বুধবার, ৮ জানুয়ারি ২০২৫ | ২৪ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

পাঁচদশক আড়ালে থাকা মেজর ডালিম বাংলাদেশে ফিরছেন!

মেজর ডালিম। ছবি: সংগৃহীত

প্রায় পাঁচদশক আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সবার সামনে আসলেন। সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াসের সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের লাইভে সংযুক্ত হন এই আলোচিত মানুষটি। কথা বলেছেন মুক্তিযুদ্ধসহ অনেক কিছু নিয়ে।

এর পর থেকে শুরু হয় নানা আলোচনা -সমালোচনা। এরই মধ্যে নতুন চর্চা কবে দেশে ফিরবেন মেজর ডালিম। এমন প্রশ্নের উত্তর না মিললেও কিছুটা ইঙ্গিত দিয়ে রাখলেন প্রবাসী লেখক,ব্লগার,সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। সোমবার (৬ জানুয়ারি) রাতে ইউটিউবে এক ভিডিওতে মেজর ডালিমের দেশে ফেরার বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, আমাকে সুইডেনের বড় ভাই যিনি মেজর ডালিমের শিষ্য, তিনি বলেন মেজর ডালিমকে তো দেশে আনা দরকার।

উনি (মেজর ডালিম) অবশ্যই দেশে আসবেন। আমাদের দেশে নতুন সংবিধান লিখলে ১৫ আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেব। আগের রায়, বিচার, সবকিছু ইনভ্যালিড হয়ে যাবে। তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন। ২৪ এর বিপ্লব যারা রচনা করেছে তাদের অনেকের আইডল ছিলেন মেজর ডালিম। অন্তত আমার তো ছিলেনই। উনার নাম আমরা আকাশে তুলে রাখবো ঈশা খান, তিতুমীর, হাজী শরিয়তউল্লার কাছে।
পিনাকী আরও বলেন, বাংলাদেশে যতবার জালিম আসবে ততবার মেজর ডালিমেরা জন্মাবে। কখনো তাদের নাম হবে আবু সাঈদ, কখনো তাদের নাম হবে মীর মুগ্ধ, কখনো তাদের নাম হবে ওয়াসিম। আমরা একেকটা তারার নাম দেব এই বীরদের নামে। ২৪ এর বিপ্লব একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে, যদি আমরা নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনতে পারি। সেইদিন হবে বিপ্লবের প্রকৃত বিজয়।

Header Ad
Header Ad

এ বছর থেকেই এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু: শিক্ষা উপদেষ্টা

রিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: সংগৃহীত

এ বছর থেকেই এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের স্বয়ংক্রিয় বদলি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিচালিত হবে। এই প্রক্রিয়ায় শিক্ষক-শিক্ষিকাদের নারী-পুরুষ বিবেচনা, পারিবারিক সুবিধা ও বাসস্থান ইত্যাদি বিষয় গুরুত্ব পাবে। তিনি আরও বলেন, "ইতোমধ্যে ৫৫টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়ে শিক্ষাঙ্গনে স্থিতিশীলতা আনা হয়েছে, যা ছিল একটি বড় চ্যালেঞ্জ।"

তিনি শিক্ষা খাতে করোনা ও গণঅভ্যুত্থানের দীর্ঘমেয়াদি প্রভাবের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, "বর্তমানে জনসংখ্যার বয়স কাঠামো আমাদের জন্য সুবিধাজনক হলেও, ১০ বছর পর এটি আর থাকবে না। তখন বয়স্ক মানুষের চিকিৎসা ব্যয় বেড়ে যাবে। তবে সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ ঘটাতে পারলে এই ক্ষতি সামলানো সম্ভব।"

দেশের অর্থনীতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, রপ্তানি খাতে গতি ফিরে এসেছে এবং রেমিট্যান্সও বৃদ্ধি পাচ্ছে। তবে মূল্যস্ফীতি এখনো উচ্চ পর্যায়ে রয়েছে, যা দিনমজুর ও মধ্যবিত্ত শ্রেণির ওপর চাপ সৃষ্টি করছে।

তিনি বলেন, "শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ চলছে। অতীতে বছরের শুরুতে পাঠ্যবই বিতরণ নিয়ে জটিলতা ছিল। তবে বর্তমানে দ্রুত বই বিতরণ সম্ভব হয়েছে। পাশাপাশি ইতিহাসের বিতর্কিত বিষয়গুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।"

দেশের নদী ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে কাজের কথাও উল্লেখ করেন তিনি। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, "জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় মধ্যমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। যদিও ডেল্টা প্ল্যান দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে রয়েছে, তবে শত বছরের ভবিষ্যৎ অনুমান করা কঠিন।"

তিনি আরও বলেন, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ।

Header Ad
Header Ad

কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

কানাডাকে যুক্তরাষ্ট্রের মানচিত্রে যুক্ত করে একটি ম্যাপ শেয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

কানাডাকে যুক্তরাষ্ট্রের মানচিত্রে যুক্ত করে একটি ম্যাপ শেয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। মানচিত্রের ছবি প্রকাশ করে নিজের সামাজিক মাধ্যম ট্রুথে তিনি লিখেছেন, 'ওহ কানাডা'। বুধবার (৮ জানুয়ারি) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে যুক্ত করে সামাজিক মাধ্যমে একটি মানচিত্র প্রকাশ করেছে নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোস্টটি করার কয়েক ঘণ্টা আগেই, তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্যে পরিণত করার প্রস্তাব দেন এবং এটি বাস্তবায়নের জন্য ‘অর্থনৈতিক শক্তি’ ব্যবহার করার হুমকিও দেন।

