শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ | ১০ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

গত ৬ মাসে ৮০টি মাজার শরিফে ভাঙচুর, লুটপাট হয়েছে: বিশ্ব সূফী সংস্থা  

ছবিঃ সংগৃহীত

গত ছয় মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ৮০টির বেশি মাজার শরিফ ও দরবার শরিফে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেছে বিশ্ব সূফী সংস্থা নামে একটি সংগঠন। এ সময় সূফী সাধকদের মাজার ও দরবার রক্ষার্থে হামলাকারীদের বিচার ও সূফী স্থাপনার নিরাপত্তা প্রদানের দাবি জানান সংগঠনটির নেতারা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘বিশ্ব সূফী সংস্থা’ আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বিশ্ব সূফী সংস্থার কার্যনির্বাহী সদস্য হাসান শাহ সুরেশ্বরী দিপু নূরী বলেন, আমাদের দেশে সুদূর আরব ও পারস্য থেকে সূফী ও আওলিয়ায়ে কেরাম এসে ইসলাম প্রচার করেছেন। কিন্তু পরিতাপের বিষয়, যেই সূফীদের মাধ্যমে আমরা ইসলাম পেলাম, তাদের দরবার ও মাজার শরীফ ভাঙচুর লুটপাটসহ অনুসারীদের হত্যা করা হচ্ছে এবং নির্মম অত্যাচার ও অমানবিক নির্যাতন চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ব সূফী সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আহসানুল হাদী, আফতাব আলম জিলানী, নাছির উদ্দিন চিশতী, মাওলানা তৌহিদুল ইসলাম চিশতি ও ড. আলাউদ্দিন আলন প্রমুখ।

Header Ad
Header Ad

ফেব্রুয়ারিতে সরকার পতন আন্দোলনের ঘোষণা দিল আওয়ামী লীগ  

ছবিঃ সংগৃহীত

ফেব্রুয়ারিতে সরকার পতনের আন্দোলনের ঘোষণা দিল আওয়ামী লীগ! জুলাই মাসের গণঅভ্যুত্থানের পরেও থেমে নেই আওয়ামী লীগের রাজনৈতিক পরিকল্পনা। দলটি এখনো নানা ষড়যন্ত্র এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। সামনের ফেব্রুয়ারি মাসে হরতাল, অবরোধসহ বিভিন্ন কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। এ বিষয়ে দলটির পলাতক যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানান।

তিনি বলেন, আওয়ামী লীগ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ১৪ দলের সঙ্গে গোপন বৈঠক চালিয়ে যাচ্ছে। এসব বৈঠকের মাধ্যমে আগামী মাসের কর্মসূচি চূড়ান্ত করা হচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন সফল করার বিষয়ে তিনি আশাবাদী। যদিও দলের অনেক নেতা-কর্মী বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন এবং অনেকেই গ্রেফতার হয়েছেন, নাসিম দাবি করেন যে সাধারণ মানুষের সমর্থনই তাদের আন্দোলনের ভিত্তি।

জুলাই মাসে ছাত্রজনতার অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের ক্যাডার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমর্থিত সদস্যদের হামলায় প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারায় এবং হাজার হাজার মানুষ আহত হয়। এরপর দীর্ঘ দেড় দশকের দুর্নীতি, দমন-পীড়ন, গুম এবং খুনের অভিযোগে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়। পাঁচ আগস্ট দলটির প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। সেই সঙ্গে দলের অনেক নেতা-কর্মী ভারতসহ বিভিন্ন দেশে আশ্রয় নেয়।

বর্তমানে দেশে ছাত্রলীগ নিষিদ্ধ। ১৪ দলের নেতাদের অবস্থান অজানা। তবুও আওয়ামী লীগ আগামী ফেব্রুয়ারি মাসে দেশব্যাপী হরতাল ও অবরোধের মতো কর্মসূচি পালনের পরিকল্পনা করছে। নাসিম বলেন, “আমরা বিভিন্ন সামাজিক গোষ্ঠী, শ্রমজীবী, মেহনতি মানুষ এবং বিভিন্ন শ্রেণিপেশার সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছি। একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে কর্মসূচি চূড়ান্ত করেছি।”

তবে আন্দোলনের সফলতা নিয়ে প্রশ্ন উঠলে নাসিম দাবি করেন, জনগণের অংশগ্রহণ তাদের কর্মসূচিকে সফল করবে। জনগণের সমর্থনেই তারা আন্দোলনে এগিয়ে যাবে। গণঅভ্যুত্থানে ছাত্রজনতার ওপর হত্যাযজ্ঞের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং জাতিসংঘকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে কেন সেই তদন্ত বন্ধ হয়েছে, তা জানতে হবে।”

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, “দেশের জনগণ শেখ হাসিনাকে সম্মানের সঙ্গে ফিরিয়ে আনবে।” নিজের অবস্থান সম্পর্কে জানতে চাইলে নাসিম বলেন, “আমরা এখনো আত্মগোপনে আছি। পাঁচ আগস্টের পর থেকে হত্যা, গণগ্রেফতার এবং মিথ্যা মামলার শিকার হচ্ছি। তবে আওয়ামী লীগ একদিন আবার দেশের রাজনীতিতে ফিরে আসবে।”

Header Ad
Header Ad

বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ, প্রতিবাদে বাংলাদেশিরা ধরে আনলেন ভারতীয় একজনকে  

