শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

আগামী বছর থেকে বর্ষবরণের স্থান নির্দিষ্ট করে দেওয়া হবে: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সারা পৃথিবীতেই নববর্ষে পটকা-আতশবাজি ফোটান হয়। তবে তারা নির্দিষ্ট স্থানে এ উৎসব করেন। আগামী বছর থেকে ঢাকায়ও বর্ষবরণ উৎসবের জন্য স্থান নির্দিষ্ট করে দেওয়া হবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি বর্ষপূর্তি উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, প্রথমত পৃথিবীর বিভিন্ন দেশে থার্টি ফার্স্ট উদ্‌যাপিত হয়। বেশির ভাগ দেশে এটি নববর্ষ, আমাদের দেশে নয়। দ্বিতীয়ত অন্যান্য দেশে একটি নির্দিষ্ট স্থানে ইংরেজি নববর্ষ উদ্‌যাপনের আয়োজন করা হয়, পুরো শহরজুড়ে আতশবাজি ফুটানো হয় না। আমরাও এ বছর ঢাকা মহানগরীর একটি নির্দিষ্ট স্থানে থার্টি ফার্স্ট ও ইংরেজি নববর্ষ উদ্‌যাপনের অনুষ্ঠান আয়োজন করার চিন্তা করেছিলাম। কিন্তু এ বছর আমরা সেটি পারিনি। আশা করি আগামী বছর আমরা সেটি আয়োজন করব।

তিনি বলেন, থার্টি ফার্স্ট নাইটে যাতে আতশবাজি, পটকা, ক্লাস্টার বোমা, রকেট বোমা না ফুটানো হয় সে জন্য গত এক সপ্তাহ ডিএমপি রাজধানীতে অভিযান পরিচালনা করে ১৭২ কেজি আতশবাজি, পটকা, ক্লাস্টার বোমা, রকেট বোমা জব্দ করেছে। এ বিষয়ে পাঁচটি মামলা হয়েছে এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের মনোবল ফিরে এসেছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের মনোবলের যে ঘাটতি ছিল, এটি আমরা উতরে উঠেছি। আমাদের এখনো কোনো সমস্যা নেই। আমরা যে কোমায় যাওয়ার অবস্থায় গিয়েছিলাম, সেটি থেকে ফিরে এসেছি। আমাদের অফিসারদের মনোবল এখন অনেক ভালো।

নগরবাসীর উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, শুধু পুলিশ বা পরিবেশ অধিদপ্তর দিয়ে শব্দদূষণ বন্ধ করা সম্ভব নয়। এর জন্য প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। আমরা সবার সহযোগিতা চাই।

এদিকে থার্টি ফার্স্ট ও ইংরেজি নববর্ষ উদ্‌যাপনকে ঘিরে ঢাকা মহানগরীতে কেমন পুলিশ ফোর্স মোতায়েন করা হবে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন নজরুল ইসলাম বলেন, ঢাকা শহরের নিরাপত্তা নিশ্চিতে রেগুলার পুলিশ মোতায়েন থাকে। প্রত্যেক ফাঁড়ি থেকে রাতের বেলা কমপক্ষে দুটি পেট্রল টিম থাকে, থানা থেকে চারটি-পাঁচটি টিম থাকে। এটা আমাদের রেগুলার ডিপ্লয়মেন্ট। আজকে শুধু থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা মনে করছি এটা যথেষ্ট। আমরা কিছু পয়েন্টকে টার্গেট করেছি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, ৩০০ ফিট, উত্তরা দিয়াবাড়ী এলাকায় বেশি পুলিশ মোতায়েন থাকবে। আমাদের পুলিশ ফোর্সের পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটরা থাকবেন। ওনারা যে কোনো জায়গায় ভ্রাম্যমাণ আদালত চালালে আমাদের ফোর্স তাদের সহযোগিতা করবে।

সংবাদ সম্মেলনে থার্টি ফার্স্ট ও ইংরেজি নববর্ষ উদ্‌যাপনকে ঘিরে শব্দদূষণসহ নানা ক্ষতিকর দিক তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। এ সময় তিনি বলেন, নির্দেশনা না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন অমান্য করলে ৫ হাজার টাকা জরিমানা বা এক মাসের জেল অথবা উভয় দণ্ড হতে পারে। একাধিকবার আইন ভঙ্গ করলে সেই দণ্ড দ্বিগুণ হতে পারে। শব্দদূষণের কারণে প্রতি বছর ১২-১৫ হাজার মানুষ মৃত্যুবরণ করে বলেও জানান তিনি।

Header Ad
Header Ad

টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের কমিটি গঠন, নেতৃত্ব পেলেন যারা  

