লিবিয়া থেকে ফিরলেন ১৪৫ বাংলাদেশি
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
ছবি: সংগৃহীত
লিবিয়া থেকে ১৪৫ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং লিবিয়ার ত্রিপলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় লিবিয়ার বেনগাজী থেকে এসব বাংলাদেশিকে দেশে ফেরানো হয়। বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, দেশে ফিরিয়ে আনা ব্যক্তিদের অধিকাংশই ইউরোপে প্রবেশের আশায় মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় গিয়েছিলেন। তবে সেখানে গিয়ে তারা অপহরণ ও নির্যাতনের শিকার হন।
আইওএম-এর পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে ৬ হাজার টাকা নগদ সহায়তা, কিছু খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় মেডিক্যাল চিকিৎসা এবং অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)