মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ | ১৯ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

মধ্যরাত থেকে সারাদেশে বন্ধ হতে পারে ট্রেন চলাচল

মধ্যরাত থেকে সারাদেশে বন্ধ হতে পারে ট্রেন চলাচল। ছবি: সংগৃহীত

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে যাচ্ছেন রেলওয়ের রানিং স্টাফরা। এর ফলে আজ সোমবার দিবাগত রাত ১২টা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হতে পারে।

পার্ট অফ পে রানিং এলাউন্স (মাইলেজ) যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদানের দাবির বিষয়ে ২৭ জানুয়ারি পর্যন্ত সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিল বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ। কিন্তু ২৭ জানুয়ারি দুপুর পার হলেও এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো সুরাহা হয়নি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী একজন রানিং স্টাফ ট্রেনে দায়িত্ব পালন শেষে তার নিয়োগপ্রাপ্ত এলাকায় (হেডকোয়ার্টার) হলে ১২ ঘণ্টা এবং এলাকার বাইরে (আউটার স্টেশন) হলে ৮ ঘণ্টা বিশ্রামের সুযোগ পান। রেলওয়ের স্বার্থে কোনো রানিং স্টাফকে তার বিশ্রামের সময় কাজে যুক্ত করলে বাড়তি ভাতা-সুবিধা দেওয়া হয়। যা রেলওয়েতে ‘মাইলেজ’ সুবিধা হিসেবে পরিচিত।

বাংলাদেশ রেলওয়ে গার্ডস কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সম্পাদক আফজাল হোসেন বলেন, ২৭ জানুয়ারির মধ্যে মাইলেজ প্রদানসহ সব দাবি পূরণে রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের পক্ষ থেকে রেলওয়ে কর্মকর্তা ও রেল মন্ত্রণালয়কে চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে। আমাদের এ আন্দোলন তিন বছর ধরে চলছে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি রেল কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, এ বিষয়ে রেল মহাপরিচালকের কার্যালয়ের উপ-পরিচালক (পার্সোনেল-৩) আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য ২৭ জানুয়ারি বেলা ১১টায় আমন্ত্রণ জানান। এতে রেলপথ মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে রেলের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু আন্দোলনকারীরা এ আলোচনা সভায় যোগ দেননি। কারণ আমরা জানি এ আলোচনা সভায় গেলে আমাদের কাছে আবারো তারা সময় চাইবে। অতত্রব আমাদের দাবি না মানা পর্যন্ত ২৮ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির যে ঘোষণা দিয়েছি সেটি বহাল থাকবে।

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের রাজশাহী বিভাগীয় আহ্বায়ক রবিউল ইসলাম বলেন, মাইলেজ সুবিধা পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে গত ৩ বছর ধরে আন্দোলন করছেন রানিং স্টাফরা। কয়েক দফায় অতিরিক্ত কাজ থেকে বিরত থাকা এবং ধর্মঘট পালন করা হয়েছে। বিভিন্ন সময় রেলওয়ের মহাপরিচালক, রেলপথ সচিব, রেলমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে আন্দোলন থেকে সরে আসা হয়। কিন্তু এবার দাবি না মানলে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হবে সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে।

তিনি আরও বলেন, ২০২১ সালের ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয় মাইলেজ সুবিধা সীমিত করতে রেল মন্ত্রণালয়কে চিঠি দেয়। ওই চিঠিতে আনলিমিটেড মাইলেজ সুবিধা বাদ দিয়ে তা সর্বোচ্চ ৩০ কর্মদিবসের সমপরিমাণ করার কথা জানানো হয়। এছাড়া বেসামরিক কর্মচারী হিসেবে রানিং স্টাফদের পেনশন ও আনুতোষিক ভাতায় মূল বেতনের সঙ্গে পাওয়া কোনো ভাতা যোগ করার বিষয়টি বাদ দেওয়া হয়। একই সঙ্গে নতুন নিয়োগপ্রাপ্তদের রানিং স্টাফদের নিয়োগপত্রে বৈষম্যমূলক ১২ ও ১৩নং শর্ত বাতিল করে রেলওয়ে কোড ও বিধি বিধানের আলোকে আদেশ জারির দাবি জানানো হয়। কিন্তু কোনো দাবি তারা এখনো পর্যন্ত মানেননি। তাই রেল ভবনে আজকের সভায় আমাদের কোনো প্রতিনিধি যোগ দেয়নি। কারণ আমরা অতীতের মতো এবারো সচিব বা রেল কর্মকর্তাদের আশ্বাস শুনবো না।

পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) গৌতম কুমার কুন্ডু জানান, রানিং স্টাফ কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে রেল ভবনে আজ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এটিতো রেলভবন ও মন্ত্রণালয়ের বিষয়। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেটিই আমরা জানাতে পারবো।

Header Ad
Header Ad

মার্কিন অনুদান বন্ধে ভারতে ট্রান্সজেন্ডার হাসপাতালগুলোর কার্যক্রম স্থগিত

ছবি: সংগৃহীত

ভারতে ট্রান্সজেন্ডারদের চিকিৎসার জন্য নির্মিত হাসপাতালগুলোর কার্যক্রম বন্ধ হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএসএআইডির মাধ্যমে বৈদেশিক সাহায্য স্থগিত করায় এই হাসপাতালগুলো চালানো সম্ভব হচ্ছে না।

২০২১ সালে চালু হওয়া মিত্র (বন্ধু) ক্লিনিক নামে হাসপাতালটি হায়দ্রাবাদে ট্রান্সজেন্ডারদের জন্য বিশেষায়িত চিকিৎসা সেবা দিত, যেখানে এইচআইভি চিকিৎসা ও কাউন্সেলিং সুবিধা ছিল।

ওই বছর ভারতের থানে ও পুনেতেও একই ধরনের আরও দুটি ক্লিনিক চালু হয়। কিন্তু অর্থ সহায়তার অভাবে তিনটি ক্লিনিকই বন্ধ হয়ে গেছে।

গত জানুয়ারিতে ট্রাম্প ৯০ দিনের জন্য ইউএসএআইডির বৈদেশিক সাহায্য স্থগিতের নির্দেশ দেন, যা ‘আমেরিকা ফাস্ট’ নীতির অংশ হিসেবে নেওয়া হয়। এর ফলে ১৯৬০ সাল থেকে সংস্থাটির মাধ্যমে বিভিন্ন দেশে পাঠানো মানবিক সহায়তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিশেষ করে দরিদ্র ও উন্নয়নশীল দেশে উন্নয়নমূলক প্রকল্পগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

মিত্র ক্লিনিকের বন্ধ হয়ে যাওয়ার ফলে ভারতে ট্রান্সজেন্ডারদের চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতালের একজন সদস্য বিবিসি হিন্দিকে জানান, তিনটি ক্লিনিক থেকে প্রায় ৬ হাজার ট্রান্সজেন্ডারকে সেবা দেওয়া হতো, যার মধ্যে ৬ থেকে ৮ শতাংশ রোগী এইচআইভি চিকিৎসা নিতেন।

হায়দ্রাবাদের মিত্র ক্লিনিকের ইনচার্জ রচনা মুদ্রাবোনিয়া, যিনি নিজেও একজন ট্রান্সজেন্ডার, বলেন, “হাসপাতাল পরিচালনার জন্য ইউএসএআইডি থেকে প্রতি মাসে ২ লাখ ৫০ হাজার রুপি অনুদান পেতাম। কিন্তু এখন সেটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যা আমাদের সম্প্রদায়ের জন্য বড় ধাক্কা।” সূত্র: বিবিসি

