শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ | ১০ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ফেসবুকে ভুয়া তথ্য প্রতিরোধে মেটাকে পদক্ষেপ নিতে বললেন ড. ইউনূস

ফেসবুকে ভুয়া তথ্য প্রতিরোধে মেটাকে পদক্ষেপ নিতে বললেন ড. ইউনূস। ছবি: সংগৃহীত

বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে ছড়ানো ভুয়া তথ্য এবং মিথ্যা খবর রোধে উদ্যোগ নেওয়ার জন্য মেটার প্রতি আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূস বলেন, “সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট কিছু অলিগার্ক এবং রাজনীতিবিদ তাদের শাসনামলে বিপুল পরিমাণ সম্পদ বিদেশে পাচার করেছে। এই গোষ্ঠী এখন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারে ব্যাপক অর্থব্যয় করছে।”

এ প্রসঙ্গে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রধান স্যার নিক ক্লেগ জানান, ফেসবুক বাংলাদেশে ফ্যাক্ট-চেকিং এবং ডিজিটাল যাচাইকরণ কার্যক্রম চালিয়ে যাবে। তিনি বলেন, “বাংলাদেশ বিশ্বে জনসংখ্যার দিক থেকে অষ্টম বৃহত্তম দেশ এবং এখানে ফ্যাক্ট-চেকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

নিক ক্লেগ আরও উল্লেখ করেন যে, মেটা যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং কার্যক্রম সীমিত করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা বাংলাদেশ এবং ইউরোপের দেশগুলোর জন্য প্রযোজ্য হবে না।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় সুইজারল্যান্ডের দাভোসে স্যার নিক ক্লেগের সঙ্গে বৈঠকে ড. ইউনূস ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের তরুণদের জন্য এক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।

এ ধরনের পদক্ষেপ মিথ্যা তথ্য মোকাবিলা ও ডিজিটাল সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে বলে আশাবাদী বিশ্লেষকরা।

Header Ad
Header Ad

মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

উন্নয়নের নামে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে। সেই ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমির আব্দুল মতিন ফারুকী।

জামায়াত আমির বলেন, সব হত্যার বিচার চাই। অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজ করা হবে। সত্যের পথে দেশ গড়ার জন্য জামায়াতের পাশে থাকবেন।

মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে উল্লেখ করে তিনি বলেন, যারা দেশকে ভালোবাসে, তারা মৃত্যুকে চায়ের পেয়ালার মতো মনে করে।

শফিকুর রহমান আরও বলেন, কুড়িগ্রামের বড়াইবাড়ী যুদ্ধের প্রতিশোধ নিতে পিলখানা হত্যাকাণ্ড হয়েছে। সমাজে অনাচার ও চাঁদাবাজি যারা করবে তাদের বিরুদ্ধে আমরা মুখ বন্ধ করে থাকবো না। এ জন্য আমরা রাজনীতি করি।

Header Ad
Header Ad

ঢাবি আইবিএ’র ভর্তি পরীক্ষায় প্রথম রায়ান সাদ আল হক

ঢাবি আইবিএ’র ভর্তি পরীক্ষায় প্রথম রায়ান সাদ আল হক। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হকের ছেলে রায়ান সাদ আল হক। গতকাল (২২ জানুয়ারি) আইবিএ’র ওয়েবসাইটে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

রায়ান প্রথম ধাপের ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ৩০ এর মধ্যে ২১, গণিতে ২৫ এর মধ্যে সাড়ে ১০ এবং বিশ্লেষণাত্মক দক্ষতায় ১৫ এর মধ্যে পূর্ণ ১৫ নম্বর পেয়েছেন। লিখিত পরীক্ষায় ৩০ এর মধ্যে ১৫ এবং দ্বিতীয় ধাপের কমিউনিকেশন দক্ষতা পরীক্ষায় ২০ এর মধ্যে সাড়ে ১৭ নম্বর পেয়ে মোট ৭৯ নম্বর অর্জন করেছেন। ১২০টি আসনের জন্য আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় ১০ হাজার ২৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

