সীমান্তে ঝামেলা এড়াতে ফর্মুলা দিয়েছে ভারত: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন
বাংলাদেশ-ভারত সীমান্তে ঝামেলা এড়াতে ভারত একটা ‘ফর্মুলা’ দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী একথা জানান।
সীমান্ত ইস্যু নিয়ে ভারত সতর্ক থাকবে বলে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারাই এ ব্যাপারে কথা বলেছেন। ফর্মুলা দিয়েছেন যাতে সীমান্তে ঝামেলা না হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত সরকার বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।
এই বছরও তারা আমাদের সম্মান দিয়েছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের ৫০ বছর পূর্তিতে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে সম্মানিত করেছেন। আর আমাদের বিজয় দিবসে ভারতের রাষ্ট্রপতি আসবেন। এইগুলো নিয়ে আলোচনা করেছি।’
ভারতীয় পররাষ্ট্রসচিব সাক্ষাৎ সৌজন্য এমনটা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌজন্য সাক্ষাতকালে বাংলাদেশ ভারতের সুন্দর সোনালি অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে অনেকগুলো ইস্যু এসেছে।
এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। বৈঠক শেষে যৌথ সংবাদ ব্রিফিংয়ে তারা জানান, দুই দেশের সম্পর্কের স্বর্নযুগ চলছে।
মঙ্গলবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হর্ষ বর্ধন শ্রিংলা। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকা সফর করবেন। রাষ্ট্রপতির সফর সামনে রেখেই সফর করছেন দেশটির পররাষ্ট্রসচিব।
আরইউ/এমএমএ/