শনিবার, ৯ নভেম্বর ২০২৪ | ২৪ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

কোনো ক্রীড়া সংস্থায় একই পদে দুই বারের বেশি নয় : ক্রীড়া উপদেষ্টা

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ (শুক্রবার) বিকেলে খেলোয়াড়, কোচ, রেফারি ও সংগঠকদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে মতামত/বক্তব্য পেশ করেন ক্রীড়াঙ্গনের বিভিন্ন স্তরের ২৬ জন। এরপর যুব ও ক্রীড়া উপদেষ্টা বক্তব্য রাখেন।

মাত্র মাস দেড়েক আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেন আসিফ মাহমুদ। এর মধ্যে ক্রীড়াঙ্গনের অনেক অসঙ্গতি চোখে পড়েছে তার। ফেডারেশনগুলোর নিয়ন্ত্রক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এনএসসি থেকে ফেডারেশনগুলোর জন্য সাধারণ নির্দেশনা তৈরি হচ্ছে। যার কিছুটা ধারণা দিয়েছেন উপদেষ্টা, ‘কোনো ক্রীড়া সংস্থায় একই পদে দুই বারের বেশি নয়। খেলা বা ফেডারেশনের প্রয়োজনে ওই ব্যক্তি অন্য পদে কাজ করতে পারে, কিন্তু একই পদে দুই বারের বেশি নয়।’

ক্রীড়া উপদেষ্টা সরাসরি উল্লেখ না করলেও সহজেই অনুমেয় তিনি ফেডারেশন-ক্রীড়া সংস্থাগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকের পদের বিষয়টিকেই মূলত নির্দেশ করেছেন। ফেডারেশনগুলোর বড় দায়িত্বে যারা থাকেন, তারা একবার চেয়ারে বসার পর পুনরায় সেই চেয়ারে বসার জন্য নানা পদক্ষেপ নেন। সেই বিষয়টিও ইতোমধ্যে জ্ঞাত ক্রীড়া উপদেষ্টার, ‘অনেকেই ফেডারেশনের পদকে দায়িত্ব নয়, ক্ষমতার অংশ মনে করে। আমরা সেটা রোধে কাজ করছি।’

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রাজনীতির প্রভাব রয়েছে। বিগত সময়ের মতো আগামীতেও যেন রাজনীতিকরণ না হয়, সেদিকে যথেষ্ট মনোযোগ ক্রীড়া উপদেষ্টার, ‘ক্রীড়াঙ্গনে বিরাজনীতিকরণ নিয়ে আমরা কাজ করছি। একজন ব্যক্তির রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু ক্রীড়াঙ্গনে যেন প্রভাব যেন না আসে।’

ক্রিকেট বাদে দেশের অন্য সকল ফেডারেশনে আর্থিক সমস্যা রয়েছে। ফেডারেশনগুলোর বাজেট বৃদ্ধির পাশাপাশি আর্থিক স্বচ্ছতাও নিশ্চিত করতে চান আসিফ মাহমুদ, ‘অবশ্যই খেলাধুলার জন্য বাজেট প্রয়োজন। আমরা বাজেট বৃদ্ধি ও স্পন্সরের বিষয়টি নিয়ে কাজ করছি। অনেক ফেডারেশন নিয়ে আমরা আর্থিক দুর্নীতি-অনিয়মের কথা শুনি। জাতীয় ক্রীড়া পরিষদ বা মন্ত্রণালয়ের কাছে ফেডারেশনগুলোর নিয়মিত অডিট রিপোর্ট দিতে হবে।’

বিভিন্ন ফেডারেশনের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও রেফারি আমন্ত্রিত হয়ে এসেছিলেন ওই সভায়। ক্রীড়া উপদেষ্টাকে কাছে পেয়ে অনেকে নিজেদের মতামত তুুলে ধরতে চেয়েছিলেন। কয়েক বার হাত উঠিয়েও বক্তব্য দিতে পারেননি কেউ কেউ। একজন মাইক না পেয়ে পুরো মিলনায়তন ঘুরেছেন, এ নিয়ে সেখানে খানিকটা হট্টগোলও হয়েছে। সেই বিশৃঙ্খলা চোখ এড়ায়নি ক্রীড়া উপদেষ্টার। তার বক্তব্যের শুরুতে এ নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, ‘খেলাধুলা আমাদের শৃঙ্খলা শেখায়। যা জাতীয় জীবনেও শিক্ষণীয়। এখানে আপনারা অনেক বর্তমান, সাবেক খেলোয়াড় ও কোচ আছেন। আপনাদের মধ্যে শৃঙ্খলার যথেষ্ট অভাব। আগামীতে আপনারা ফেডারেশনে আসলে শৃঙ্খলভাবে কাজ করতে পারাটা সন্দিহান।’