এর আগে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, 'আপনি কৃত্রিম সীমান্ত থেকে মুক্তি নিন। এরপর দেখুন বিষয়টি দেখতে কেমন লাগে। বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য অনেক ভালো হবে।'

ট্রাম্প আরও বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্র একসঙ্গে হলে সেটি অসাধারণ কিছু হবে। পাশাপাশি, তিনি কানাডার সামরিক ব্যয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

ট্রাম্পের মতে কানাডার সামরিক ছোট এবং তারা মার্কিন সামরিক বাহিনীর উপর নির্ভরশীল। তাই ট্রাম্প কানাডাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে চায়। এ বিষয়ে জিজ্ঞাসা করা হয় যে কানাডাকে নিয়ন্ত্রণে তিনি সামরিক শক্তি ব্যবহার করবেন কিনা, তিনি সরাসরি বলেন, 'না, অর্থনৈতিক শক্তি।'

এদিকে ট্রাম্পের এ ধরনের মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং কানাডা একে অপরকে সবচেয়ে বড় বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগী। এতে দুই দেশের কর্মী ও সমাজ উপকৃত হচ্ছে। কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না।

উল্লেখ্য, দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পরই কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর মতো কথা বলে আসছেন ট্রাম্প।

Header Ad
Header Ad

জ্বিনের মাধ্যমে গর্ভধারণের আশ্বাস, ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে আলামিন

লালবাগ থানা। ছবি: সংগৃহীত

‘জ্বিনের মাধ্যমে গর্ভধারণ’ করানো হয়- এমন আশ্বাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ইমোতে যোগাযোগ করায় ভুক্তভোগীর নারীর কাছ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে আলামিন নামের প্রতারক চক্রের এক সদস্য।

এ ঘটনায় ভুক্তভোগী নারীর থানায় করা এক মামলায় প্রতারক আলামিনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার সিআইডির মুখপাত্র এসপি আজাদ রহমান গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান হয়।

তিনি জানান, মামলার বাদী শান্তা (ছদ্মনাম) দীর্ঘদিন ধরে সন্তান না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি ইমোতে ‘জিনের মাধ্যমে সন্তানধারণ সম্ভব’ এমন তথ্য দেখে প্রতারক চক্রের সদস্য আলামিনের সঙ্গে যোগাযোগ করেন। আলামিন ভুক্তভোগীর অসহায়ত্বের সুযোগ নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩০ লাখ টাকা হাতিয়ে নেন। আরও টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন তিনি। টাকা না দিলে শান্তার ক্ষতি হবে এবং অসমাপ্ত কাজ সমাপ্ত না করলে জ্বিন স্বামীসহ তাকে হত্যা করবে বলে ভয় দেখান।

ভুক্তভোগী নারী প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ১৮ ডিসেম্বর ঢাকার লালবাগ থানায় মামলা করেন। বিষয়টির তদন্ত শুরু করে সিআইডি সাইবার পুলিশ সেন্টার। তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির সদস্য আলামিন মিয়াকে গ্রেপ্তারের পর এসব তথ্য বেরিয়ে আসে।

এসপি আজাদ রহমান জানান, জিজ্ঞাসাবাদে আলামিন প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। প্রতারক চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে। এছাড়া আসামিকে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এ বছর থেকেই এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু: শিক্ষা উপদেষ্টা
কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প
জ্বিনের মাধ্যমে গর্ভধারণের আশ্বাস, ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে আলামিন
শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো ভালোভাবে নেয়নি জনগণ: রিজভী
হাসিনার নির্ঘুমের কারণ ছিল কুমিল্লা : হাসনাত আবদুল্লাহ
সৌদি আরবে ভয়াবহ বন্যা, হাই রেড অ্যালার্ট জারি
নওগাঁয় সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা
এতো বড় বড় সংস্কার দরকার নেই, নির্বাচনের তারিখ ঘোষণা করুন
ঢাকা-১০ আসনের সাবেক এমপি মহিউদ্দিন গ্রেফতার
খেজুর গুড়ে ভেজাল না মেশানোর শপথ নিলেন গাছিরা
বঙ্গমাতার পরিবর্তে আবু সাঈদের নামে বিএসএমএমইউ কনভেনশন সেন্টার
ফাজলামি পাইছেন, ২ তালায় বলে ৪ তালায় তুলছেন: সাবেক খাদ্যমন্ত্রী
লন্ডনে খালেদা জিয়াকে স্বাগত জানালেন তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা
গ্রামীণ ব্যাংকের মালিকানা ৫ শতাংশ করার পরিকল্পনা সরকারের
গাইবান্ধা জেলা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ
অস্কারের ‘সেরা ছবি’ ক্যাটাগরিতে জায়গা পেল বাংলা সিনেমা
পদযাত্রায় পুলিশের বাধা, সাত দাবি নিয়ে যমুনায় গেলেন ৯ সদস্যের প্রতিনিধি দল
লন্ডন পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
রামুর স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত, টাকা ছিনতাই
চলমান সংকট নিরসনে রাজনৈতিক সরকার জরুরি: আবদুল আউয়াল মিন্টু