শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ | ৩ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

তোফাজ্জল হত্যাকাণ্ডে ঢাবির ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। এদের মধ্যে ছয়জন কারাগারে এবং ১৫ জন পলাতক রয়েছেন।

গত ১ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক মো. আসাদুজ্জামান অভিযোগপত্রটি জমা দেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

গত বছরের ১৮ সেপ্টেম্বর রাতে ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে তোফাজ্জল হোসেনকে নির্মমভাবে নির্যাতন করা হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, একটি চুরি যাওয়া মোবাইল ফোনের ক্ষতিপূরণ হিসেবে তোফাজ্জলের পরিবারের কাছে ৩৫ হাজার টাকা দাবি করা হয়। তাৎক্ষণিকভাবে টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত শিক্ষার্থীরা ক্রিকেট স্টাম্প ও বাঁশের লাঠি দিয়ে তার কাঁধ, পিঠ, পা এবং উরুতে বেধড়ক মারধর করে। গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের ফলে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগারে থাকা ছয় আসামির মধ্যে রয়েছেন: ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জালাল মিয়া, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সুমন মিয়া, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিন সাকিন, ভূগোল বিভাগের আল হোসেন সাজ্জাদ, আবাসিক শিক্ষার্থী আহসান উল্লাহ এবং ওয়াজিবুল আলম। তারা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

পলাতক ১৫ আসামির মধ্যে রয়েছেন: ফিরোজ কবির, আবদুস সামাদ, সাকিব রায়হান, ইয়াসিন আলী গাইন, ইয়ামুজ্জামান ইয়াম, ফজলে রাব্বি, শাহরিয়ার কবির শোভন, মেহেদী হাসান ইমরান, রাতুল হাসান, সুলতান মিয়া, নাসির উদ্দিন, মোবাশ্বের বিল্লাহ, শিশির আহমেদ, মহসিন উদ্দিন এবং আব্দুল্লাহিল কাফি।

অভিযোগপত্রে আসামিদের রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়নি। এতে বলা হয়েছে, তোফাজ্জলের ওপর চালানো নির্যাতনের প্রধান কারণ ছিল মোবাইল চুরির মিথ্যা অভিযোগ। মামলাটি প্রথমে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দায়ের করা হলেও তদন্তে বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায়।

Header Ad
Header Ad

বিয়ের দাওয়াত থেকে ফেরার পথে মহাসড়কে ঝরল তিনজনের প্রাণ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেলে থাকা তিন বন্ধু। বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে তাদের মোটরসাইকেলে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ৩টার দিকে, উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকায়। নিহতরা হলেন রুবেল বড়ুয়া (৪০), সানি বড়ুয়া (৪০) এবং নিপু বড়ুয়া (৩৮)। তারা মায়ানী ইউনিয়নের দমদমা বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, তিনজনই ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর একসঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। পথে চট্টগ্রামমুখী একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Header Ad
Header Ad

ইমরান খানের ১৪ ও তার স্ত্রী বুশরা বিবির ৭ বছরের কারাদণ্ড

ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। একই মামলায় তার স্ত্রী বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) পিটিআই সূত্রে এই তথ্য জানা যায়। আদালত তাদের বিরুদ্ধে কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডও ঘোষণা করেছে। ইমরান খানকে এক মিলিয়ন রুপি এবং বুশরা বিবিকে পাঁচ লাখ রুপি জরিমানা দিতে হবে। জরিমানা দিতে ব্যর্থ হলে যথাক্রমে আরও ছয় মাস ও তিন মাসের জেল ভোগ করতে হবে।

মামলাটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত আল-কাদির ট্রাস্টকে কেন্দ্র করে। ইমরান খান তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। ট্রাস্টটি একটি দাতব্য সংস্থা হিসেবে নিবন্ধিত হলেও পাকিস্তানি কর্তৃপক্ষের অভিযোগ, এটি ছিল একটি ছদ্মবেশী সংস্থা। অভিযোগ অনুযায়ী, ইমরান খান ও বুশরা বিবি প্রভাবশালী ব্যবসায়ী মালিক রিয়াজ হুসেইনের কাছ থেকে ঘুষ হিসেবে মূল্যবান জমি গ্রহণ করেছিলেন।

পাকিস্তানের সাধারণ নির্বাচনের পর, ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি, এই মামলায় তাদের অভিযুক্ত করা হয়। ইমরান খান ও তার স্ত্রী এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন।

রায়ের পর পিটিআই এক বিবৃতিতে জানিয়েছে, তারা রায়ের বিস্তারিত অনুলিপি পাওয়ার অপেক্ষায় রয়েছে। দলটি দাবি করেছে, মামলাটি ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

পিটিআই আরও জানায়, "প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে স্পষ্ট, ইমরান খান ও বুশরা বিবি ট্রাস্টির ভূমিকা ছাড়া অন্য কোনো কাজ করেননি। এখানে দুর্নীতি বা অনিয়মের কোনো প্রমাণ নেই।"

রায়ের পর ইমরান খানের সমর্থকরা এ ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন এবং এর বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিয়েছেন।

Header Ad
Header Ad

হাজারীবাগ বাজারে ট্যানারি গোডাউনে ভয়াবহ আগুন

হাজারীবাগ বাজারে ট্যানারি গোডাউনে ভয়াবহ আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ বাজারের একটি ট্যানারি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, "আগুনের কারণ এখনও স্পষ্ট নয়। তবে আমাদের টিম পরিস্থিতি সামাল দিতে কাজ করছে।"

অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্যানারি গোডাউনের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিয়ের দাওয়াত থেকে ফেরার পথে মহাসড়কে ঝরল তিনজনের প্রাণ
ইমরান খানের ১৪ ও তার স্ত্রী বুশরা বিবির ৭ বছরের কারাদণ্ড
হাজারীবাগ বাজারে ট্যানারি গোডাউনে ভয়াবহ আগুন
মুক্তিযুদ্ধে অন্যান্য দলের থেকে আওয়ামী লীগের অংশগ্রহণ কম ছিল: রিজভী
ম্যাচ জয়ের আনন্দের মাঝেই মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ
যুদ্ধবিরতির মাঝেও গাজায় ইসরায়েলের হামলা, নিহত ৮১
গোপালগঞ্জে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
তোফাজ্জল হত্যাকাণ্ডে ঢাবির ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
৭ গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে বার্সেলোনার বিপক্ষে রিয়ালের নাটকীয় জয়
রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল শতাধিক ঘরবাড়ি, শিশুর মৃত্যু
হাছান মাহমুদ ও তার পরিবারের ৭৭ ব্যাংক হিসাব জব্দ
ভোটাভুটি বিলম্বিত করলো ইসরায়েল, গাজায় যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা
শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কি না জানা নেই: মুখপাত্র
জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর করে প্রজ্ঞাপন জারি
শুক্রবারে মেট্রোরেল চলাচলের সময় বাড়লো
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের বিষয়ে সবাই একমত: আসিফ নজরুল
টাঙ্গাইল হাসপাতালে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
ফিলিস্তিনি ভাই-বোনের পাশে আছি, থাকব: এরদোগান
ওষুধ-পোশাকসহ নিত্যপণ্যের ভ্যাট রিভিউ হচ্ছে: অর্থ উপদেষ্টা
অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাত, আইসিইউতে ভর্তি