Header Ad
Header Ad

পদত্যাগ করেছেন ইরানের ভাইস-প্রেসিডেন্ট জাভেদ জারিফ

ছবি: সংগৃহীত

ইরানের ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জারিফ পদত্যাগ করেছেন। বিরোধীদের তীব্র সমালোচনার মুখে সোমবার (৩ মার্চ) তিনি অনলাইনে পোস্ট দিয়ে নিজের পদত্যাগের ঘোষণা দেন। পশ্চিমা বিশ্বের সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই কূটনীতিক তার পদত্যাগপত্রে সাম্প্রতিক ছয় মাসকে নিজের ৪০ বছরের রাজনৈতিক জীবনের ‘সবচেয়ে তিক্ত’ সময় বলে উল্লেখ করেছেন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী জারিফ ২০১৫ সালে তেহরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের পারমাণবিক চুক্তি বাস্তবায়নে বড় ভূমিকা রাখেন। সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি, যিনি নির্বাচনী প্রচারণায় পেজেশকিয়ানের পক্ষে ভোট চেয়েছিলেন। ক্ষমতায় আসার পর পেজেশকিয়ান তাকে সরকারের কৌশলগতবিষয়ক পরামর্শদাতা হিসেবে নিয়োগ দেন।

নিজের পদত্যাগপত্রে জারিফ উল্লেখ করেন, জাতীয় স্বার্থ রক্ষার জন্য চার দশক ধরে তিনি নানা অপমান ও অভিযোগ সহ্য করেছেন। আরোপিত যুদ্ধের অবসান থেকে শুরু করে সফল পরমাণু চুক্তি বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপে ভূমিকা রেখেছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ের বিরামহীন মিথ্যা প্রচারণা ও বক্তব্য বিকৃতির কারণে তার পদত্যাগের সিদ্ধান্ত নিতে হয়েছে।

তিনি জানান, বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই তাকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন এবং সরকারের ওপর আরও চাপ কমানোর জন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরে যাওয়ার উপদেশ দিয়েছেন। জারিফ বলেন, তার পদত্যাগ হয়তো জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে এবং সরকারের সফলতার পথে বাধা দূর করবে। সূত্র: আল জাজিরা

Header Ad
Header Ad

পুরোনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবিঃ সংগৃহীত

পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। দলের নিবন্ধন নিতে শর্তাবলী পূরণ করে দ্রত আগাবে বলেও জানিয়েছেন নাহিদ ইসলাম।

শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করে নাহিদ ইসলাম।

তিনি বলেন, নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক বলেন, নিবন্ধন নিতে শর্তাবলী পূরণ করে দ্রুত সময়ের মধ্যে আগাবো। গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে।

এ সময় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মার্কিন অনুদান বন্ধে ভারতে ট্রান্সজেন্ডার হাসপাতালগুলোর কার্যক্রম স্থগিত
পদত্যাগ করেছেন ইরানের ভাইস-প্রেসিডেন্ট জাভেদ জারিফ
পুরোনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় : নাহিদ ইসলাম
খালেদা জিয়ার শারী‌রিক অবস্থা স্থি‌তিশীল: ডা. জা‌হিদ  
রাবির তথ্য অফিসার পদে নিয়োগ পেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা
বধ্যভূমিতে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল এনসিপি  
অনিয়মের অভিযোগে কুবির রেজিস্ট্রারকে বাধ্যতামূলক ছুটি  
ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিতের নির্দেশ ট্রাম্পের  
নুরের ‘দলত্যাগ’ প্রসঙ্গে হান্নান মাসউদের বক্তব্যের প্রতিবাদ গণঅধিকার পরিষদের  
মধ্যরাতে ধোলাইখালে জবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ  
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন জাতীয় নাগরিক পার্টির নেতারা
বিরামপুরে কাভার্ড ভ্যান-ইজিবাইক সংঘর্ষে স্কুলছাত্রসহ নিহত ২
ট্রাম্পের ২৯ মিলিয়ন ডলার অর্থায়নের অ‌ভিযোগ সত্য নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদের ১২৪ কর্মকর্তাকে বদলি
সম্ভবত ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
ছয় মাসে ১০ হাজার ৪৭৫ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক
জাতিসংঘকে শাপলা চত্বর ও সাঈদীর রায়কেন্দ্রিক হত্যাকাণ্ড নথিভুক্ত করার অনুরোধ
নুর ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সাথে যুক্ত হতে আগ্রহী: হান্নান মাসউদ
দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে: বাণিজ্য উপদেষ্টা
নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় ছয়জন গ্রেপ্তার