বুধবার, ১ জানুয়ারি ২০২৫ | ১৭ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

৩১ ডিসেম্বর কি নতুন বাংলাদেশের সূচনা?

ছবি: সংগৃহীত

৩১ ডিসেম্বর ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে’ নতুন বাংলাদেশের সূচনা ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

রবিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই ঘোষণাপত্রে দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। পাশাপাশি এতে 'নাৎসিবাদী আওয়ামী লীগকে' বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে।

জুলাই মাসে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হলেও তা পরে শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে রূপ নেয়। পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আন্দোলনকারীরা এটিকে ‘জুলাই বিপ্লব’ আখ্যা দেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, ৩১ ডিসেম্বর ঘোষণাপত্রের মাধ্যমে ৭২-এর মুজিববাদী সংবিধান কবরস্থ করার দাবি জানানো হবে এবং নতুন রাজনৈতিক কাঠামোর ভিত্তি স্থাপন করা হবে।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, এই ঘোষণাপত্র পুরোনো সিস্টেমগুলোকে প্রত্যাখ্যান করে নতুন সিস্টেম তৈরি করবে। এর মাধ্যমে ফ্যাসিস্টবিরোধী ঐক্যকে শক্তিশালী করা হবে। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কখনোই রাজনৈতিক দল হবে না, বরং এটি ইউনিটির প্রতীক হিসেবে থাকবে।

বক্তারা আশা প্রকাশ করেন, ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণাপত্র প্রকাশের দিন সর্বস্তরের মানুষ অংশ নেবে। এতে নতুন বাংলাদেশের পরিকল্পনা প্রকাশিত হবে, যা জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার পথ দেখাবে। বক্তারা আরও বলেন, এই বিপ্লবের লক্ষ্য হচ্ছে গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ করা এবং একটি প্রকৃত ন্যায্য সমাজব্যবস্থা গড়ে তোলা।

Header Ad
Header Ad

রেমিট্যান্স আয়ে সপ্তম বাংলাদেশ, শীর্ষে ভারত

ছবি: সংগৃহীত

২০২৪ সালে রেমিট্যান্স আয়ের তালিকায় বাংলাদেশ সপ্তম অবস্থানে ছিল। প্রবাসীদের মাধ্যমে বাংলাদেশে এসেছে সাড়ে ২৬ বিলিয়ন ডলারের বেশি অর্থ। শীর্ষে রয়েছে ভারত, যার রেমিট্যান্স আয় ছিল ১২৯.১ বিলিয়ন ডলার।

বিশ্বব্যাংকের সাম্প্রতিক ব্লগের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে। ভারতের রেমিট্যান্স আয়ের পরিমাণ বৈশ্বিক রেমিট্যান্সের ১৪.৩ শতাংশ, যা চলতি শতকের সর্বোচ্চ।

বিশ্বের শীর্ষ রেমিট্যান্স আয়ের দেশগুলো

১. ভারত: ১২৯.১ বিলিয়ন ডলার
২. মেক্সিকো: ৬৮ বিলিয়ন ডলার
৩. চীন: ৪৮ বিলিয়ন ডলার
4. ফিলিপাইন: ৪০ বিলিয়ন ডলার
৫. পাকিস্তান: ৩১ বিলিয়ন ডলার
৬. নাইজেরিয়া: ২৯ বিলিয়ন ডলার
৭. বাংলাদেশ: সাড়ে ২৬ বিলিয়ন ডলার
৮. মিসর: ২২ বিলিয়ন ডলার
৯. গুয়াতেমালা: ২১.৫ বিলিয়ন ডলার
১০. জার্মানি: ২১.৫ বিলিয়ন ডলার

২০২৪ সালে বাংলাদেশের প্রবাসী আয় বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস হিসেবে অবদান রেখেছে। এটি দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, মহামারি-পরবর্তী সময়ে ভারতে প্রবাসীদের অর্থ পাঠানোর হার দ্রুত বেড়েছে। ২০২৪ সালে ভারতের রেমিট্যান্স আয় দ্বিতীয় স্থানে থাকা মেক্সিকোর তুলনায় প্রায় দ্বিগুণ।

চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক সমৃদ্ধি এবং কম দক্ষ শ্রমিকদের অভিবাসন কমে যাওয়ায় রেমিট্যান্স আয়ের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

২০২৪ সালে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো বৈদেশিক মুদ্রার প্রধান উৎস হিসেবে ৬৮৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স আয় করেছে। প্রবাসী আয়ের এই প্রবাহ সরাসরি বিদেশি বিনিয়োগকে (FDI) ছাড়িয়ে গেছে।

রেমিট্যান্স আয়ের এই ধারা বৈশ্বিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্থিতিশীলতায়।

Header Ad
Header Ad

গাইড বই কোম্পানি সাথে ১৪ লাখ টাকা চুক্তিকাণ্ডে তদন্ত কমিটি গঠন

ছবি: সংগৃহীত

শিক্ষা প্রতিষ্ঠানে বোর্ড বই আসার আগেই গাইড বই (সহায়ক) বাজারজাত করতে আল ফাতাহ পাবলিকেশন্সের প্রকাশনী নামের একটি কোম্পানীর সাথে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির ১৪ লাখ টাকা চুক্তিকাণ্ডের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদের প্রকাশের পর তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

