ডা. মুরাদ হাসান বললেন, ‘যদি ভুল করে থাকি...’
নারী বিদ্বেষী বক্তব্য দিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান বলেছেন, 'আমি যদি কোনো ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন।'
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ কথা বলেন।
মুরাদ হাসান আরো বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিবো আজীবন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু'
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সম্প্রতি দেশে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বাহাত্তরের সংবিধান পুনঃপ্রবর্তন ও সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাদ দেওয়ার পক্ষে জোরালো বক্তব্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসেন। এর আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালদা জিয়ার পরিবারের একজন নারী সদস্য সম্পর্কে ‘নারীবিদ্বেষী’ বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচিত হন।
এর মধ্যে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক ইমনের সঙ্গে দুই বছর আগের ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। এ পরিপ্রেক্ষিতে সোমবার (৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডা. মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দেন। মঙ্গলবার দুপুরে মুরাদ হাসান ই-মেইলের মাধ্যমে মন্ত্রণালয়ের সচিবের কাছে নিজের পদত্যাগ পত্র জমা দেন।
এপি/এসএন