দেড়ঘণ্টা জুড়ে উপদেষ্টা বিভিন্ন জনের বক্তব্য শুনেছেন। এরপরও অনেকে বক্তব্য না দিতে পারার আক্ষেপ রয়েছে। তাদের লিখিতভাবে জাতীয় ক্রীড়া পরিষদে অথবা ইমেইল যোগে মতামত প্রেরণের অনুরোধ জানানো হয়েছে। সেগুলো মূল্যায়ন হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব, ‘আপনাদের লিখিত বক্তব্য আমরা পর্যালোচনা করব। সার্চ কমিটিকেও প্রেরণ করব সেগুলো।’ সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা উপদেষ্টার সঙ্গে মঞ্চেই ছিলেন। তিনি স্বাগত বক্তব্য রেখেছেন এবং বিভিন্ন জনের মন্তব্যও শুনেছেন।

আজকের অনুষ্ঠানে প্রতিটি ফেডারেশন/এসোসিয়েশন থেকে একজন সংগঠক, খেলোয়াড়, কোচ ও রেফারি আমন্ত্রিত ছিলেন। ফেডারেশনের আনুষ্ঠানিক আমন্ত্রণের বাইরেও এসেছিলেন অনেকে। বিশেষ করে গত এক দশকে যারা বঞ্চিত, তাদের অনেকেই আজ এই মিলনায়তনে এসেছিলেন। দুই পক্ষ অনেকটা মুখোমুখি অবস্থানে থাকলেও তেমন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ রকম অনুষ্ঠান আয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদের আরও দূরদর্শিতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা প্রয়োজন।

Header Ad

ভাবির সঙ্গে দেবরের 'পরকীয়া', ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পরকীয়ায় জড়িয়ে ভাবির জন্য বড় ভাইকে হত্যা করেছে ছোট ভাই। শুক্রবার সকাল ১১টায় উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা ঘাতক হারুন মিয়াকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চর পানিয়া গ্রামের দুলু মিয়ার বড় ছেলে মো. হাসান মিয়া প্রায় ১১ বছর ধরে কুয়েতে ছিলেন। এই দীর্ঘ অনুপস্থিতির সুযোগে হাসানের ছোট ভাই হারুনের সঙ্গে বড় ভাইয়ের স্ত্রী হাসিনা বেগমের (৩৪) পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বেশ কয়েক বছর ধরে চলা এই সম্পর্ক এলাকায় প্রকাশ পেলে বড় ভাই হাসান বিষয়টি জানতে পেরে চারদিন আগে দেশে ফিরে আসেন।

পরকীয়া নিয়ে পরিবারে উত্তেজনা চরমে পৌঁছালে শুক্রবার তাদের বাড়িতে একটি সালিশ বসার আয়োজন করা হয়। তবে সালিশ শুরু হওয়ার আগেই ছোট ভাই হারুন ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই হাসানকে কুপিয়ে হত্যা করে। পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে।

বালুচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফারুক হোসেন জানান, হারুনের সঙ্গে তার ভাবির পরকীয়ার সম্পর্কের বিষয়টি এলাকায় আলোচিত ছিল। এটি নিয়ে বাড়িতে একাধিকবার সালিশ বসানো হলেও সমস্যার সমাধান হয়নি। বড় ভাই হাসান প্রায় ১১ বছর পর দেশে ফিরেছিলেন, কিন্তু মাত্র চারদিনের মধ্যেই ভাইয়ের হাতে প্রাণ হারালেন।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ঘাতক হারুনকে আটক করা হয়েছে। দেবর-ভাবির সম্পর্ক নিয়ে বিস্তারিত তদন্ত করে পরে জানানো হবে।"

Header Ad

ভারতের আদানি গ্রুপকে ১৭৩ মিলিয়ন ডলার দিল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ভারতের আদানি গ্রুপকে ১৭৩ মিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখতে। ঝাড়খণ্ডের গোড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার অংশ হিসেবে এই অর্থ প্রদান করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, আদানি গ্রুপের বিদ্যুৎ বকেয়া বাবদ বাংলাদেশের কাছে মোট পাওনা ৮৪৩ মিলিয়ন ডলার। রাজনৈতিক নানা জটিলতার কারণে এই পরিমাণ বকেয়া পরিশোধে বাধা সৃষ্টি হয়। সম্প্রতি আদানি পাওয়ার তাদের বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে এবং সরবরাহ বন্ধ করার হুমকি দেয়। এরই প্রেক্ষিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ১৭৩ মিলিয়ন ডলারের একটি নতুন লেটার অব ক্রেডিট (এলসি) জারি করে।

এটি আদানি পাওয়ারকে দেওয়া তৃতীয় এলসি, যা বাংলাদেশের কৃষি ব্যাংকের পক্ষ থেকে ভারতের আইসিআইসিআই ব্যাংককে প্রদান করা হয়েছে। ইকোনমিক টাইমস জানায়, পূর্বের এলসিগুলো বিদ্যুৎ ক্রয় চুক্তির সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ছিল না।

