মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ২৮ মাঘ ১৪৩১
Dhaka Prokash

বইমেলার স্টলে ভাঙচুর: দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার  

ছবিঃ সংগৃহীত

ভারতে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের ‘চুম্বন’ বই রাখা ও বিক্রির অভিযোগে একুশে বইমেলায় ‘সব্যসাচী’ নামে একটি স্টল ভাঙচুর করেছেন ‘তৌহিদী জনতা’র নামে একদল লোক।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা একুশে বইমেলায় একটি বইয়ের দোকানে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

এই হামলা বাংলাদেশের নাগরিকদের অধিকার এবং দেশের আইনের প্রতি অবজ্ঞার পরিচয় দেয়। এই ধরনের সহিংসতা এই মহান বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠানের উন্মুক্ত মনের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, যা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার সমর্থনে জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের স্মরণ করে।

বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ ও বাংলা একাডেমিকে এই ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছে। পুলিশকে মেলায় নিরাপত্তা জোরদার করার এবং এই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো দেশে যে কোনো ধরনের গণ সহিংসতার ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে।

এর আগে সন্ধ্যায় ব্রিফিং এ প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানান, বিষয়টি নিয়ে বাংলা অ্যাকাডেমির সঙ্গে কথা বলেছি। তাদের দ্রুত ঘটনা জানাতে বলেছি, কারণ পুরো ঘটনা এখনো জানি না। বইমেলা খুবই পবিত্র জায়গা, তার পবিত্রতা আমরা রাখতে চাই।

Header Ad
Header Ad

সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ৬ ডিসেম্বর

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। জাপানের এনএইচকে টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, ড. মুহাম্মদ ইউনূস চান না যে নির্বাচন ডিসেম্বরের পরে অনুষ্ঠিত হোক। নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ৬ ডিসেম্বর গণতন্ত্র দিবসেই নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ মাঠে অনুপস্থিত থাকায় বিএনপি ও জামায়াত একে অপরকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করছে।

এদিকে, বিপ্লবী ছাত্র সংগঠনের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে, এ মাসের শেষের দিকে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে। দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন থাকলেও তারা কিছুটা সময় নিচ্ছেন। সূত্র জানায়, নতুন দলের আহ্বায়ক হতে পারেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যিনি দল গঠনের আগে পদত্যাগ করতে পারেন।

বিএনপি এবার ৩০০ আসনে নির্বাচন করার জন্য দল গোছানোর কাজ শেষ করেছে। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের প্রস্তুতির জন্য দলকে সর্বোচ্চ সহযোগিতা করছেন। অন্যদিকে, জামায়াতে ইসলামীও সব আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে। এরই মধ্যে দলটি ৭৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রতিদিন বিভিন্ন সমাবেশে বক্তব্য দিচ্ছেন এবং ইসলামী দলগুলোর সঙ্গে জোট গঠনের চেষ্টা করছেন।

Header Ad
Header Ad

অবশেষে সাক্ষাৎ হচ্ছে ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদির

অবশেষে সাক্ষাৎ হচ্ছে ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদির। ছবি: সংগৃহীত

আগামী ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট— বিমসটেক শীর্ষ সম্মেলন। এতে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সম্মেলনের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক সাক্ষাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে গুলশান-২-এ বিমসটেক সম্মেলন নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাসচিব ইন্দ্র মনি পান্ডে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক শীর্ষ বৈঠকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির সাক্ষাৎ হবে। তবে এটি দ্বিপাক্ষিক বৈঠকে রূপ নেবে কি না, তা নির্ভর করছে দুই দেশের সিদ্ধান্তের ওপর।

যদিও ঢাকা-দিল্লি শীর্ষ বৈঠকের বিষয়ে বিমসটেক মহাসচিব নিশ্চিত কোনো তথ্য দেননি, তবে প্রধান উপদেষ্টার ব্যাংকক সফরের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, “এখনও বেশ কিছুটা সময় বাকি আছে। কোনো কিছু চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। তবে বিমসটেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা যোগ দেবেন, এটা নিশ্চিত।”

এর আগে, গত বছর সেপ্টেম্বরে বিমসটেক সম্মেলন হওয়ার কথা থাকলেও থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে তা স্থগিত হয়ে যায়। তখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের প্রথম বিদেশ সফরের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল। সেসময়ও প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের সম্ভাবনার কথা বলা হয়েছিল।

বিমসটেক সম্মেলন স্থগিত হওয়ার পর জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ড. ইউনূস-মোদি বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে প্রায় একই সময়ে যুক্তরাষ্ট্র সফরে গেলেও নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। তখন পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, মূলত এ দুই নেতা একই সময়ে নিউইয়র্কে উপস্থিত না থাকায় তাদের সাক্ষাৎ সম্ভব হয়নি।

বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে ব্রিফিংয়ে আরও বলেন, বিমসটেক কোনোভাবেই চীন বা পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্ল্যাটফর্ম নয়। এছাড়া, আসন্ন শীর্ষ সম্মেলনে বাংলাদেশ বিমসটেক সভাপতি দেশ হতে যাচ্ছে বলেও তিনি জানান।

Header Ad
Header Ad

৭ম হোস্টিং সামিট অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি

ছবি: সংগৃহীত

দেশের হোস্টিং ইন্ডাস্ট্রির সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে আগামী বুধবার (১৯ ফেব্রুয়ারি) ৭ম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে হোস্টিং সামিট - ২০২৫। প্রতিবছর দেশের ওয়েব হোস্টিং এর সার্বিক উন্নতি, সম্ভাবনা এবং বিভিন্ন প্রতিবন্ধকতা ও তার সমাধান নিয়ে অনুষ্ঠিত হয় এই সামিট।

দেশের অন্যতম হোস্টিং প্রতিষ্ঠান আলফা নেটের উদ্যোগে এবছর ঢাকার উল্লেখযোগ্য ৫ তারকা হোটেল রিজেন্সি অ্যান্ড রিসোর্টে এই সামিটের আয়োজন করা হয়েছে।

উল্লেখযোগ্য অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত থাকবেন- বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, BTRC, BTCL, BASIS, e-CAB, SISPAB, BACCO, iSPAB প্রতিনিধি বৃন্দ। সামিটে আরও উপস্থিত থাকবেন, যুক্তরাষ্ট্র প্রবাসী প্রযুক্তিবিদ এবং প্রযুক্তি উদ্যোক্তা জনাব, আবু সুফিয়ান হায়দার।

এছাড়া বাংলাদেশের শীর্ষস্থানীয় ৩০টিরও বেশী হোস্টিং কোম্পানির প্রধান নির্বাহী ও প্রযুক্তি কর্মকর্তাগণ উক্ত সামিটটিতে অংশগ্রহণ করবেন।

এ বিষয়ে সামিটটির আহ্বায়ক মো. একরামুল হায়দার বলেন, এই বছরে সামিটে অবকাঠামো, AI, সাইবার নিরাপত্তা এবং কর্মশক্তি উন্নয়নের উপর বিশদ আলোচনা করা হবে। এছাড়াও এই সেক্টরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বৃন্দ ওয়েব হোস্টিং কোম্পানিগুলোর বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা, এবং অন্তরায় গুলি নিয়ে আলোচনা করবেন এবং হোস্টিং শিল্পের জন্য দেশীয় ও আন্তর্জাতিক বাজার উন্নয়নের লক্ষ্যে কর্ম পরিকল্পনা প্রণয়ন করবেন।

আলোচনা পর্ব শেষে মধ্যাহ্ন ভোজ এর মাধ্যমে ২০২৫ সালের ওয়েব হোস্টিং সামিটের সমাপ্তি হবে। সামিটের বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ৬ ডিসেম্বর
অবশেষে সাক্ষাৎ হচ্ছে ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদির
৭ম হোস্টিং সামিট অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি
চাকরি ফিরে পেতে রাজপথে বিডিআর সদস্যরা, সরকারকে আলটিমেটাম দিলেন মাহিন
ধ্বংসস্তুপের মধ্যে দাঁড়িয়ে আমরা কাজ করছি: আসিফ নজরুল
প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর সুপারিশ
বাংলা একাডেমির নামে প্রতারণা: হাতিয়ে নেওয়া হয়েছে লক্ষাধিক টাকা
কোনো ‘শয়তান’ যেন পালাতে না পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিদ্রোহী ১৮ জনকে বাদ দিয়েই ৩৭ নারী ফুটবলারের সঙ্গে বাফুফের চুক্তি
‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানে থানায় টিকটক, আ.লীগ নেত্রী গ্রেপ্তার
দুর্নীতিতে বিশ্বে বাংলাদেশ ১৪তম
প্রত্যাহারের পর দুদক পরিচালক সায়েমুজ্জামানকে দপ্তর থেকেই বদলি!
আমার ব্যাচ থেকে ৫০ সচিব, আমি কেন বঞ্চিত, প্রশ্ন সাবেক অতিরিক্ত সচিবের
আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় স্বেচ্ছাসেবক দল নেতা, পুলিশকে মারধর  
‘মব’ বন্ধ না করলে ডেভিল হিসেবে ট্রিট করা হবে: মাহফুজ আলম  
ইয়েমেনি মাছ ধরার নৌকা ছিনতাই করেছে সোমালিয়া জলদস্যুরা  
‘সেভ দ্যা চিলড্রেনের’ প্রকল্প পরিচালকের গলাকাটা মরদেহ উদ্ধার  
সমাজবিরোধীরা কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা: পুলিশ হেডকোয়ার্টার্স  
বইমেলার স্টলে ভাঙচুর: দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার  
শ্যামপুরে প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে