সোমবার, ২৪ মার্চ ২০২৫ | ১০ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ঈদের আগে ও পরে ৬দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান বন্ধ  

ছবিঃ সংগৃহীত

ঈদের আগে ও পরে মোট ৬দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এরপর ১৬ মার্চ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠির অনুলিপি পাঠিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ৯ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে আব্দুল গণি রোডের বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে সড়ক মহাসড়ক, সেতু ও রেলপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে গত ৯ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে বিদ্যুৎ ভবনে এক সভাটি সভা হয়।

সভার সিদ্ধান্ত তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষ্যে আগামী ২৫ হতে ২৮ মার্চ এবং ঈদ পরবর্তী ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল বন্ধ রাখা হবে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে।

Header Ad
Header Ad

মেহেরপুরে কর্মচারীর বাসা থেকে সাবেক এমপি আফজাল হোসেন গ্রেফতার

ছবি: সংগৃহীত

মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার একটি বাসা থেকে কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) ভোররাতে ওই এলাকার মামুন নামে এক ব্যক্তির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামুন আফজাল হোসেনের জুতার ফ্যাক্টরির কর্মচারী ছিলেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের রিকুইজেশনের (অধিযাচন) ভিত্তিতে মেহেরপুর সদর থানার পুলিশ অভিযান চালিয়ে আফজাল হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

জিজ্ঞাসাবাদের জন্য বাসার মালিক ও আফজাল হোসেনের ফ্যাক্টরির কর্মচারী মামুনকেও থানায় আনা হয়। মামুন জানান, রোববার রাতে আফজাল হোসেন তার বাড়িতে আসেন এবং তার পরিকল্পনা ছিলো জেলার কোনো সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার।

ওসি আরও জানান, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি দল মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা সন্ধ্যার মধ্যে মেহেরপুরে পৌঁছাবে এবং তখন জানা যাবে কোন মামলায় আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাতেই তাকে ওই দলের হাতে হস্তান্তর করা হবে।

Header Ad
Header Ad

ট্রাম্পের পুত্রবধূর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেন টাইগার উডস

ভেনেসা ট্রাম্পের সঙ্গে টাইগার উডস। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ ভেনেসা ট্রাম্পের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে স্বীকার করেছেন বিশ্ববিখ্যাত গলফার টাইগার উডস। যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী, রোববার এই সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন উডস।

টাইগার উডস তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তার ৬৪ লাখ ফলোয়ারের উদ্দেশ্যে লিখেছেন, "ভালোবাসা বাতাসে ভাসছে। তোমাকে পাশে পেয়ে জীবন আরও সুন্দর! আমরা একসঙ্গে আমাদের যাত্রার জন্য উদ্‌গ্রীব। এই মুহূর্তে আমরা আমাদের প্রিয়জনদের জন্য গোপনীয়তা আশা করছি।"

ভেনেসা ট্রাম্প ২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের স্ত্রী ছিলেন। তাদের পাঁচ সন্তান রয়েছে, যার মধ্যে ১৭ বছর বয়সী কাই ট্রাম্প ২০২৬ সালে ইউনিভার্সিটি অব মায়ামিতে গলফ খেলবেন। কাই বর্তমানে টাইগার উডসের সন্তান স্যাম ও চার্লির সঙ্গে একই স্কুলে পড়াশোনা করছেন। সম্প্রতি, কাই ও চার্লি একটি গলফ টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন।

সম্প্রতি কিছু গসিপ ম্যাগাজিনে টাইগার উডস ও ভেনেসা ট্রাম্পের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। টাইগার উডস জানিয়ে ছিলেন যে, তার অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ার কারণে তিনি এবারের মাস্টার্স টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না।

