শিক্ষাবিদ ও সমাজকর্মী তোফায়েল সামির জানাজা আজ
ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাবেক সভাপতি, শিক্ষাবিদ, ব্যাংকার ও সমাজকর্মী সিএম তোফায়েল সামি আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তার মৃত্যুতে ঢাকাসহ দেশ-বিদেশে বসবাসরত সিলেটিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) জোহরের নামাজের পর ধানমন্ডির ৭/এ ঈদগাহ মাঠে তোফায়েল সামির জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
তোফায়েল সামি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত সিএম শফি সামির বড় ভাই।
সোমবার (৬ ডিসেম্বর) বেলা দুইটার দিকে রাজধানীর সোনারগাঁও হোটেলে হুমায়ুন রশীদ ফাউন্ডেশনের সভায় অংশগ্রহণকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি।
ফাউন্ডেশের কর্মকর্তা ও বাংলাদেশ কপিরাইট কমিশনের রেজিস্টার যুগ্ম সচিব জাফর রেজা চৌধুরী জানান, সভা শুরুর প্রাক্কালে সিএম তোফায়েল সামি হঠাৎ অসুস্থ বোধ করেন। পরে দ্রুত তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানে কিছুক্ষণের মধ্যেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে, ভাই-বোন, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সিএম তোফায়েল সামির গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। অবসর জীবনে লেখালেখি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
তোফায়েল সামির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ এমপি, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ড. এ কে আব্দুল মুবিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দীন আহমদ প্রমুখ।
পৃথক শোক বার্তায় তারা বলেন, সিএম তোফায়েল সামি ছিলেন একজন স্বজ্জন ব্যাক্তি। সিলেটের সামাজিক, শিক্ষা, সংস্কৃতির উন্নয়নে তিনি কাজ করে গেছেন।
এনএইচবি/এসএ/