সোমবার, ৬ জানুয়ারি ২০২৫ | ২২ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

১২০টি দেশের সংবিধান পর্যালোচনা

অন্তর্বর্তী সরকারকে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন

সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রীয়াজ। ছবি: সংগৃহীত

সংবিধান সংস্কার কমিশন চলতি মাসের মাঝামাঝি তাদের প্রস্তাবনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কমিশনটি ১২০টি দেশের সংবিধান পর্যালোচনা এবং বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের মতামতের ভিত্তিতে সংস্কারের একটি প্রস্তাবনা প্রণয়ন করেছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই এই প্রস্তাবনার মূল লক্ষ্য।

সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে:

* প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ পৃথকীকরণ।

* একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন, তবে এটি টানা দুইবার হবে নাকি মোট দুইবার, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

* রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা এবং রাষ্ট্রপতিকে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করার প্রস্তাব।

* এককেন্দ্রিক ক্ষমতা রোধে সংসদকে দ্বিকক্ষবিশিষ্ট করার সুপারিশ।

* সংসদ সদস্যদের দলের বিপক্ষে অবস্থান নেওয়ার ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া, তবে সংসদ গঠন বা ভাঙার ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না।

* স্পিকার ও ডেপুটি স্পিকারের ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাব।

* সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়সসীমা ২৫ থেকে কমিয়ে ২১ করার প্রস্তাব।

* ৭০ অনুচ্ছেদসহ বিতর্কিত ধারাগুলো সংশোধন বা বাতিল।

* সংবিধানের অনুচ্ছেদগুলো থেকে জাতির পিতার পরিবারের সুরক্ষাসংক্রান্ত বিশেষ অনুচ্ছেদ বাদ দেওয়ার প্রস্তাব।

* ধর্মনিরপেক্ষতা এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস সংক্রান্ত ধারা আন্তর্জাতিক সংবিধানের আলোকে পুনর্বিবেচনা।

স্বাধীনতার পর থেকে ক্ষমতাসীন দলগুলো নিজেদের স্বার্থে সংবিধানকে ব্যবহার করেছে। একদলীয় শাসন ব্যবস্থা বৈধ করা থেকে শুরু করে সামরিক শাসনের ভিত্তি রচনা, সবই সংবিধানের মাধ্যমে করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পঞ্চদশ সংশোধনীসহ বেশ কিছু বিতর্কিত পরিবর্তন আনা হয়, যা গণতন্ত্র ও জনগণের অংশগ্রহণ সীমিত করেছে।

২০২৫ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর তৎকালীন সরকার পতন হয়। এর ধারাবাহিকতায় নতুন সরকার সংবিধান সংস্কারের উদ্যোগ নেয়। ৬ অক্টোবর গঠিত হয় সংবিধান সংস্কার কমিশন। তারা তিন মাস ধরে বিভিন্ন পক্ষের মতামত নিয়ে একটি প্রস্তাবনা তৈরি করেছে।

বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ আহসানুল করিম প্রস্তাবনাগুলোকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে তিনি মনে করেন, এই সংস্কার বাস্তবায়নের জন্য রাজনৈতিক ঐক্যের প্রয়োজন। তিনি বলেন, “প্রত্যেকটি রাজনৈতিক দলকে জনগণের কথা মাথায় রেখে একমত হতে হবে। তবেই ভবিষ্যতে যেকোনো সরকার এ সংস্কারের প্রতি দায়বদ্ধ থাকবে।”

চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা তৈরির আগে সব অংশীজনের মতামত নেওয়া হবে। কমিশনের প্রধান ড. আলী রীয়াজ বলেন, “আমাদের লক্ষ্য সংবিধানকে এমনভাবে সংস্কার করা, যা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং গণতন্ত্রকে সুরক্ষিত করবে।”

এই সংস্কারগুলো বাস্তবায়ন হলে তা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলে বিশেষজ্ঞরা আশা প্রকাশ করছেন।

Header Ad
Header Ad

হাসিনার ওপর রাগ লাগে না আপনার? খালেদা জিয়াকে আসিফ নজরুল

খালেদা জিয়া ও আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

শেখ হাসিনার ওপর রাগ লাগে না আপনার? খালেদা জিয়াকে এতো সাফার করলেন আপনি, শেখ হাসিনার ওপর রাগ লাগে না আপনার? তিনি একটু নিরব থাকেন। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন আসিফ নজরুল। সেখানে তিনি খালেদা জিয়ার সাথে নিজের ছোট্ট কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরেন।

চিকিৎসার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডনে যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। এর একদিন আগে সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও তার চিকিৎসার খোঁজ-খবর নেয়ার কথা স্মরণ করে আবেগঘন স্ট্যাটাসে এমন কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, আমি অবাকই হই। পনেরটা বছর কি জঘন্য ও অশ্লীল মিথ্যেচার আর নির্মম নির্যাতন করেছে শেখ হাসিনা বেগম জিয়া’র প্রতি (এবং একইসঙ্গে উনার দলের হাজার হাজার নেতা-কর্মীকে )! অথচ একটা খারাপ শব্দও তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনা-কে নিয়ে।

তিনি আরো লিখেছেন, চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল। সেরকম একটা সময়ে আমি উনার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাই। উনার সাথে একান্তে কথা হয় কিছুক্ষণ উনার বাসভবনে। তিনি গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তবর্তী সরকারের সাফল্য কামনা করেন। জানান সবসময় তিনি খবর রাখেন দেশের।