ভেনেসা ট্রাম্প ও টাইগার উডস। ছবি: সংগৃহীত

এদিকে, সাধারণত ব্যক্তিগত জীবন গোপন রাখেন টাইগার উডস, তবে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনার কারণ এখনও স্পষ্ট হয়নি। এটি ২০১৩ সালের একটি ঘটনার কথা মনে করিয়ে দেয়, যখন তিনি এবং স্কি তারকা লিন্ডসে ভন তাদের সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন। তখন উডস জানিয়েছিলেন যে, পাপারাজ্জিদের ঝামেলা এড়াতে এবং তাদের ছবি বিক্রির বাজারমূল্য কমিয়ে দিতে তারা সম্পর্কের বিষয়টি প্রকাশ করেছেন।

উডসের সন্তান স্যাম ও চার্লি তার সাবেক স্ত্রী এলিন নর্ডেগ্রেনের গর্ভে জন্মগ্রহণ করেন। ২০১০ সালে পরকীয়ার কারণে এলিন তাকে তালাক দেন। এরপর লিন্ডসে ভনের সঙ্গে সম্পর্কের পর, উডসের জীবনে আসেন এরিকা হারম্যান, যার সঙ্গে তিনি ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ছিলেন। তবে তাদের সম্পর্কও আইনি জটিলতায় পড়ে।

উল্লেখ্য, টাইগার উডস আগেও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেশ কয়েকবার গলফ খেলেছেন এবং ২০১৯ সালে ট্রাম্প তাকে প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তারা হোয়াইট হাউসে এক বৈঠকে মিলিত হন, যেখানে সৌদি আরবের সহায়তায় পরিচালিত এলআইভি গলফ টুর্নামেন্টের প্রভাব নিয়ে আলোচনা হয়।

Header Ad
Header Ad

হামজার আসা কেবল বাংলাদেশ নয়, এশিয়ান ফুটবলের জন্য ভালো: ভারত কোচ

হামজা চৌধুরীকে নিয়ে ভারতের কোচ মানোলো মার্কেজ। ছবি: সংগৃহীত

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। ভারতের র‌্যাঙ্কিং ১২৬, বাংলাদেশ আছে ১৮৫তম স্থানে। তবে এরার অন্য রকম এক আবহে ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের খেলায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ–ভারত।

ম্যাচটি ঘিরে আলোচনায় বাংলাদেশের হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতাসম্পন্ন এই ফুটবলার এই প্রথম বাংলাদেশ দলের হয়ে খেলবেন। হামজা নিয়ে আলোচনা আছে ভারত দলেও।

বাংলাদেশ দলের কোনো খেলোয়াড় সম্পর্কে প্রশ্ন উঠলে প্রতিপক্ষ কোচেরা সাধারণত নাম বলতে পারেন না। বড় জোর এক-দুজনের জার্সি নাম্বার বলে থাকেন। অতীত অভিজ্ঞতা এমনই। এবার ভিন্ন এক দৃশ্যই দেখা গেল সংবাদ সম্মেলনে। ভারত কোচ মানোলো মার্কেসের কথার অনেকটা জুড়ে যে থাকলেন বাংলাদেশের হামজা চৌধুরী!

শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার লাল-সবুজের জার্সিতে গায়ে তুলেছেন। মঙ্গলবার শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হবে তার। ইংলিশ ফুটবলে খেলার অভিজ্ঞতা নিয়ে হামজার আসাটা কেবল বাংলাদেশের জন্য নয়, ভারত কোচ আরও বড় পরিসরে ভাবছেন।

তিনি বলেন, “আমি মনে করি, অবশ্যই সে খুবই ভালো একজন ফুটবলার। সে প্রিমিয়ার লিগে খেলেছে, এখন চ্যাম্পিয়নশিপে খেলছে, কিন্তু তার দল লিগে উঠবে। অবশ্যই সে ভালো খেলোয়াড়। আমি মনে করি, কেবল বাংলাদেশের জন্য নয়, এশিয়ান ফুটবলের জন্য এটা ভালো বিষয় যে, এই মানের একজন খেলোয়াড় (এই অঞ্চলের) জাতীয় দলে খেলতে পারে।”

