সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২০ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

হাসিনা বিনের জন্য প্রকাশনাকে ধন্যবাদ দিলো ক্রীড়া উপদেষ্টা  

ছবিঃ সংগৃহীত

অমর একুশে বইমেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত একটি ডাস্টবিন স্থাপন করে দেশজুড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিকে বই মেলায় বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের স্টলে গিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই ডাস্টবিনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে উপদেষ্টা আসিফ তার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন। এতে দেখা যায় তিনি বই মেলায় বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের স্টলে গিয়ে লিখেন, ‘হাসিনা বিনের জন্য ধন্যবাদ এবং প্রকাশনা এবং সুভ্যেনির গুলো ভালো হয়েছে।’

ইতোমধ্যে এই ডাস্টবিনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ ময়লা ফেলেছেন। সে ছবি তারা নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিও পোস্ট করেছেন।

মেলার ১ম দিন শনিবার (১ ফেব্রুয়ারি) প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই ডাস্টবিনে ময়লা ফেলার ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, ‘শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে ডাস্টবিনে জঞ্জাল নিক্ষেপ।’

এরপর মেলার ২য় দিন নিজের ফেসবুক প্রোফাইলে ওই ডাস্টবিনে ময়লা ফেলার ছবি পোস্ট করেন উপদেষ্টা আসিফ।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, "নগরবাসী, যেখানে-সেখানে ময়লা ফেলবেন না, উপযুক্ত স্থানে ফেলুন।"

এছাড়া একুশে বইমেলার প্রথম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ওই ডাস্টবিনের একটি ছবি শেয়ার করে সেখানে লিখেছিল, ‘আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৫। বইমেলায় এলে আপনার হাতের অপ্রয়োজনীয় ময়লা-আবর্জনা ডাস্টবিনে ফেলতে ভুলবেন না। মেলার অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর রাখুন, আবর্জনামুক্ত থাকুন।’

Header Ad
Header Ad

পাবনায় পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা, আটক ১৬

ছবি: সংগৃহীত

পাবনার সুজানগর উপজেলায় পুলিশের গাড়ি থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় ১৬ জনকে আটক করেছে যৌথবাহিনী।

রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সুজানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং যাদের ভিডিও ফুটেজে পাওয়া যাবে, তাদের গ্রেপ্তার দেখানো হবে। এছাড়া, বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, শনিবার বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে থেকে আব্দুল ওহাবকে গ্রেপ্তার করলে তার সমর্থকরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানার এসআই আজাহার আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল ওহাব গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলার পলাতক আসামি ছিলেন।

Header Ad
Header Ad

পুলিশ হেফাজতে রাজশাহীর মালিক কিস্তিতে পারিশ্রমিক দেওয়ার অঙ্গীকার  

ছবিঃ সংগৃহীত

ক্রিকেটার, কোচিং স্টাফ ও সংশ্লিষ্টদের পারিশ্রমিক পরিশোধ না করায় পুলিশ হেফাজতে নেয়া হয়েছিলো দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি মালিক শফিকুর রহমানকে। আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে তিন কিস্তিতে সমস্ত পাওনা পরিশোধ করার প্রতিশ্রুতি দেয়ায় মুক্তি পেয়েছেন তিনি। প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে, তার বিরুদ্ধে যেকোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে মর্মে জানিয়েছেন শফিকুর রহমান।

চুক্তি অনুযায়ী বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার আগেই রাজশাহীর ক্রিকেটারদের ৫০ শতাংশ পারিশ্রমিক দেয়ার কথা ছিল। তবে, সেটি দেয়া হয়নি। ঢাকায় এসে আবারও ক্রিকেটাররা বিদ্রোহ করেন। বিদেশিরা ম্যাচ বর্জন করলেও, চেক পেয়ে ম্যাচ খেলে দেশি ক্রিকেটাররা।

তবে আবারও বাউন্স করে চেক। এরপর বিসিবি ও ক্রিকেটারদের চাপে ২ ফেব্রুয়ারি পারিশ্রমিক দেবার প্রতিশ্রুতি দেন শফিকুর রহমান। এমনকি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকেও একই প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু রোববার ডেডলাইন ডে’তেও টাকা না দেবার ধৃষ্টতা দেখান শফিক।

