এসএসএফ বিলসহ ৯ বিলে রাষ্ট্রপতির সম্মতি
জাতীয় সংসদ। ফাইল ছবি
সদ্য সমাপ্ত সংসদ অধিবেশনে পাস হওয়া নয়টি বিলে সম্মতি জানিয়ে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরমধ্য দিয়ে বিলগুলো আইনে পরিণত হল।
মঙ্গলবার (০৭ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রপতি এই নয় বিলে স্বাক্ষর করেন।
একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে পাস হওয়া বিলগুলো হলো: বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল-২০২১, বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) বিল, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (সংশোধন) বিল, বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিল, ব্যাংকার বহি সাক্ষ্য বিল, মহাসড়ক বিল, টেরিটোরিয়াল ওয়াটার্স এন্ড মেরিটাইম জোন (সংশোধন) বিল, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক (ভ্রমণ ভাতা) বিল।