বাংলাদেশ ম‍্যাচের আগের দিন সোমবার সংবাদ সম্মলেনে কথা বলছেন ভারত কোচ মানোলো মার্কেস। ছবি: সংগৃহীত

“যে ভালো দিকটি আমি অনুভব করতে পারছি যে, তার সতীর্থরা তার মানের খেলোয়াড়ের সাথে খেলতে ভীষণ অনুপ্রাণিত থাকবে। আমি ঠিক জানি না, এক-দুই সপ্তাহ দলের সাথে থেকে মাঠে সে কী প্রভাব রাখতে পারবে। তবে, নিশ্চিতভাবেই বাংলাদেশ দলে তার আগমন দারুণ প্রাপ্তি যোগ।”

অবসর ভেঙে সুনিল ছেত্রি ফেরায় বাড়তি শক্তি যোগ হয়েছে ভারতেরও। ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ডের প্রশংসায় পঞ্চমুখ হয়ে মার্কেস জানালেন, তাকে ফেরানোর কারণ। প্রীতি ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে ৪৮৯ দিন পর জয়ের দেখা পাওয়ার আনন্দের রেশ টেনে নেওয়ার লক্ষ্যও জানালেন এই স্প্যানিশ কোচ।

“সুনিল ভারতের কিংবদন্তি ফুটবলার। সর্বোচ্চ গোলদাতা। আমি তাকে ডেকেছি, কেননা, ভারত কোচ হিসেবে আমার প্রথম ম্যাচে আমরা গোল করতে পারিনি। সুযোগ তৈরির ক্ষেত্রেও আমাদের সমস্যা ছিল।”

“এটা এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে আমাদের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ। আপনি আগাম বলতে পারবেন না ম্যাচের ফল কী হবে। দেখা যাক, কিন্তু আমি অনুভব করছি, ম্যাচ ভালো হতে পারে, বাজেও হতে পারে, এটি খুব ছোট পরিসরের বাছাই, সেরা দল যাবে পরের ধাপে, বাংলাদেশকে তাই হারানোর চেষ্টা করতে চাই আমি।”

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মেহেরপুরে কর্মচারীর বাসা থেকে সাবেক এমপি আফজাল হোসেন গ্রেফতার
ট্রাম্পের পুত্রবধূর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেন টাইগার উডস
হামজার আসা কেবল বাংলাদেশ নয়, এশিয়ান ফুটবলের জন্য ভালো: ভারত কোচ
ঝোপ থেকে ৯৮ কেজি গাঁজা উদ্ধার, ৪ মাদক ব্যবসায়ী পলাতক
হাইকোর্টে ২ আওয়ামী লীগ নেত্রীর জামিন
দেশে জরুরি অবস্থা জারির প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রের সিনিয়র সচিব
মুক্তিযুদ্ধ-জুলাই অভ্যুত্থানের চেতনায় এগোতে চায় অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা
হার্ট অ্যাটাকের লক্ষণ এবং প্রতিরোধে যেসব করণীয়
‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যে পূর্বের নামেই এবারের মঙ্গল শোভাযাত্রা  
কনটেন্ট ক্রিয়েটর কাফির একমাসে আয় ৩৯ লাখ টাকা!
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ
পঞ্চগড়ের মানুষের সর্বাত্মক সহযোগিতা চাইলেন সারজিস আলম  
টাঙ্গাইলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ
টাঙ্গাইলে ১ হাজার কৃষক বিনামূল্যে পাচ্ছে সার তিল বীজ
আজ বিশ্ব যক্ষ্মা দিবস
বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ আদায়: পালানোর সময় আটক ৫ পুলিশ সদস্য
ঈদের কেনাকাটা করতে গিয়ে ভুয়া মেজর আটক
ভারত থেকে এলো আরও সাড়ে ১১ হাজার টন চাল
সুদমুক্ত ক্ষুদ্রঋণ পাচ্ছেন ইমাম-মুয়াজ্জিনরা
হাজার হাজার মানুষের বিক্ষোভে উত্তাল তুরস্ক, চাপে এরদোয়ান