অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আরও পাঁচজন: সন্ধ্যায় শপথ গ্রহণ
ছবি: সংগৃহীত
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের পরিধি আরও বিস্তৃত হচ্ছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে আজ নতুন করে আরও পাঁচজন উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছেন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যদিও নতুন উপদেষ্টাদের নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ২১ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। এই নতুন পাঁচজন উপদেষ্টার যুক্ত হওয়ার ফলে পরিষদের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৬ জনে।
সরকারি যানবাহন অধিদপ্তরের পক্ষ থেকে জানা গেছে, নতুন উপদেষ্টাদের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে, যা এই নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ার ইঙ্গিত দেয়।
এদিকে, নতুন উপদেষ্টা হিসেবে আলোচনায় আছেন বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব। এর মধ্যে আছেন সদ্য পদত্যাগ করা আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, অধ্যাপক ড. মঞ্জুরুল ইসলাম, প্রশাসনের শীর্ষ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসক।
এই অন্তর্বর্তী সরকারের সদস্যদের নিয়োগ এবং দায়িত্বভার নেয়ার ফলে রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ হতে পারে, যা বর্তমান সরকার ব্যবস্থার ধারাবাহিকতাকে অব্যাহত রাখার ইঙ্গিতবহ বলে মনে করছেন বিশ্লেষকরা।