ছবি: ঢাকাপ্রকাশ

বাংলাদেশ গণঅধিকার পরিষদ (জিওপি) টাঙ্গাইল জেলা শাখার ১০৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে মনিরুজ্জামান মিয়াকে সভাপতি ও শামীমুর রহমান সাগরকে সাধারণ সম্পাদক করা হয়।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে নবনির্বাচিত টাঙ্গাইল জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তরুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের স্বাক্ষরিত প্যাডে আগামী ১ বছরের জন্য এ আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি এডভোকেট সুজন মিয়া, আব্দুর রহিম রিপন, হাবীবুল মান্নান হাবীব, আনিসুল হক খান, মিজানুর রহমান মাস্টার, শামসুল হক সুজন, রুবেল খান, সোহেল রানা, নাসির হাসান, আলমগীর, মনির হোসেন, শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, রফিকুল হাসান ভূঁইয়া, ইঞ্জি. মেহেরাব বকুল, জাহিদুল ইসলাম তরুন, সমেজ শেখ, এনামুল খান, শফিকুল ইসলাম, শামসুল হক চিশতী, আলমগীর, মিয়া মোহন, আবু রায়হান, আরিফ হোসেন, সারোয়ার হোসাইন বিপুল, জানি আলম জনি, বাবুল আহমেদ, আব্দুর রশিদ।

সাংগঠনিক সম্পাদক বাবুল ফকির, সহ সাংগঠনিক সম্পাদক রাজীব আহমেদ, মতিউর রহমান, এইচ এম সজীব, বাবুল মিয়া, সাইফুল ইসলাম, সোহেল রানা সরকার, কামরুল ইসলাম, শাহিনুর রহমান সিহান, সবুজ আহমেদ, সেলিম হোসেন, এসএম রাজ, রুবেল রানা, শফিকুল ইসলাম, ইমরান হোসেন, মোমিনুল ইসলাম, মেহেদী হাসান রাজু,

দপ্তর সম্পাদক ওরম ফারুক, সহ-দপ্তর সম্পাদক ইঞ্জি. কবীর হোসেন, সোহেল রানা, অর্থ সম্পাদক মাহবুব আলম লিটন, সহঅর্থ সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউসুফ আলী, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম শিকদার, হাফিজুর রহমান, গণমাধ্যম ও সম্প্রচার সম্পাদক ইউসুফ হোসেন লেলিন, সহ-গণমাধ্যম ও সম্প্রচার সম্পাদক পলাশ, আবু হানিফ রাসেল, আইন সম্পাদক এডভোকেট আসাদুল ইসলাম, সহআইন সম্পাদক এডভোকেট ফারহানা সুলতানা, মানবাধিকার সম্পাদক শামীম হোসেন, সহমানবাধিকার সম্পাদক সুরুজ জামান, সোহেল রানা, শিক্ষা সম্পাদক আবু শামা, সহশিক্ষা সম্পাদক রফিকুল ইসলাম মাসুম, নূর মোহাম্মদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রুমা আক্তার, সহনারী ও শিশু বিষয়ক সম্পাদক আসমা আক্তার, সোহেলী শবনম শশী, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক আখতার হোসেন, সহপরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক নাজমুল হক, এস এম শিহাব, মুক্তিযুদ্ধ ও জাতীয় ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনির হোসেন, সহমুক্তিযুদ্ধ ও জাতীয় ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইঞ্জি. জিন্নাহ, মিনা আক্তার, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক এস বি বাবুল, সহদুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক নাঈম, হাফিজুর রহমান, ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মর্যাদা বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ, সহধর্মীয় সম্প্রীতি ও মানবিক মর্যাদা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফরমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: শফিকুল ইসলাম, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এনামুল তালুকদার খোকন, শিল্প বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সহশিল্প বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবীব, সহবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লাল মিয়া, ছাত্র বিষয়ক সম্পাদক কাউছার ভূঁইয়া, সহছাত্র বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ ইমরান, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম, সহযুব ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শাহ আলম শিকদার, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নবী নুর, সহত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মাসুম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শুকুর আলী, সহপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, সদস্য সাইফুল ইসলাম, আরমান আহমেদ, আরিফ হোসেন, রফিকুল ইসলাম, পারভেজ, জামিল খান জুয়েল, জাহিদুল ইসলাম, হাসান মিয়া, কিসমত খান, জহুরুল ইসলাম, আশরাফুল ইসলাম ।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে উঠে আসা তারুণ্যের নতুন রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ। বিগত দিনে দেশ ও দেশের আপামর জনসাধারণের পাশে থেকে আন্দোলন সংগ্রাম করে জায়গা করে নিয়েছে।

তিনি বলেন, সেই জায়গাটা ধরে রাখতে এবং দেশে গুম, খুন, হত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাবে একই সঙ্গে মানুষের ভাত ও ভোটের অধিকার, জান ও জবানের অধিকার নিশ্চিত করতে কাজ করে যাবে টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদ। এ লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছি।

