন্য বাংলাদেশ সরকারকে সহযোগিতা এবং সেই সঙ্গে এফএও- বাংলাদেশ সরকার এবং উন্নয়নসহযোগীদের সঙ্গে অংশীদারিত্বের উপায়সমূহ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে এফএও-এর ন্যাশনাল গভর্নমেন্ট পলিসি এডভাইজার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং এফএও এর মার্কেট ও ট্রেড সিস্টেম পলিসি এডভাইজার ড. মোহাম্মদ মনিরুল হাসানের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণায়ের খাদ্য পরিকল্পনা ও মনিটরিং ইউনিটের (এফপিএমইউ) মহাপরিচালক মো. শহীদুজ্জামান ফারুকী।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন এফএও বাংলাদেশের সহকারী এফএও প্রতিনিধি (প্রোগ্রাম) মো. নুর আহমেদ খোন্দকার। তিনি এফএও বাংলাদেশের-এর জন্য একটি সহজ, অর্জনযোগ্য এবং ফলাফলভিত্তিক কৌশলগত পরামর্শ পরিকল্পনা (২০২২-২০২৬) তৈরি ও তা বাস্তবায়নের জন্য একটি কার্যকর ও সমন্বিত প্রচেষ্টার ও পরিকল্পনার অংশগ্রহণকারীদের আহ্বান জানান।
কর্মশালার এফপিএমইউ মহাপরিচালক মো. শহীদুজ্জামান ফারুকী বলেন, প্রাপ্যতার দিক থেকে দেখলে বলা যায় যে, বাংলাদেশে খাদ্য নিরাপত্তা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। তবে, সবার জন্য পুষ্টিসমৃদ্ধ খাদ্যে প্রবেশাধিকার এবং ব্যবহারে আরও টেকসই উন্নতির জন্য সরকার, সুশীল সমাজ এবং উন্নয়ন অংশীদারদের কাছ থেকে নতুন করে বৃহৎ পরিসরে প্রচেষ্টা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে মিজানুর রহমান বলেন, এফও -এর সিপিএফ ২০২২- ২০২৬ হলো মূল কৌশলগত দলিল। যা খাদ্য ও কৃষি সংস্থার অগ্রাধিকার, প্রযুক্তিগত সহযোগিতার মূল ক্ষেত্র এবং বাংলাদেশ সরকারের সমর্থনে জাতীয় পর্যায়ে মধ্যমেয়াদী কর্মপরিকল্পনাকে সংজ্ঞায়িত করে। যা বাংলাদেশ সরকারের অষ্টম পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে তৈরি করা হয়েছে।
এনএইচবি/এএন