ছয় কমিশনের মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত: রিজওয়ানা হাসান
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সংস্কার কার্যক্রমে গঠিত ছয়টি কমিশনের কাজের মেয়াদ আরও এক মাস বাড়ানো হবে। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
রিজওয়ানা হাসান বলেন, "সংস্কারের লক্ষ্যে গঠিত চারটি কমিশনের প্রতিবেদন আমাদের হাতে এসেছে। আরও ছয়টি কমিশন প্রধান কাজের মেয়াদ এক মাস বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। তারা প্রধান প্রধান বিষয়গুলো গুরুত্ব দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবেন।"
তিনি আরও জানান, সব রাজনৈতিক দল তাদের মতামত লিখিতভাবে জমা দিয়েছে। কমিশন তা পর্যালোচনা করে প্রাসঙ্গিক সুপারিশ গ্রহণ করেছে। রিপোর্ট ও সামারি আজই কমিশনের ওয়েবসাইটে উন্মুক্ত করা হবে।
এ সময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সংস্কার কার্যক্রমের চারটি ধাপের কথা উল্লেখ করে বলেন, "প্রথম ধাপে কমিশনগুলো তাদের সুপারিশ জমা দেবে। দ্বিতীয় ধাপে এ সুপারিশের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। তৃতীয় ধাপে ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়ন করা হবে এবং চতুর্থ ধাপে তা বাস্তবায়ন করা হবে।"
তিনি আরও বলেন, "প্রধান উপদেষ্টা ১৬ ডিসেম্বরের ভাষণে বলেছেন, ন্যূনতম সংস্কার সম্পন্ন করে নির্বাচন করতে চাইলে তা এ বছরই সম্ভব। তবে আরও গভীর সংস্কার কার্যক্রম বাস্তবায়নে কয়েক মাস অতিরিক্ত সময় লাগতে পারে।"
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও এ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।