ছবিঃ সংগৃহীত

দিনাজপুরে খেতে কাজ করার সময় বাংলাদেশি এক কিশোরকে তুলে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। প্রতিবাদে বাংলাদেশিরা কয়েকজন মিলে ভারতীয় এক কৃষককে ধরে এনে বিজিবি সদস্যদের কাছে সোপর্দ করেছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর দিনাজপুর সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিজিবি ও বিএসএফ তাৎক্ষণিক পতাকা বৈঠকে বসে। বিকেলে সেই পতাকা বৈঠকের মাধ্যমে দুজনকেই ফেরত দেওয়া হয়েছে।

ভারতীয় যে কৃষককে ধরে আনা হয়েছিল তার নাম নারায়ণ চন্দ্র রায় (৪৫)। তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। আর বাংলাদেশ থেকে বিএসএফ সদস্যদের ধরে নেওয়া কিশোরের নাম মো. আলামিন। সে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কৈকুড়ি গ্রামের বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ানসহ কয়েকজন গণমাধ্যমকে জানান, আজ সকালে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে নিজের কৃষি জমিতে কাজ করছিল আলামিন। এ সময় বিএসএফ সদস্যদের ৬ জনের একটা টিম এসে তাকে মারধর করে এবং টেনেহিঁচড়ে তুলে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পরে স্থানীয় কয়েকজন বাসিন্দা ভারতীয় এক কৃষককে তার জমি থেকে ধরে নিয়ে আসে। তারপর বিজিবি সদস্যদের হাতে তুলে দেন।

এসব ঘটনার পর পতাকা বৈঠকে বসে বিজিবি ও বিএসএফ। বৈঠক শেষে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম বলেন, ৫ বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। বিএসএফ আলামিনকে তাদের সহযোগী ভেবে ধরে নিয়ে যায়। বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল। আলামিনকে তারা ফেরত দিয়েছে। আর ভারতীয় নাগরিককেও বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে।

Header Ad
Header Ad

ভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত আট  

ছবিঃ সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। দেশটির কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা কালেক্টর সঞ্জয় কোলটে জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারা জেলার নাগপুরের কাছে অবস্থিত কারখানাটির এলটিপি (লেপ্রোস্কপিক টার্গেটিং প্ল্যান্ট) সেকশনে এই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের ফলে কারখানার ছাদ ধসে পড়ে, যার নিচে এলটিপি সেকশনের ১৪ জন কর্মী আটকা পড়েন। দমকল কর্মী ও চিকিৎসক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

প্রাথমিক অভিযানে তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ধ্বংসস্তূপ সরাতে একটি খননযন্ত্র ব্যবহার করা হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এদিন বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, এর শব্দ পাঁচ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। দূর থেকে ধারণ করা একটি ভিডিওতে কারখানার ওপর দিয়ে গাঢ় কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস এই বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, পাঁচজন কর্মীকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকিদের উদ্ধারে দ্রুত অভিযান চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই মর্মান্তিক ঘটনায় একজন কর্মীর মৃত্যু হয়েছে। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

মুখ্যমন্ত্রী জানান, উদ্ধারকাজ তদারকির জন্য শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। নাগপুর থেকে বিশেষ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবে এবং আহতদের চিকিৎসায় মেডিক্যাল টিম প্রস্তুত রয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ফেব্রুয়ারিতে সরকার পতন আন্দোলনের ঘোষণা দিল আওয়ামী লীগ  
বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ, প্রতিবাদে বাংলাদেশিরা ধরে আনলেন ভারতীয় একজনকে  
ভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত আট  
আগামি নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেয়ার প্রচেষ্টা চলছে
ইসলাম ছাড়া জোটও নাই, সমঝোতাও নাই: জামাতের নায়েবে আমির  
আগামীকাল শতাধিক এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না  
দিনাজপুরে হত্যা মামলায় ছাত্রলীগ সভাপতি ও  আওয়ামীলীগ কর্মী গ্রেফতার
আমার বিরুদ্ধে ১ টাকার দুর্নীতি প্রমাণিত, সর্বোচ্চ দায় স্বীকার নিতে প্রস্তুত: হাসনাত  
রোববার প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে মাদরাসা শিক্ষকদের পদযাত্রা  
পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে: আসিফ নজরুল  
কবে হবে নির্বাচন? যা জানালেন প্রধান উপদেষ্টা  
বাংলাদেশে সীমান্তে ‘অপস অ্যালার্ট’ জারি করলো ভারত, মহড়া চালাচ্ছে বিএসএফ  
নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি দুই আহত  
২০ টাকায় মিলছে মেয়েদের মন ও ৫০ টাকায় বউ পিঠা  
গত ৬ মাসে ৮০টি মাজার শরিফে ভাঙচুর, লুটপাট হয়েছে: বিশ্ব সূফী সংস্থা  
বিশ্ব ইজতেমার দুই পর্বের নতুন তারিখ ঘোষণা
মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে : জামায়াত আমির
ঢাবি আইবিএ’র ভর্তি পরীক্ষায় প্রথম রায়ান সাদ আল হক
হোঁচট খেলেন ট্রাম্প: জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্দেশে আদালতের স্থগিতাদেশ
ডিএসই’র বাজার মূলধন বাড়ল ৩৬৪৭ কোটি টাকা