রায়ান সাদ আল হক রাজধানীর নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। তার গ্রামের বাড়ি কক্সবাজারে। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ২৯ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ আইবিএ কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। নথির মধ্যে রয়েছে আসল অ্যাডমিট কার্ড, একাডেমিক সনদপত্রের মূল কপি এবং ফটোকপি।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি অনুষ্ঠিত প্রথম ধাপের পরীক্ষার পর ১৫ জানুয়ারি প্রাথমিক ফল প্রকাশ করা হয়। এরপর ১৯ জানুয়ারি দ্বিতীয় ধাপের কমিউনিকেশন দক্ষতা পরীক্ষা শেষে চূড়ান্তভাবে ১২০ জনকে নির্বাচিত করে তালিকা প্রকাশ করা হয়।

Header Ad
Header Ad

হোঁচট খেলেন ট্রাম্প: জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্দেশে আদালতের স্থগিতাদেশ

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন ওয়াশিংটনের বিচারক জন কফেনর। ট্রাম্পের এই আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেই আর নাগরিকত্ব পাওয়া যাবে না।

নতুন নিয়মে শিশুর মা-বাবাকে মার্কিন নাগরিক বা গ্রিন কার্ডধারী হতে হবে। তবে আদালত এই আদেশকে অসাংবিধানিক উল্লেখ করে এর কার্যকারিতা আপাতত ১৪ দিনের জন্য স্থগিত করেছেন।

ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ২২টি রাজ্য, দুটি শহর এবং বেশ কিছু নাগরিক অধিকার সংগঠন মামলা করেছিল। তারা এই আদেশকে যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর পরিপন্থী হিসেবে চিহ্নিত করে। এই সংশোধনী অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সবাই নাগরিকত্বের অধিকারী। বিচারক কফেনর জানান, কোনো প্রেসিডেন্টের ইচ্ছেমতো সংবিধান পরিবর্তন করার সুযোগ নেই।

ট্রাম্প এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করার ঘোষণা দিয়েছেন। তার প্রশাসন দাবি করছে, নির্বাহী আদেশটি সংবিধানের সঠিক ব্যাখ্যা প্রদান করে। অন্যদিকে, ট্রাম্পের এই আদেশকে ‘আমেরিকার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’ বলে উল্লেখ করেছেন ওয়াশিংটনের অ্যাটর্নি জেনারেল।

এ রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যে সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারকে সহজে বাতিল করা সম্ভব নয়। তবে এই নিয়ে আইনি লড়াই চলতে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে : জামায়াত আমির
ঢাবি আইবিএ’র ভর্তি পরীক্ষায় প্রথম রায়ান সাদ আল হক
হোঁচট খেলেন ট্রাম্প: জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্দেশে আদালতের স্থগিতাদেশ
ডিএসই’র বাজার মূলধন বাড়ল ৩৬৪৭ কোটি টাকা
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু
ফেসবুকে ভুয়া তথ্য প্রতিরোধে মেটাকে পদক্ষেপ নিতে বললেন ড. ইউনূস
কুয়াশায় ঢেকেছে রাজধানী, বেড়েছে শীতের তীব্রতা
গভীর রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
যুক্তরাষ্ট্রে ভারতীয় নারীদের আগাম সন্তান জন্মদানের হিড়িক
আরাফাত রহমান কোকোর আজ দশম মৃত্যুবার্ষিকী
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী: ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র রক্ষার আহ্বান
ইসলামের আলোকে পরিচালিত হবে আগামীর বাংলাদেশ: মাওলানা মামুনুল হক
একসঙ্গে বিয়ের পিড়িতে বসলেন ২০০ সমকামী
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিদেশিদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
আওয়ামী লীগ ১০ বছরের মধ্যে ফিরে আসবে: নুরুল হক
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা
বাফুফের অনুষ্ঠানে মধ্যমণি ‘আলো আসবেই’ গ্রুপের ভাবনা
উপদেষ্টারা রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে: আসিফ
‌‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান
সালমান এফ রহমানের সাথে সংশ্লিষ্ট ২৫০ কোটি টাকার সম্পত্তি জব্দ