গত ৩০ ডিসেম্বর উপজেলা সহকারী কমিশনাকে (ভূমি) মো. তারিকুল ইসলামকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে উপজেলা প্রশাসন। এই তদন্ত কমিটিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- উপজেলা কৃষি অফিসার মো. মোখলেছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সাখাওয়াত হোসেন।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম মনিরুজ্জামান বলেন, টাকা নেওয়ার বিষয়টি আলোচিত হওয়া এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় উপজেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। এনিয়ে গতকাল ৩১ ডিসেম্বর মঙ্গলবার চিঠি পেয়েছি। কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সস্প্রতি জেলার ভূঞাপুর উপজেলা মাদরাসা শিক্ষক সমিতি শিক্ষার্থীদের হাতে গাইড বই তুলে দিতে আল ফাতাহ পাবলিকেশন্সের নামের প্রকাশনী কোম্পানির সাথে চুক্তি করেন। চুক্তি অনুযায়ী গাইড বই কোম্পানীটি গত ১১ ডিসেম্বর ভূঞাপুর স্কাউট অফিসে মাদরাসা শিক্ষক সমিতির নেতাদের হাতে ১৪ লাখ টাকা তুলে দেয়।

এরপর বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন ভূঞাপুর উপজেলা শাখার কর্মকর্তারা কোম্পানীর কাছ থেকে এই টাকা গ্রহণ করে বলে অভিযোগ উঠে। পরে সেই টাকা থেকে ৯লাখ ৫০ হাজার টাকা সমিতির সোনালী ব্যাংকের হিসাব নম্বরে (৬০০৩০০২১৬৯৪০৭) জমা দেয়। এই নিয়ে জাতীয় ও স্থানীয় প্রিন্টসহ অনলাইনে সংবাদ প্রকাশিত হয়।

Header Ad
Header Ad

১ ঘণ্টায় বাংলাদেশ দখলের হুমকি দিয়েছে ভারতের নাগা সাধুরা

ছবি: সংগৃহীত

নতুন বছরের প্রথম দিনেই ভারতের গঙ্গাসাগর মেলায় হিন্দু ধর্মের নাগা সাধুরা বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন। বুধবার এই মন্তব্য করেন তারা, যা বর্তমানে বিতর্কের কেন্দ্রে।

নাগা সাধুরা বলেন, “মাত্র এক ঘণ্টা সময় পেলেই বাংলাদেশ দখল করে নেব।” বিএনপি নেতা রুহুল কবির রিজভীর “বাংলা-বিহার-উড়িষ্যা দখল” মন্তব্য ও বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তারা এই হুমকি দেন।

গঙ্গাসাগর মেলায় এক নাগা সাধু অভিযোগ করেন, “বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে। কিন্তু মমতা ব্যানার্জি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এখানে যদি হিন্দুরা তলোয়ার হাতে দাঁড়িয়ে যায়, তাহলে সব মুসলমান পালিয়ে যাবে।”

এই বক্তব্য সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিশেষত বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে এ ধরনের মন্তব্যকে উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন বিশ্লেষকরা।

ভারত ও বাংলাদেশের কোনো সরকারি কর্মকর্তা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। তবে নাগা সাধুদের বক্তব্য নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ বহুদিন ধরেই বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। তবে নাগা সাধুদের এ ধরনের মন্তব্য দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

এই ধরনের হুমকি কেবল সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াবে এবং দুই দেশের জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রেমিট্যান্স আয়ে সপ্তম বাংলাদেশ, শীর্ষে ভারত
গাইড বই কোম্পানি সাথে ১৪ লাখ টাকা চুক্তিকাণ্ডে তদন্ত কমিটি গঠন
১ ঘণ্টায় বাংলাদেশ দখলের হুমকি দিয়েছে ভারতের নাগা সাধুরা
চার মাসে ম্যাজিকাল কিছু করা যাবে না: বিসিবি সভাপতি
দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ  
‘আজ বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটি’  
৪৩তম বিসিএসে বাদ পড়াদের সচিবালয়ের সামনে প্রতিবাদ, প্রজ্ঞাপনে অন্তর্ভুক্তির দাবি
ওমরাহ পালন করছেন অহনা রহমান, জানালেন নতুন বছরের শুভেচ্ছা
এবার দক্ষিণ কোরিয়ায় বর্ষবরণে কোনো উদযাপন হয়নি  
২০২৫ সাল হবে শেখ হাসিনা ও আ.লীগ নেতাদের বিচারের বছর: চিফ প্রসিকিউটর
ভারতের ‘র’-এর মাধ্যমে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকে ক্ষমতাচ্যুতের ষড়যন্ত্র
২০২৫ সালে বাংলাদেশ ফুটবলের সময় সময়সূচি
সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেব না, এটা আমার অঙ্গীকার: সেনাপ্রধান
বেলুন ও পায়রা উড়ানোর মাধ্যমে শুরু ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান  
ইসকনের ব্যাংক অ্যাকাউন্টে ২৩৬ কোটি ৪২ লাখ টাকা, অনুসন্ধান শুরু  
বছরের প্রথমদিন বই দিতে না পারায় দুঃখ প্রকাশ শিক্ষা উপদেষ্টার
ইসরায়েলের কারাগারে বন্দিদের দুঃস্বপ্ন: নির্যাতনের ক্ষত, ধর্ষণ ও মানসিক অসুস্থতা
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুবি শাখা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ
টানা তৃতীয়বার এআইপিএসের বর্ষসেরা আর্জেন্টিনা
থার্টি ফার্স্ট নাইট উদযাপনে গিয়ে ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু