বাংলাদেশে প্রবাসীদের বিনিয়োগে সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, "প্রবাসীরা দেশে এসে ব্যবসায় বিনিয়োগ করলে আমরা তাদের পাশে থাকব এবং সবধরনের সমস্যার সমাধানে সর্বাত্মক চেষ্টা করব।"
বুধবার (১৩ নভেম্বর) লন্ডনের ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিবিসিসিআইয়ের সভাপতি রফিক হায়দার, এবং পরিচালনা করেন সলিসিটরের ডিরেক্টর জেনারেল দেওয়ান মাহ্দী।
সভায় উপস্থিত ছিলেন বিবিসিসিআইয়ের সাবেক সভাপতি শাহগির বখত ফারুক, ড. ওয়ালী তসর উদ্দিন, লন্ডন-বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, এবং গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান।
ডা. শফিকুর রহমান বলেন, "আমরা একটি এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে তরুণরা আপসহীনভাবে দেশ গড়ার কাজে অগ্রণী ভূমিকা পালন করবে।"
নারীদের অধিকার বিষয়ে তিনি বলেন, "বাংলাদেশে নারীরা আত্মমর্যাদার সঙ্গে কাজ করবে। পুরুষরা আট ঘণ্টা কাজ করলে, নারীদের ছয় ঘণ্টা কাজ করার সুযোগ দিতে হবে, যাতে তারা পরিবার ও সন্তানদেরও যত্ন নিতে পারেন।"
সংখ্যালঘু সম্প্রদায় প্রসঙ্গে জামায়াত আমির বলেন, "আমরা সবাই বাংলাদেশী, যেখানে প্রত্যেক ধর্মের মানুষ শান্তিতে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। আমাদের লক্ষ্য একটি ইউনাইটেড বাংলাদেশ গড়ে তোলা।"
সভায় আরো বক্তব্য দেন জামায়াতের ইউরোপ মুখপাত্র ব্যারিস্টার আবু বাকার মোল্লা, সিলেট মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন, বিবিসিসিআইয়ের সহ-সভাপতি আবুল হায়াৎ নুরুজ্জামান এবং ফাইন্যান্স ডিরেক্টর হেলাল খান।