হাসিনার বিশেষ সহকারী শিখর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সিমা রহমান। ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সিমা রহমানের বিরুদ্ধে পৃথক দুই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত কার্যালয়ে পৃথক দুই মামলা করা হয়।
দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাগুর-১ আসনের সাবেক এমপি মো. সাইফুজ্জামান শিখর সরকারের দায়িত্বশীল পদে থেকে আর্থিক লাভবানের জন্য অবৈধ উপায়ে তার সম্পদ ও সাতটি ব্যাংক অ্যাকাউন্টে মোট ১০ কোটি ৯৮ লাখ ৮২ হাজার ৩১৫ টাকার অস্বাভাবিক লেনদেন রয়েছে।
অবৈধ সম্পদ গোপন করায় তার নামে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা অনুসারে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা রুজু করা হয়েছে।
এছাড়া মো. সাইফুজ্জামান শিখরের স্ত্রী সীমা রহমানের নামে ১ কোটি ১৬ লাখ ১ হাজার ৩৩২ কোটি টাকা অবৈধভাবে ভোগদখলে রাখার জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ধারা মোতাবেক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।