আমির খানের লুকে পলক, নেট দুনিয়ায় ট্রল
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
গজনীর স্টাইলে আদালত প্রাঙ্গনে দেখা গেলো পলককে। ছবি: সংগৃহীত
আমির খানের বিখ্যাত মুভি গজনীর স্টাইলে আদালত প্রাঙ্গনে দেখা গেলো পলককে। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে রীতিমতো ট্রল করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।
হাসিনার অত্যন্ত আস্থাভাজন ছিলেন জুনায়েদ আহমেদ পলক। গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর সুযোগ করে দিয়েছিলেন তিনি। হাসিনা পালালেও সাথে নেননি পলককে। আগস্টের পর থেকে বিভিন্ন সময়ই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন সাবেক এই আইসিটি প্রতিমন্ত্রী। ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা যায়, একটি ব্যাগ হাতে আমির খানের গজনী লুকে পলক।
সামাজিক মাধ্যমে যা নিয়ে চলছে রীতিমতো হাস্যরস। শাম্মি নামের একজন ফেসবুকে লিখেছেন, পলক ভাই আই ফোন সেভেনটি প্রো ম্যাক্স হয়ে গেছে। নাফিজ নামের একজন তার হাতে হাতকড়া না দেখে অবাক হয়ে লিখেছেন, এরা কুখ্যাত আসামি এদের হাতে হাতকড়া নেই কেনো?
সম্প্রতি তার আরও একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরে। ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা যায়, তিনি আদালত প্রঙ্গনে উপস্থিত সাংবাদিক ও উৎসুক জনতাকে উদ্দেশ্য করে বলছেন, চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। পলকের এই কথায় হাসির ট্রলে ভেসে যায় সোশ্যাল মিডিয়া।
পলক এর আগেও উদ্ভট কথা বলে ভাইরাল হয়েছেন। লো কমোডে কাজ হচ্ছে না বলে হাই কমোড চেয়েছিলেন আদালতে। আর এতেও তাকে নিয়ে হাসি মসকরা করতে ভোলেননি নেটিজেনরা।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)