ছাত্র আন্দোলনে নিহত, কাপড় দেখে স্বামীর মরদেহ শনাক্ত করলেন স্ত্রী
ছাত্র আন্দোলনে নিহত, কাপড় দেখে স্বামীর মরদেহ শনাক্ত করলেন স্ত্রী। ছবি: সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ আরও ছয়জনের মরদেহের সন্ধান পাওয়া গেছে। মর্গে থাকা ৬ জনের মধ্যে একজনের মরদেহ প্রাথমিকভাবে শনাক্ত করেছেন তার স্ত্রী সেলিনা বেগম।
তার দাবি, এই ৬ জনের মধ্যে একজন তার স্বামী মো. কাবিল হোসেন (৫৭)। দীর্ঘ ৫ মাস পর মরদেহ শনাক্ত করলেন স্ত্রী।
কাবিল পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। তার বাড়ি কুমিল্লায়। রাজধানীর মুগদা মানিকনগর এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্ত্রী সেলিনা আয়ার কাজ করেন।
সেলিনা বেগম জানান, গত ৫ই আগস্ট সকালে স্বামী মো. কাবিল হোসেন মানিকনগরের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তাকে আর পাওয়া যায়নি। গতকাল শনিবার ফেসবুকে ঢামেক হাসপাতাল মর্গে ৭টি মরদেহ পড়ে আছে খবর দেখে হাসপাতাল মর্গে আসেন। পরে জামাকাপড় ও চেহারা দেখে স্বামীর মরদেহ শনাক্ত করেন তিনি।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ‘নিহতের স্ত্রী জামা-কাপড় ও চেহারা দেখে শনাক্ত করেছে। তবে অনেকগুলো প্রক্রিয়া রয়েছে। এখনে ডিএনএ টেস্টের বিষয় আছে। সুতরাং সঙ্গে সঙ্গে মরদেহ হস্তান্তর করা যাচ্ছে না।’