শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ | ৪ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেফতার

মাসুদ বিশ্বাস। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম।

তিনি জানান, আজই তাকে আদালতে হাজির করা হবে। তাকে গ্রেপ্তারে নেতৃত্ব দেন দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মাসুদ বিশ্বাস তার নিজ নামে ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করে তা নিজে ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এজন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা রুজু করা হয়।

এছাড়া মাসুদ বিশ্বাসের স্ত্রী কামরুন নাহারের নিজ নামে ৭২ লাখ ৫৬ হাজার ৯৯৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদের তথ্য পাওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(১) ধারায় পৃথক সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন দেওয়া হয়।

ঢাকার বিভিন্ন জায়গায় এই দম্পতির নামে জমি ও ফ্ল্যাট রয়েছে, যাচাইকালে তা খতিয়ে দেখার কথা জানিয়েছে দুদক। অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ ও অর্থপাচারের অভিযোগ পাওয়া পর গত বছরের ২৫ সেপ্টেম্বর মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধানের কথা জানায় দুদক। অভিযোগ তদন্তে সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানকে দলনেতা করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

Header Ad
Header Ad

অবিবেচকভাবে ভ্যাট বাড়ানো হয়েছে: ড. দেবপ্রিয়

ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

অবিবেচকভাবে পণ্যে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইস ফেলো ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪-এর সিম্পোজিয়াম, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

ড. দেবপ্রিয় বলেন, আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি—কীভাবে অবিবেচকভাবে ভ্যাট বাড়ানো হয়েছে। কর সংগ্রহ করতে হলে ক্রমান্বয়ে প্রত্যক্ষ কর প্রদানকারীর কাছে যেতে হয়। আমরা প্রত্যক্ষ কর আহরণে কোনো পরিকল্পনা দেখি নাই। যারা কর দেয় না তাদের ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয় সেটা জানা গেল না। আমাদের এটা চিন্তিত করেছে। আগামী গরমে জ্বালানি পরিস্থিতি আরও জটিল হবে, এই আশঙ্কা করছি।

রেকর্ড পরিমাণ আমন উৎপাদন করেও সংগ্রহ অভিযানে সাফল্য নেই জানিয়ে এই অর্থনীতিবিদ বলেন, সংগ্রহ অভিযানে আগে যেমন দুর্নীতি ছিল, তা এখনও আছে। কৃষক তার ফসলের মূল্য পাচ্ছে না। সামাজিক সুরক্ষা বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে। এই সরকার কী ধরনের অর্থনৈতিক উত্তরাধিকার রেখে যাবে প্রশ্ন তুলেন এই অর্থনীতিবিদ। সুষম অন্তর্ভুক্তিমূলক, টেকসই অর্থনীতি গড়ে তুলতে যে ধরনের প্রশাসনিক কাঠামো বা সংস্কার দরকার সে রকমের কোনো রূপরেখা আমরা দেখলাম না।

অন্তর্বর্তীকালীন সরকার কোনো সংশোধিত বাজেট দিতে পারেনি জানিয়ে তিনি বলেন, এটা না থাকার কারণে অন্যান্য বাজেটের কিছু সূচক পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আগামী বাজেটকে কেন্দ্র করে সরকারের অর্থনৈতিক আলোচনা দরকার। প্রবৃদ্ধির ধার কমে গেছে, ব্যক্তিখাতে বিনিয়োগ কমে গেছে, কর্মসংস্থানে সমস্যা রয়ে গেছে।

এ অধিবেশনে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক আশিক চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

আওয়ামী লীগ লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করেছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আওয়ামী লীগ তাদের দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে কার্যত ধ্বংস করে দিয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার চলতি বছরের মাঝপথে ভ্যাট ও শুল্ক বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তা জনগণের ওপর চরম চাপ সৃষ্টি করবে। তিনি অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

“সরকারের উচিত খরচ কমানোর দিকে নজর দেওয়া। উন্নয়ন বাজেট পুনর্বিবেচনা করে অপ্রয়োজনীয় ও আর্থিকভাবে অযৌক্তিক প্রকল্পগুলো বাদ দিলে ২০ শতাংশ খরচ কমানো সম্ভব। এর মাধ্যমে ৬০ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব,” বলেন বিএনপি মহাসচিব।

অর্থনীতির সংকট মোকাবিলায় টাকা ছাপানোর সিদ্ধান্তকেও চরম ক্ষতিকারক বলে মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, “টাকা ছাপানো অর্থনীতির জন্য ভয়াবহ। এতে মূল্যস্ফীতি আরও বাড়বে এবং জ্বালানি থেকে দৈনন্দিন খরচ পর্যন্ত সবকিছুতেই জনগণের ওপর বোঝা আরও বাড়বে।”

