পাঁচ মামলায় গ্রেফতার সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নদভী
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে চট্টগ্রামের চার থানার পাঁচটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার এসব মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। এর আগে সকালে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পৃথক চারটি আদালতে হাজির করা হয়।
পাঁচলাইশ থানার একটি মামলার শুনানি হয় অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে। ডবলমুরিং থানার একটি মামলার শুনানি করেন প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক। চান্দগাঁও থানার দুটি মামলার শুনানি হয় চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালতে এবং কোতোয়ালী থানার একটি মামলার শুনানি করেন ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম।
গত ১৫ ডিসেম্বর রাতে ড. আবু রেজা নদভীকে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে সরকার পতনের পরিকল্পনাসহ একাধিক মামলা দায়ের হয়। রাজধানীর লালবাগ থানায় দায়েরকৃত ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলাতেও তাকে গ্রেফতার দেখানো হয়। ১১ জানুয়ারি নদভীকে ঢাকা থেকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়। এর পরদিন লোহাগাড়া ও সাতকানিয়া থানার পাঁচটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।