শেখ হাসিনা ভারতে, দুবাইয়ে যাওয়ার খবর গুজব: সজীব ওয়াজেদ জয়
সজীব ওয়াজেদ জয়। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই অবস্থান করছেন, দুবাই স্থানান্তরের খবরটি সম্পূর্ণ গুজব। বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি দেশ ছাড়ার পর থেকে ভারতে অবস্থান করছেন বলে ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। তবে শেখ হাসিনার ভারতে থাকার বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলা বিভাগ জানিয়েছে, শেখ হাসিনা ভারতের রাজধানী দিল্লিতে আছেন। ছেলেও সজীব ওয়াজেদ জয়ও নিশ্চিত করেছেন যে, তার মা শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে যে খবর প্রচার হচ্ছে তা সত্য, কিন্তু তিনি দুবাইয়ে চলে গেছেন-এমন তথ্য সম্পূর্ণ মিথ্যা। জয় আরও জানান, শেখ হাসিনার ওপর ভারত ছাড়ার জন্য কোনো ধরনের চাপ নেই।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা বাংলাদেশে চলমান ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে প্রায় দুই মাস আগে ভারতে পালিয়ে আসেন। তখন তার কূটনৈতিক পাসপোর্ট থাকায়, ভারতীয় আইনের অধীনে তিনি ৪৫ দিন পর্যন্ত বৈধভাবে থাকতে পারতেন। তবে সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তিন সপ্তাহ ধরে তিনি কীভাবে ভারতে অবস্থান করছেন, তা নিয়ে ভারতীয় সরকার কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।