আমার ছেলে দেশের জন্য অনেক কষ্ট করে: পিনাকী ভট্টাচার্যের মা
ছবি: সংগৃহীত
দেশের প্রতি গভীর ভালোবাসা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করছেন পিনাকী ভট্টাচার্য। গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন তাঁর মা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমার ছেলে যে পরিমাণ পরিশ্রম করে দেশের জন্য, তা ভাবাই যায় না। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে, সে এতটা পরিশ্রমী হতে পারে।"
তিনি আরও জানান, "বিশ্ববিদ্যালয়গুলোতে যে র্যাগিং চলত, তা এখন ভয়ংকর নির্মম হত্যাকাণ্ডে রূপ নিয়েছে। আমি এসব সহ্য করতে পারি না। আমার ছেলেকে এরশাদের সময় প্রচণ্ড মারধর করা হয়েছিল। এমনকি কয়েকবার অজ্ঞানও হয়ে গিয়েছিল। এটা কোনো সভ্য দেশে চলতে পারে না।"
ক্যাম্পাসে র্যাগিং বন্ধ করার বিষয়ে তাঁর মা বলেন, "আমি চাই দেশের প্রতিটি ক্যাম্পাস র্যাগিংমুক্ত হোক। শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো মায়ের সন্তান যেন এমন অমানবিক পরিস্থিতির শিকার না হয়।"
দেশ ও সমাজের জন্য পিনাকী ভট্টাচার্যের অবদান নিয়ে গর্ব প্রকাশ করে তাঁর মা বলেন, "দেশের প্রতি তাঁর ভালোবাসা ও আত্মত্যাগ সত্যিই প্রশংসনীয়। আমি সবসময় তাঁর পাশে আছি।"
পিনাকী ভট্টাচার্যের মা তাঁর বক্তব্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে র্যাগিং বন্ধ ও একটি মানবিক সমাজ গঠনের আহ্বান জানান।