রবিবার, ১২ জানুয়ারি ২০২৫ | ২৮ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ছাত্র আন্দোলনে নিহত, কাপড় দেখে স্বামীর মরদেহ শনাক্ত করলেন স্ত্রী

ছাত্র আন্দোলনে নিহত, কাপড় দেখে স্বামীর মরদেহ শনাক্ত করলেন স্ত্রী। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ আরও ছয়জনের মরদেহের সন্ধান পাওয়া গেছে। মর্গে থাকা ৬ জনের মধ্যে একজনের মরদেহ প্রাথমিকভাবে শনাক্ত করেছেন তার স্ত্রী সেলিনা বেগম।

তার দাবি, এই ৬ জনের মধ্যে একজন তার স্বামী মো. কাবিল হোসেন (৫৭)। দীর্ঘ ৫ মাস পর মরদেহ শনাক্ত করলেন স্ত্রী।

কাবিল পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। তার বাড়ি কুমিল্লায়। রাজধানীর মুগদা মানিকনগর এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্ত্রী সেলিনা আয়ার কাজ করেন।

সেলিনা বেগম জানান, গত ৫ই আগস্ট সকালে স্বামী মো. কাবিল হোসেন মানিকনগরের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তাকে আর পাওয়া যায়নি। গতকাল শনিবার ফেসবুকে ঢামেক হাসপাতাল মর্গে ৭টি মরদেহ পড়ে আছে খবর দেখে হাসপাতাল মর্গে আসেন। পরে জামাকাপড় ও চেহারা দেখে স্বামীর মরদেহ শনাক্ত করেন তিনি।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ‘নিহতের স্ত্রী জামা-কাপড় ও চেহারা দেখে শনাক্ত করেছে। তবে অনেকগুলো প্রক্রিয়া রয়েছে। এখনে ডিএনএ টেস্টের বিষয় আছে। সুতরাং সঙ্গে সঙ্গে মরদেহ হস্তান্তর করা যাচ্ছে না।’

Header Ad
Header Ad

বায়ুদূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ হাইকোর্টের

ছবি: সংগৃহীত

ঢাকার বায়ুদূষণ রোধে সাত দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পূর্বে দেওয়া নয় দফা নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এসব নির্দেশনার বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে আগামী ২৬ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

নয় দফা নির্দেশনাগুলো হলো:

১. মাটি, বালি, ও বর্জ্য পরিবহনের সময় গাড়িতে ঢেকে রাখা।
২. নির্মাণ সামগ্রী ঢেকে রাখা।
৩. সিটি করপোরেশনের মাধ্যমে রাস্তায় পানি ছিটানো।
৪. খোঁড়াখুঁড়ির কাজের টেন্ডার শর্ত প্রতিপালন নিশ্চিত করা।
৫. কালো ধোঁয়া নির্গতকারী গাড়ি জব্দ করা।
৬. মেয়াদোত্তীর্ণ গাড়ি চলাচল বন্ধ করা।
৭. অবৈধ ইটভাটা বন্ধ করা।
৮. পরিবেশ লাইসেন্সবিহীন টায়ার ফ্যাক্টরি বন্ধ করা।
৯. দোকান ও মার্কেটের বর্জ্য অপসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

২০১৯ সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে একটি রিট পিটিশন দাখিল করে। তখন আদালত ঢাকার বায়ুদূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছিল। তবে যথাযথ পদক্ষেপ না নেওয়ার অভিযোগে পুনরায় আবেদন করা হয়।

আইনজীবী মনজিল মোরসেদ জানিয়েছেন, কর্তৃপক্ষের উদাসীনতার কারণে ঢাকা শহর আবারও বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে।

আদালত ঢাকার বায়ুদূষণের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবাদীদের কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। নয় দফা নির্দেশনার বাস্তবায়ন সুনিশ্চিত করে আদালতের কাছে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই পদক্ষেপ বাস্তবায়িত হলে ঢাকার বায়ুদূষণ রোধে উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

Header Ad
Header Ad

ঢাবিতে ছাত্রীহল নির্মাণ ও সংস্কারের দাবি ছাত্রদলের

আবাসিকতা সংকট নিরসনে উপাচর্যের কাছে স্মারকলিপি প্রদান করেছে শাখা ছাত্রদল। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রীদের আবাসিকতা সংকট নিরসনে হল নির্মাণ ও ছাত্রদের হল সংস্কারের দাবি জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদের কাছে স্মারকলিপি প্রদান করেছে শাখা ছাত্রদল। আজ সোমবার (২১ অক্টোবর) দুপুরে উপাচার্য কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা বিভিন্ন সময় আবাসন সংকট নিরসনে অনশন ,অবস্থান কর্মসূচি পালন করে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। পতিত সরকারের পতনের পর বর্তমানে সম্পূর্ণ বৈধ উপায়ে আসন বণ্টন হলেও পর্যাপ্ত সিট না থাকার কারণে দ্বিতীয় বর্ষের ছাত্রীদেরও অপকৃষ্ট পরিবেশে অথবা বিশ্ববিদ্যালয়ের বাহিরে ,মেস হোস্টেল ভাড়া করে থাকতে হয়। এর ফলে শিক্ষার্থীদের শারীরিক মানসিক ও আর্থিক দুরবস্থার বিষয়টি ঢাকা শহরের পরিবেশে প্রেক্ষাপটে বলাই বাহুল্য।

