বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ৩০ মাঘ ১৪৩১
Dhaka Prokash

লিবিয়া থেকে ফিরলেন ১৪৫ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ১৪৫ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং লিবিয়ার ত্রিপলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় লিবিয়ার বেনগাজী থেকে এসব বাংলাদেশিকে দেশে ফেরানো হয়। বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, দেশে ফিরিয়ে আনা ব্যক্তিদের অধিকাংশই ইউরোপে প্রবেশের আশায় মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় গিয়েছিলেন। তবে সেখানে গিয়ে তারা অপহরণ ও নির্যাতনের শিকার হন।

আইওএম-এর পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে ৬ হাজার টাকা নগদ সহায়তা, কিছু খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় মেডিক্যাল চিকিৎসা এবং অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

Header Ad
Header Ad

যমুনা সেতু মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

ছবি : ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের যমুনা সেতু মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ।

গত বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী নামক স্থানে ৯ নং ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার পাইকড়া ইউনিয়নের পাইকড়া খানপাড়া গ্রামের মৃত রবি খানের ছেলে শামীম খান (৪৯) এবং ঢাকার দক্ষিণ মানন্দা এলাকার ইউনুসের ছেলে মামুন (৪৪)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ১০ টার দিকে মোটরসাইকেলযোগে দুই আরোহী যমুনা সেতু পূর্বের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আনালিয়াবাড়ী এলাকার ৯নং ব্রিজের কাছে পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চারলেন কাজে ব্যবহৃত দাঁড়িয়ে থাকা মাটিকাটা যন্ত্র (ভেকুর) সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে তারা মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) রইজ উদ্দিন বলেন, নিহত দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Header Ad
Header Ad

সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর ৫ ব্যাংক হিসাব ফ্রিজ

সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। ছবি: সংগৃহীত

সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের নিজ নামে ও তার স্ত্রী ঊষা রাণী চন্দের পাঁচটি ব্যাংকের অ্যাকাউন্টে থাকা এক কোটি ৪৬ লাখ ৬৩ হাজার ৮৩৫ টাকা ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন খুলনা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার এই আদেশ দিয়েছেন। নারায়ণ চন্দ্র চন্দের নিজ নামে ও তার স্ত্রী ঊষা রাণী চন্দের হিসাব ফ্রিজ করার আদেশ কার্যকর থাকা অবস্থায় হিসাবসমূহে অর্থ জমা করা যাবে, কিন্তু কোনো অবস্থাতেই উত্তোলন করা যাবে না।

আদালত ও দুদক সূত্রে জানা গেছে, সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে ঘুষ গ্রহণ করে নিয়োগ বাণিজ্য, জমি দখলসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে অবৈধভাবে উপার্জিত অর্থ নিজ ও স্ত্রী ঊষা রাণী চন্দের নামে বিভিন্ন ব্যাংক হিসাব, এফডিআর ও ব্যাংকে রক্ষিত সঞ্চয়পত্র ফ্রিজ করার জন্য দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক অভিযোগ অনুসন্ধান টিমের দলনেতা মো. আব্দুল ওয়াদুদ আদালতে আবেদন করেন।

প্রাথমিক অনুসন্ধানে দুদক সাবেক মন্ত্রী ও তার স্ত্রীর নামে সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ডাচ্–বাংলা ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের অধীনে থাকা সঞ্চয়পত্র অ্যাকাউন্ট এবং মন্ত্রীর মালিকানাধীন কেপি ব্রিক ফিল্ড ও কনক্রিট ব্রকস অ্যান্ড ফ্যাক্টরি হিসাবে ১ কোটি ৪৬ লাখ ৬৩ হাজার ৮৩৫ টাকার হিসাব পেয়েছে।

Header Ad
Header Ad

মিয়ানমারে খাদ্যশস্যের চোরাচালান প্রতিরোধে কঠোর থাকার নির্দেশ খাদ্য উপদেষ্টার

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান গৃহযুদ্ধের ফলে সেখানে খাদ্য সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় বাংলাদেশ থেকে খাদ্যশস্যের চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নিতে বিজিবিসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে ‘খাদ্যশস্য চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা জোরদারকরণ’ শীর্ষক এক সভায় এ নির্দেশনা দেন তিনি। সভা শেষে দুপুর ১টার দিকে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন খাদ্য উপদেষ্টা।

তিনি বলেন, "খাদ্য সংকট দেখা দিলে বাংলাদেশ থেকে চোরাচালানের ঝুঁকি বেড়ে যায়। এর আগেও সার ও জ্বালানি তেল চোরাচালানের প্রবণতা ছিল। তাই নজরদারি আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই চোরাচালান না হতে পারে।"

বর্তমানে দেশে খাদ্যশস্যের মজুদ ও আমদানি ব্যবস্থা স্বাভাবিক রয়েছে জানিয়ে আলী ইমাম মজুমদার বলেন, "বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চালের সাম্প্রতিক সংকট কেটে যাবে এবং দাম সহনীয় পর্যায়ে থাকবে।" তিনি আরও জানান, রমজানকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে।

এর আগে, জেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভাপতি ও কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ, এপিবিএন পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ২৭১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার মধ্যে জলসীমা ৫৪ কিলোমিটার।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

যমুনা সেতু মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর ৫ ব্যাংক হিসাব ফ্রিজ
মিয়ানমারে খাদ্যশস্যের চোরাচালান প্রতিরোধে কঠোর থাকার নির্দেশ খাদ্য উপদেষ্টার
পবিত্র শবে বরাতে তারেক রহমানের বাণী
জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক হলেন ডা. নাসির উদ্দীন
ছাত্রফ্রন্টের শ্রোতাশূন্য সমাবেশে উচ্চ শব্দ, তোপের মুখে বন্ধ ২৬ মাইক
শবে বরাতে আতশবাজি-পটকা ফোটানো নিষিদ্ধ, জানিয়েছে ডিএমপি
স্বাধীনতার পর প্রথমবার গোপালগঞ্জে জামায়াত নেতাকর্মীদের ঢল
শাবিপ্রবিতে আবরার ফাহাদের জন্মদিনে প্রদর্শিত হলো শর্টফিল্ম ‘রুম নম্বর ২০১১’
মরা গরুর মাংস বিক্রি করতে গিয়ে ধরা খেলেন ব্যবসায়ী, ঠাঁই হলো জেলে
লিবিয়া থেকে ফিরলেন ১৪৫ বাংলাদেশি
কাফনের কাপড় পরে আন্দোলনে নিয়োগ স্থগিত হওয়া প্রাথমিকের শিক্ষকরা
১৭ বছরের সব গণহত্যার জন্য শেখ হাসিনা দায়ী: মির্জা ফখরুল
র‍্যাবের বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে ‘সবাই বসে’ সিদ্ধান্ত নেব: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক
মির্জা ফখরুলের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ
প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন, প্রজ্ঞাপন জারি
প্রিয়জনকে চুম্বনের যত উপকারিতা  
এরকম একটা ঘরে হয়তো আমার বন্ধুকে আটকে রাখা হয়েছিল, আয়নাঘর নিয়ে ফারুকী