তিনি আরও বলেন, বর্তমান সরকার চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ। তাদের ব্যর্থতার কারণে সাধারণ মানুষ আজ চরম সংকটে পড়েছে। “উচ্চমূল্যের জ্বালানি খরচ আরও বাড়বে, যা জনগণের নাভিশ্বাস তুলে দেবে,” উল্লেখ করেন ফখরুল।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং চেয়ারপারসনের উপদেষ্টা জবিউল্লাহ উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

প্রথমবারের মতো নারীদের বিপিএল আয়োজনের ঘোষণা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের নারী ক্রিকেটারদের জন্য আলাদা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের ঘোষণা দিয়েছে। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।

“নারী ক্রিকেটের উন্নয়নে আমরা দীর্ঘদিন ধরেই ভাবছিলাম। আজ আমরা নারীদের জন্য বিপিএল আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। এটি আমাদের জন্য গর্বের একটি অধ্যায়,” বলেন ফাহিম।

বর্তমানে চলমান পুরুষদের বিপিএল ৭ ফেব্রুয়ারি শেষ হওয়ার পরপরই নারীদের বিপিএল আয়োজনের প্রস্তুতি শুরু হবে। টুর্নামেন্টের সূচি শিগগিরই ঘোষণা করবে বিসিবি।

“শুরুতে আমরা তিনটি দল রাখার সিদ্ধান্ত নিয়েছি। বিদেশি খেলোয়াড় সীমিত রাখব, কারণ আর্থিক বাস্তবতা আমাদের সেভাবে পরিচালিত হতে বাধ্য করছে,” ফাহিম বলেন।

নারীদের বিপিএল আয়োজন বিসিবির জন্য একটি বড় পদক্ষেপ। এটি ঘরোয়া নারী ক্রিকেটারদের জন্য প্রতিযোগিতার সুযোগ তৈরি করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের মান উন্নয়নে সাহায্য করবে।

“আমরা কিছু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা করেছি, এবং তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এটি শুধু একটি টুর্নামেন্ট নয়, নারী ক্রিকেটের পরবর্তী স্তরে যাওয়ার একটি ধাপ,” উল্লেখ করেন ফাহিম।

প্রথম আসরে সীমিত আকারে শুরু হলেও ভবিষ্যতে নারীদের বিপিএলকে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিসিবি আশা করছে, এই টুর্নামেন্টের মাধ্যমে দেশীয় নারী ক্রিকেটাররা আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জন করবেন।

“এই বছর আমাদের লক্ষ্য একটি সফল সূচনা। ভবিষ্যতে আমরা এটি আরও বড় পরিসরে নিয়ে যেতে চাই,” যোগ করেন ফাহিম।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অবিবেচকভাবে ভ্যাট বাড়ানো হয়েছে: ড. দেবপ্রিয়
আওয়ামী লীগ লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করেছে: মির্জা ফখরুল
বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেফতার
প্রথমবারের মতো নারীদের বিপিএল আয়োজনের ঘোষণা
জুলাই ঘোষণাপত্র নিয়ে অভিমত চেয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
বিদায়ী সংবাদ সম্মেলনে তোপের মুখে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, বের করে দিলেন সাংবাদিককে!
হাসপাতালের গেটে চিকিৎসা না পেয়ে রিকশাচালকের মৃত্যু, গ্রেফতার ৫
রাজধানীতে ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রথম ধাপে ৭৩৫ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল
কুষ্টিয়ায় পুলিশ পরিচয়ে ছিনতাই: বিদেশি অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
দুপুরে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি
সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনের কারণ জানালো ভারত
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দিল ইসরায়েলের মন্ত্রিসভা
বৈষম্যহীন দু:শাসনমুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামবো না: জামায়াত আমির
দুই পাকিস্তানির দাপটে টানা ৮ জয়ে শীর্ষস্থান মজবুত রংপুর রাইডার্সের
অন্তর্বর্তী সরকারের প্রশংসায় হিউম্যান রাইটস ওয়াচ
ট্রাম্পের শপথে শি জিনপিং আমন্ত্রিত, বাদ পড়লেন মোদি!
টাঙ্গাইলের মধুপুর-ঢাকা রুটে চালু হলো বিআরটিসির বাস, খুশি যাত্রীরা
সংবাদমাধ্যমে কপিরাইট ইনফোর্সমেন্ট খুবই জরুরি: প্রেস সচিব
‘পারিবারিক জিনের’ কারণে যুক্তরাজ্যেও দুর্নীতিতে জড়িয়েছে টিউলিপ: রিজভী