সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ৬ ডিসেম্বর
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। জাপানের এনএইচকে টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, ড. মুহাম্মদ ইউনূস চান না যে নির্বাচন ডিসেম্বরের পরে অনুষ্ঠিত হোক। নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ৬ ডিসেম্বর গণতন্ত্র দিবসেই নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ মাঠে অনুপস্থিত থাকায় বিএনপি ও জামায়াত একে অপরকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করছে।
এদিকে, বিপ্লবী ছাত্র সংগঠনের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে, এ মাসের শেষের দিকে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে। দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন থাকলেও তারা কিছুটা সময় নিচ্ছেন। সূত্র জানায়, নতুন দলের আহ্বায়ক হতে পারেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যিনি দল গঠনের আগে পদত্যাগ করতে পারেন।
বিএনপি এবার ৩০০ আসনে নির্বাচন করার জন্য দল গোছানোর কাজ শেষ করেছে। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের প্রস্তুতির জন্য দলকে সর্বোচ্চ সহযোগিতা করছেন। অন্যদিকে, জামায়াতে ইসলামীও সব আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে। এরই মধ্যে দলটি ৭৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রতিদিন বিভিন্ন সমাবেশে বক্তব্য দিচ্ছেন এবং ইসলামী দলগুলোর সঙ্গে জোট গঠনের চেষ্টা করছেন।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)