পাওনা না পেয়ে হোটেল ছাড়েনি ক্রিকেটাররা। ক্রিকেটারদের সরঞ্জাম আটকে রেখে টাকার দাবি জানিয়েছে বাস মালিকও। দেশ ছেড়ে পলিয়ে যেতে পারেন শফিকুর রহমান, এক পর্যায়ে ওঠে এমন গুঞ্জনও।

এমন পরিস্থিতেতে নড়েচড়ে বসে সংশ্লিষ্ট সকল বিভাগ। সোমবার সাকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে জানানো হয়, দিনের প্রথম প্রহরে পুলিশ হেফাজতে নেয়া হয় শফিকুর রহমানকে। বারবার কথা দিয়েও পেমেন্ট না দেয়ায় জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

এমন পরিস্থিতিতে, দোষ স্বীকার করে নিয়ে ২৫ শতাংশ হারে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারি তিন কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন শফিকুর রহমান।

কেবল খেলোয়াড়ই নয়, প্রতি কিস্তিতে দল সংশ্লিষ্ট সকলকেই প্রাপ্য অর্থ বুঝিয়ে দেবার নিশ্চয়তা দেন রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিক।

Header Ad
Header Ad

নববধূ নিয়ে ফেরার পথে স্ট্রোক করে বরের মৃত্যু

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জে বিয়ে করে নববধূ নিয়ে ফেরার পথে স্ট্রোক করে মৃত্যু হয়েছে জাহিদুল ইসলাম (২৩) নামে এক যুবকের। রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার তুষভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে।

জাহিদুল ইসলাম কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার মহুবার রহমানের ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, সন্ধ্যায় বরযাত্রী নিয়ে কালীগঞ্জের চৌধুরীরহাট এলাকায় কনের বাড়িতে যান তিনি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূ নিয়ে ফেরার সময় তুষভান্ডার বাজার পার হওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা বরযাত্রীরা দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তার মৃত্যু হয়।

কাকিনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহাবুদ্দিন বলেন, "ঘটনাটি শোনার পর গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। নববিবাহিত জাহিদুল ইসলাম ফেরার পথেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান।"

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, নববধূকে নিয়ে ফেরার পথে বরের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পাবনায় পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা, আটক ১৬
পুলিশ হেফাজতে রাজশাহীর মালিক কিস্তিতে পারিশ্রমিক দেওয়ার অঙ্গীকার  
নববধূ নিয়ে ফেরার পথে স্ট্রোক করে বরের মৃত্যু
যাদের হাতে উঠেছে সংগীতে সেরা ‘গ্র্যামি পুরস্কার’
৩০০ আসনে প্রার্থী দিবে ‘ফুলকপি’ প্রতীকের বিডিপি
পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ তিতুমীর কলেজের  
বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত- ২
বাঁচা-মরার ম্যাচে রাসেল, টিম ডেভিড, ভিন্সদের নিয়ে ব্যাটিংয়ে রংপুর
প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মেয়ের ছবি বিকৃত করে প্রচার  
বাংলাদেশের ‌‘গুম জননী’ শেখ হাসিনা: প্রেস সচিব
নওগাঁয় মেলা দেখে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
‘আমি কোনো দুর্নীতি করিনি’ বলে কাঠগড়ায় অঝোরে কাঁদলেন কামাল মজুমদার
হাসিনা বিনের জন্য প্রকাশনাকে ধন্যবাদ দিলো ক্রীড়া উপদেষ্টা  
সাবেক বিচারপতি মানিক, সালমানসহ ৬ জন রিমান্ডে
যুক্তরাষ্ট্রে ৯ দিনে ৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু
স্বামীর কিডনি বিক্রির অর্থ নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, ডিভোর্সের হুমকি
আপনাদের জন্য কিছু করলে এ সরকারই করবে: হাসনাত আবদুল্লাহ
কুড়িগ্রামের রাজিবপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
শেখ হাসিনার নামে একটা পিএইচডি ডিগ্রি দেওয়া দরকার: বাণিজ্য উপদেষ্টা