দেশের সব সিটি করপোরেশনে শিগগিরই পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ করা হবে: উপদেষ্টা হাসান আরিফ
উপদেষ্টা হাসান আরিফ। ছবি: সংগৃহীত
দেশের সব সিটি করপোরেশনে শিগগিরই পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। রবিবার (৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র ডা. শাহাদাত হোসেনকে শপথ পাঠ করানোর পর তিনি এ কথা বলেন।
এ. এফ. হাসান আরিফ জানান, সিটি করপোরেশনগুলোর প্রশাসনকে কার্যকরী এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যে খুব শিগগিরই এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে। চট্টগ্রাম সিটির নতুন মেয়রের কার্যকাল আইন অনুযায়ী নির্ধারিত হবে বলেও জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, নতুন মেয়রের দায়িত্ব শুধুমাত্র প্রশাসনিক কাজেই সীমাবদ্ধ নয়, বরং চট্টগ্রামকে একটি উন্নত এবং গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি বাস্তবায়নেও তাকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
দেশের সার্বিক উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিপ্লবী পরিবর্তনের উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করতে হবে বলে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, "নাগরিকদের জন্য একটি বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যাশা পূরণ করতে হবে মেয়রকে।"
এ সময় ডেঙ্গু সংক্রমণের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ. এফ. হাসান আরিফ সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় নাগরিকদের একত্রিত প্রয়াস জরুরি।
উল্লেখ্য, নতুন মেয়রের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে চট্টগ্রাম সিটির উন্নয়ন কাজকে ত্বরান্বিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন উপদেষ্টা।