বেকারত্ব একটা বড় চ্যালেঞ্জ, দায়িত্ব শেষে আবার বেকার হয়ে যাব: যুব উপদেষ্টা আসিফ
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি: সংগৃহীত
বেকারত্বকে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, “আমি নিজেও বেকার ছিলাম, আর বর্তমান দায়িত্ব শেষে আবার বেকার হয়ে যাব।”
১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে নিজের মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, “বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে। আমাদের বিভিন্ন কর্মমুখী ট্রেনিং প্রোগ্রাম রয়েছে এবং আরও ট্রেনিং প্রোগ্রাম যুক্ত হচ্ছে। কর্মমুখী দক্ষতা গড়ে তোলার ওপরই জোর দেওয়া হচ্ছে।”
আসিফ মাহমুদ জানান, দেশে বর্তমানে এক কোটি ৮০ লাখ বেকার যুবক রয়েছে, যার মধ্যে ২৬ লাখ গ্রাজুয়েট। যুব উন্নয়ন অধিদপ্তর প্রায় ৫ লাখ বেকার যুবককে কর্মসংস্থানে সহায়তা করার উদ্যোগ নিয়েছে।
যুব দিবস উপলক্ষে দেশের ৬৪ জেলার ৬৪টি খাল পরিষ্কারের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকার রামপুরা-জিরানী খালও এই উদ্যোগের আওতাভুক্ত বলে জানান উপদেষ্টা।
এছাড়া এবছর দুই ক্যাটাগরিতে মোট ২০টি যুব পুরস্কার প্রদান করা হবে। এসময় উপদেষ্টা জানান, যানজট নিয়ন্ত্রণে পার্ট টাইম হিসেবে শিক্ষার্থীদের চার ঘণ্টা করে ট্রাফিক নিয়ন্ত্রণে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, “প্রাথমিকভাবে ৩০০-৪০০ শিক্ষার্থীকে এই কাজে নেওয়া হবে, যা পরে ৭০০ জনে উন্নীত করা হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল ও বিকেল বেলা যানজটের সময় তারা কাজ করবে। শিক্ষার্থীরা দায়িত্ব পালনে আগ্রহী হলে ভবিষ্যতে স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে।”