প্রসঙ্গত, আদানি পাওয়ারের দুটি ইউনিট থেকে মোট ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়, যা পুরোটাই বাংলাদেশে রপ্তানি করা হয় এবং যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ করে। শেখ হাসিনা সরকারের সাথে ২০১৫ সালে করা এই চুক্তি অনুযায়ী, আদানি পাওয়ার থেকে ২৫ বছর মেয়াদে বিদ্যুৎ কিনতে হবে বাংলাদেশকে। সমালোচকরা এই চুক্তিকে একপেশে এবং অসম বলেছেন, যেখানে আদানি গ্রুপের জন্য সব সুবিধা নিশ্চিত করা হয়েছে। প্রতি মাসে ৯৫ থেকে ৯৭ মিলিয়ন ডলার পরিশোধের বাধ্যবাধকতা থাকায় দেশের জনগণের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে।

বিভিন্ন মহল থেকে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ আদানি গ্রুপের সাথে এই চুক্তি ভারতীয় সরকারের প্রভাবের ফল। সমালোচকরা উল্লেখ করেছেন, এতে বাংলাদেশের জনগণের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিদ্যুৎ বিলে বাড়তি অর্থ পরিশোধের দায় বহন করতে হচ্ছে জনগণকে।

Header Ad

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ‘ব্যাকগ্রাউন্ড’ জানালেন প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ‘ব্যাকগ্রাউন্ড’ জানালেন প্রেস সচিব। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার যে ‘এনজিওশাসিত’ নয়, তা প্রমাণে কিছু তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তী সরকারে মাত্র চারজন উপদেষ্টার এনজিও ব্যাকগ্রাউন্ড রয়েছে বলে জানান প্রেস সচিব।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান প্রেস সচিব।

ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে এনজিওশাসিত আখ্যায়িত করে অবিরাম প্রচারণা চলছে। কিছু বিশিষ্ট ব্যক্তির মন্তব্যও রয়েছে। তারা এই ধারণাটি প্রচার করছেন যে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ বেসরকারি সংস্থার (এনজিও) ব্যাকগ্রাউন্ডের ব্যক্তির আধিক্য রয়েছে।

তবে ২১ সদস্যের উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক রেকর্ড অনুযায়ী মাত্র চারজন উপদেষ্টার এনজিও ব্যাকগ্রাউন্ড রয়েছে, যাদের মধ্যে দু’জন শীর্ষ আইনজীবী বলে জানান প্রেস সচিব।

ফেসবুক পোস্টে তিনি আরও জানান, উপদেষ্টা পরিষদে পাঁচজন সাবেক আমলা, দু’জন কূটনীতিক ও দু’জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ অন্তত ৯ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রয়েছেন।

প্রেস সচিব লেখেন, বাকিদের মধ্যে একজন সাবেক অ্যাটর্নি জেনারেল, একজন মুক্তিযোদ্ধা, দু’জন ছাত্রনেতা, চারজন শিক্ষাবিদ ও লেখক এবং দু’জন ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার পথিকৃৎ।

গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর ৮ আগস্ট শপথ নেয় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বর্তমানে এ সরকারের উপদেষ্টা পরিষদ ২১ সদস্যবিশিষ্ট।

Header Ad

সর্বশেষ সংবাদ

ভাবির সঙ্গে দেবরের 'পরকীয়া', ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
ভারতের আদানি গ্রুপকে ১৭৩ মিলিয়ন ডলার দিল বাংলাদেশ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ‘ব্যাকগ্রাউন্ড’ জানালেন প্রেস সচিব
চট্টগ্রামে বিক্ষোভ থেকে ইসকন নিষিদ্ধের দাবি হেফাজতে ইসলামের
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে সব মামলা বাতিল হবে: ড. আসিফ নজরুল
মাথাচাড়া দিচ্ছে ফ্যাসিস্ট সরকারের দোসররা : হাসনাত আবদুল্লাহ
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, আক্রান্ত ৪৬৬
তারা জাতিকে ধোঁকা দিয়েছে, জুলুম করেছে : ড. শফিকুর রহমান
জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না: তারেক রহমান
প্যারিসে পিনাকী ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন আসিফ মাহমুদ
জেনেভা বিমানবন্দরে আসিফ নজরুলকে হেনস্তা, তারেক রহমানের তীব্র নিন্দা
ভাতিজিকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারালেন চাচা
জন্মসূত্রে নাগরিকত্ব প্রথা বাতিল হচ্ছে যুক্তরাষ্ট্রে
বাংলাদেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না: মির্জা ফখরুল
ট্রাম্প ক্ষমতায় আসলেও হাসিনার আসার সুযোগ নেই: মাহমুদুর রহমান
বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক ড্রাইভার এর মৃত্যু
শোভাযাত্রায় যোগ দিতে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের ঢল
কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
তিনটি পর্বতারোহণে রেকর্ড গড়লেন পাবনার তৌকির
ইসরায়েলি হামলায় গাজা ও লেবাননে আরও শতাধিক নিহত