বিবিসি বাংলায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ নির্মূল কমিটির
ঘাতক দালাল নির্মূল কমিটি
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিষয়ে ঘাতক দালাল নির্মূল কমিটিকে জড়িয়ে বিবিসি বাংলায় যে সংবাদ প্রকাশিত হয়েছে সে বিষয়ে প্রতিবাদ জানিয়েছে নির্মূল কমিটি।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সংবাদপত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্মূল কমিটি এ প্রতিবাদ জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার (৬ ডিসেম্বর) ‘বিবিসি নিউজ, বাংলা’-য় ‘মুরাদ হাসান: তারেক রহমানের কন্যা জাইমাকে নিয়ে অশালীন মন্তব্য, তথ্য প্রতিমন্ত্রীর পদত্যাগ চায় বিএনপি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় যেখানে উল্লেখ করা হয় পেশায় চিকিৎসক মুরাদ হাসান একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য।
তথ্যটি সম্পূর্ণ ভুল উল্লেখ করে নির্মূল কমিটি জানায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে নির্মূল কমিটির গঠনতন্ত্র অনুযায়ী মুরাদ হাসানের কেন্দ্রীয় কার্যনির্বাহী পদ বিলুপ্ত হয়ে যায়।
‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ সম্পর্কে ‘বিবিসি নিউজ, বাংলা-য় প্রকাশিত এরকম ভুল তথ্যের সংশোধনের দাবি জানায় নির্মূল কমিটি।
এপি/এএস