Header Ad
Header Ad

তরুণ প্রজন্মের ত্যাগ স্বীকারকে বৃথা হতে দেওয়া যাবে না: এম সাখাওয়াত

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, "বৈষম্যবিরোধী আন্দোলনে তরুণ প্রজন্মের প্রায় দুই হাজার জীবন উৎসর্গের দান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাদের ত্যাগকে কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না।"

শুক্রবার সকালে খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের ৫৬ বছরপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, "সরকারি সুন্দরবন আদর্শ কলেজ আয়তনে ছোট হলেও এর অবদান অনেক বড়। এই কলেজ থেকে বহু গুণী ব্যক্তি জন্ম নিয়েছেন, যারা খুলনার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে, এত পুরোনো প্রতিষ্ঠান হয়েও এর অবকাঠামোগত উন্নয়ন এখনও যথেষ্ট হয়নি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

নৌ-উপদেষ্টা খুলনার উন্নয়নের জন্য মোংলা পোর্টকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "মোংলা পোর্ট খুলনার বন্দর। এটির পূর্ণ বিকাশ নিশ্চিত করতে কন্টেইনার টার্মিনাল নির্মাণসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, এবং জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরকারি সুন্দরবন আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তাহের মো. আনিছুর রহমান।

Header Ad
Header Ad

মুক্তিযুদ্ধকে ৭২ এর সংবিধানের পক্ষে ঢাল বানানো হচ্ছে : আখতার  

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। ছবি: সংগৃহীত

কেউ কেউ মুক্তিযুদ্ধকে ৭২ এর সংবিধানের পক্ষে ঢাল বানানোর চালাকি করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।

শুক্রবার (০৩ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

আখতার তার পোস্টে বলেন, ‘কিন্তু সত্য হলো বিদ্যমান সংবিধান মুক্তিযুদ্ধের আকাঙ্খাকে ধারণ করে না। এই সংবিধান মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের রক্ষাকবচ হতে পারেনি। এই সংবিধান আওয়ামী চেতনার মোড়কে আবৃত।’

তিনি বলেন, ‘অতি ক্ষমতায়ন  প্রধানমন্ত্রীকে সাংবিধানিকভাবেই স্বৈরাচারী হবার সুযোগ দিয়ে রেখেছে। নাগরিক অধিকার সংকুচিত হয়ে আছে এতে। সীলগালা করে ফেলা হয়েছে এর প্রায় এক তৃতীয়াংশকেই।

আখতার আরো বলেন, ‘সুতরাং ৭১ এর মুক্তিযুদ্ধ এবং চব্বিশের আকাঙ্খাকে ধারণ করতেই নতুন সংবিধান প্রয়োজন। এ জাতি এবার সুযোগ পেয়েছে, কোনোভাবেই এই সুযোগ হাতছাড়া করা যাবে না।’

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের কমিটি গঠন, নেতৃত্ব পেলেন যারা  
তরুণ প্রজন্মের ত্যাগ স্বীকারকে বৃথা হতে দেওয়া যাবে না: এম সাখাওয়াত
মুক্তিযুদ্ধকে ৭২ এর সংবিধানের পক্ষে ঢাল বানানো হচ্ছে : আখতার  
এক যুগেরও অধিক সময় পর বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী  
বাংলাদেশে গণতন্ত্রকে হত্যার চেষ্টা করা হয়েছে: মির্জা ফখরুল  
একপেশে ম্যাচে রাজশাহীকে উড়িয়ে প্রথম জয় চট্টগ্রামের
বিরামপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 
দেশে যেন কখনোই ফ্যাসিবাদ ফিরতে না পারে: গণপূর্ত উপদেষ্টা  
ঘন কুয়াশায় গাড়ি দুর্ঘটনা এড়াতে চালকদের বিআরটিএ এর ৪ নির্দেশনা
নারীকে কখনো নারী বলে কাজের বাইরে রাখা হবে না : ডা. শফিকুর
এবার ‘সাত বিয়ে’ নিয়ে মুখ খুললেন সোহেল তাজ
শীতার্তদের পৌনে সাত লাখ কম্বল দেবে সরকার
আজ যশোর একই মঞ্চে বয়ান করবেন আজহারী ও আহমাদুল্লাহ
যত দ্রুত সম্ভব ডাকসু নির্বাচন দিতে চাই: ঢাবি উপাচার্য
বাংলাদেশি হিন্দুদের ভারতে আসতে উৎসাহ দেওয়া উচিত নয়  
গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত
‌‌‘লিভ টুগেদার’ নিয়ে বেফাঁস মন্তব্য, স্বাগতাকে ফের আইনি নোটিশ
এবার কোহলিকে আউট না দিয়ে সমালোচনায় সৈকত
তাবলিগের দুই পক্ষকে শান্তিপূর্ণ সহাবস্থানের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
ব্যালন ডি'অর নিয়ে রোনালদোর মক্তব্য, ক্ষেপে গেলেন রদ্রি