 সোমবার দুপুরে উপাচার্য কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করে ছাত্রদল

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিগত সপ্তাহে হাজী মুহম্মদ মহসীন হল, মাস্টারদা সূর্য সেন হল, সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ভবনের ভঙ্গুর অবস্থা সবার নজরে এসেছে। হাজী মুহাম্মদ মহসীন হলে ২০৪ নাম্বার কক্ষে ছাদের পলেস্তারা ভেঙে শিক্ষার্থী মাসুদ রানার আহত হওয়ার ঘটনা ১৯৮৫ সালের কালো দিবসের ব্যথাতুর ইতিহাস আবারো মনে করিয়ে দেয়।

বিজ্ঞপ্তিতে ছাত্রদল একমত পোষণ করে জানায়, জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় জাতীয়তাবাদের ধারক বাহক হিসেবে একটি সত্যিকারের উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা ও আদর্শ শিক্ষা পরিবেশ প্রতিষ্ঠার স্বপ্ন লালন করে । সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি সম্পূর্ণ আবাসিক ও শিক্ষার পরিবেশ নিশ্চিতকৃত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা। তাই বর্তমানে শিক্ষার্থীরা আবাসিক হল সংস্কার ও পুঃনির্মাণের দাবি জানিয়েছে তার সাথে ছাত্রদল একমত পোষণ করছে।

এছাড়াও আবাসিক হলের সিট সংকট নিরসনে একাধিক আবাসিক ভবন নির্মাণের পাশাপাশি সাময়িক সংকট মোকাবেলায় কিছু ভবন অধিগ্রহণ করে ছাত্রীদের অস্থায়ী আবাসন ব্যবস্থা করা। আবাসিক ছাত্রদের জানমাল নিরাপত্তা বিবেচনায় জড়াজীর্ণ
ভবনসমূহ অতিদ্রুত সংস্কার ও প্রয়োজনবোধে পুঃনির্মাণ করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানায় সংগঠনটি।

স্মারকলিপি প্রদানকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন শাওনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

Header Ad
Header Ad

অভিযোগ প্রমাণিত হলে টিউলিপকে দেশে ফেরত পাঠানো উচিত: প্রধান উপদেষ্টা

ছবি : ঢাকাপ্রকাশ

লন্ডনে টিউলিপ সিদ্দিকের সম্পত্তির বিষয়ে তদন্ত হওয়া উচিত এবং টিউলিপের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে শেখ হাসিনা সরকারের সময় হওয়া লুটপাট থেকে তার সুবিধা পাওয়ার প্রমাণ পাওয়া গেলে তাকে বিচারের জন্য দেশে ফেরত পাঠানো উচিত বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১১ জানুয়ারি) সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মিত্রদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ ওঠে।

এ নিয়ে দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোচ টিউলিপকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়াও সরকার দলীয় সংসদ সদস্যদের কয়েকজন টিউলিপের বিনামূল্যের ফ্ল্যাট পাওয়া নিয়ে তার বিরুদ্ধে কথা বলেছেন।

টিউলিপ ব্রিটেনের লেবার মন্ত্রিসভার সদস্য। তিনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বায়ুদূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ হাইকোর্টের
ঢাবিতে ছাত্রীহল নির্মাণ ও সংস্কারের দাবি ছাত্রদলের
অভিযোগ প্রমাণিত হলে টিউলিপকে দেশে ফেরত পাঠানো উচিত: প্রধান উপদেষ্টা
বগুড়ায় বিমানবন্দর চালু নিয়ে যা বললেন বিমান বাহিনী প্রধান
‘আগে জাতীয় নির্বাচন, পরে স্থানীয় সরকার নির্বাচন’  
দেশে একজনের শরীরে এইচএমপিভি শনাক্ত
আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার হয়েছি: বরখাস্তকৃত সেই দুদক কর্মকর্তা
ছাত্র আন্দোলনে নিহত, কাপড় দেখে স্বামীর মরদেহ শনাক্ত করলেন স্ত্রী
জামালপুরে গরু চুরি করে ভূরিভোজ, বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার
বিজিবি এবং স্থানীয়দের শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে  
সাকিব-লিটনকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা
জবি শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু
বিশ্বযুদ্ধের পর জার্মানি ও জাপানের মত গাজাকে গড়ার আহ্বান ইলন মাস্কের  
হাসিনা আমাদের জন্য অনেক করেছে, তাঁকে আমৃত্যু ভারতে থাকতে দেওয়া উচিত: কংগ্রেস নেতা
রাজনীতিতে যোগ দিতে চাই না, আমার লক্ষ্য কুরআনের খেদমত করা: আজহারী
নির্বাচন কমিশনের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ভেসে উঠলো 'বাংলাদেশ আওয়ামীলীগ’
শাহ আমানত বিমানবন্দর থেকে মানব পাচারকারী আটক  
নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি  
দেখা করার অনুমতি নেই জয়েরও, তাহলে হাসিনা কি ভারতে গৃহবন্দি?
রাফিকে চাঁদাবাজ উল্লেখ্য করে স্লোগান, দুই সমন্বয়কের দ্বন্দ্ব প্রকাশ্যে