আগামীকাল বেগম জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে। আল্লাহ্-র কাছে দোয়া করি, তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন দেশে। আবার যেন ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মাণে।

Header Ad
Header Ad

কেক কেটে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, সমর্থক গ্রেফতার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সমর্থক হাসান আলী। ছবি: ঢাকাপ্রকাশ

কেক কেটে উদ্‌যাপন বাংলাদেশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী করায় টাঙ্গাইলের ভূঞাপুরে হাসান আলী (৩৬) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সমর্থককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে তাকে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করেছে ভূঞাপুর থানা পুলিশ।

এর আগে গত রবিবার (৫ জানুয়ারি) রাতে হাসান আলী পৌর শহরের ছাব্বিশা এলাকা থেকে গ্রেফতার করা হয়। হাসান আলী উপজেলা পৌর শহরের ছাব্বিশা গ্রামের হামেদ আলী খানের ছেলে। তিনি ছাত্রলীগের সমর্থক।

জানা গেছে, গত শনিবার ৪ জানুয়ারি নিষিদ্ধ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। সেদিন রাতে ইবরাহীম খাঁ সরকারি কলেজ ছাত্রলীগের বেশ কয়েকজন কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করে এবং তা ভিডিও ফেসবুকে পোস্ট করে। যা ভাইরাল হয়।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের খবর পেয়ে অভিযান চালালে সেসময় তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সমর্থক হাসানের নামে টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলা থাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সোমবার সকালে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Header Ad
Header Ad

২৪ দফার ইশতেহার নিয়ে সামনে আসছে তরুণদের দল

ছবি: সংগৃহীত

তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি ২৪ দফা ইশতেহার নিয়ে ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশের পরিকল্পনা করছে। এই দলের ইশতেহারে দেশ পুনর্গঠনের রূপরেখা, সাংবিধানিক সংস্কার, এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারি পৃষ্ঠপোষকতার প্রতিশ্রুতি থাকবে।

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমীন জানান, তাদের ইশতেহারে নতুন সংবিধান প্রণয়ন ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার থাকবে। এই কমিটি গণতান্ত্রিক পদ্ধতিতে দলীয় নেতৃত্ব নির্বাচন এবং এক ব্যক্তির একক ক্ষমতা কমিয়ে দলীয় কাঠামোয় গণতান্ত্রিক স্বচ্ছতা আনতে কাজ করছে।

নাগরিক কমিটি ইতোমধ্যেই সারাদেশে ১৬০টির বেশি প্রতিনিধি কমিটি গঠন করেছে। ঢাকার বাইরে টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন, ইশতেহারে অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষাব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনার নীতি সম্পর্কিত বিভিন্ন প্রস্তাব থাকবে। যেমন, প্রধানমন্ত্রীর মেয়াদ জীবনে দুইবারের বেশি না রাখার পরিকল্পনা এবং বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা।

গঠনতন্ত্রে তৃণমূল থেকে নেতৃত্ব বিকাশের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। দলীয় প্রধানের কোনো নির্বাহী পদে থাকার সুযোগ থাকবে না এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাকে অপসারণের ব্যবস্থাও রাখা হবে।

জাতীয় নাগরিক কমিটির সদস্যরা আশা করছেন, এই নতুন দল তরুণদের স্বপ্ন এবং গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করবে। তারা এটিকে একটি বৃহৎ রাজনৈতিক উদ্যোগ হিসেবে তৈরি করতে দেশি-বিদেশি রাজনৈতিক কাঠামো বিশ্লেষণ করছে। দলটি গণতান্ত্রিক কাঠামোর ভিত্তিতে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে চায়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

হাসিনার ওপর রাগ লাগে না আপনার? খালেদা জিয়াকে আসিফ নজরুল
কেক কেটে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, সমর্থক গ্রেফতার
২৪ দফার ইশতেহার নিয়ে সামনে আসছে তরুণদের দল
গোল্ডেন গ্লোব পুরস্কার জিতলেন যারা
লন্ডনে দীর্ঘ ৭ বছর পর দেখা হবে মা ও ছেলের
ডিবি অফিসে আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
চট্টগ্রাম আদালতের ১ হাজার ৯১১টি মামলার নথি গায়েব
রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান
৫ আগষ্টের পর খুলনার আ: লীগের নেতাদের বাড়ীগুলো হয়ে গেছে ভূতের বাড়ী
অবশেষে বিপিএলে দল পেলেন মোসাদ্দেক হোসেন
জান্নাতি ফল ডালিম খাওয়ার যত উপকারিতা
চীনের পর এবার ভারতে মিললো এইচএমপিভি ভাইরাস, ছড়িয়ে পড়ছে দ্রুত
দেশের মূল্যস্ফীতি কমলেও অস্বস্তিতে গ্রামের মানুষ
নিজের নামে ট্রফি, অথচ পুরস্কার বিতরণী মঞ্চে ডাকা হয়নি গাভাস্কারকে
যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ের শঙ্কা, ৭ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি  
ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা শাহাজাদা গ্রেপ্তার
শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মন্ত্রিত্ব হারাতে বসেছেন টিউলিপ
দেশে বর্তমানে বেকার ২৬ লাখ ৬০ হাজার  
আজহারীকে জামায়াতে যোগ দিতে বললেন দুদু