সুসজ্জিত মঞ্চের চিত্রনাট্যের দৃশ্যায়ন নয়, একেবারে যেন বাস্তব ঘটনার মতোই মনে হবে। ইসলামিক স্টেট (আইএস) নামে একটি জঙ্গি সংগঠনের পোশাকসাদৃশ্য বস্ত্র দুজনের শরীরে। সেইসাথে হাতে রাইফেল নিয়ে স্লোগান।
ভিডিওতে দেখা গেছে, সুসজ্জিত মঞ্চে হাঁটু গেড়ে বসা গুটিকয়েক মানুষ। সবার পরনে সাদা পায়জামা, মাথায় টুপি। মঞ্চটির একটি কোণে সুসজ্জিত ডায়াস। ডায়াসের দু’পাশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর পোশাক সদৃশ্য পরিধান পরে দুই ব্যক্তি ‘অস্ত্র’ হাতে দাঁড়িয়ে। প্রায় একই ধরনের সাদা পোশাক পরিহিত আরেকজন ডায়াসে আরবি ভাষায় বক্তব্য দিচ্ছেন। বক্তব্যের মাঝে মাঝে ‘আল্লাহ আকবর’ স্লোগান দিচ্ছেন উপস্থিত দর্শনার্থীরাও।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের অনুকরণে দেওয়া ৫ মিনিট ৫০ সেকেন্ডের বক্তব্যের ভিডিওটি বুধবার রাতে ‘ডা. ইলিশ নজরুল’ নামে একটি ফেইসবুক আইডি থেকে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
তবে ভিডিওটির ব্যানারে দেখা যাচ্ছে, যশোরের রাজারহাটে জামিয়া ইসলামীয়া মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতী লুৎফুর রহমান ফারুকী। যশোর জামিয়া ইসলামীয়া মাদরাসার প্রিন্সিপাল ও শিক্ষা সচিব জানিয়েছেন, মাদরাসার বার্ষিক আঞ্জুমানের (প্রতিযোগিতা অনুষ্ঠান) সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের লড়াই-সংগ্রামের বিষয়টি অভিনয় করে উপস্থাপন করেছেন। এটি শুধুমাত্র অভিনয়, কোনোভাবেই এর সঙ্গে বাস্তবিক কিছু নেই।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোর শহরতলীর রাজারহাট বিহারি কলোনি এলাকায় ২০১২ সালে যশোর জামিয়া ইসলামীয়া মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। কওমি মাদরাসা হিসেবে এখানে প্রায় ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করেন। এখান থেকে মূলত হাফেজ, মাওলানা ও মুফতি ডিগ্রি প্রদান করা হয়।
মাদরাসার শিক্ষা সচিব মাকফুর রহমান বলেন, এই মাদরাসায় প্রতি বছর শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে যারা উপস্থিত বক্তৃতা, হামদ-নাত, গজল ও অভিনয়ে ভালো করে, তাদের পুরস্কৃত করা হয়। গত ১৭ ডিসেম্বর এই মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ছাত্ররা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের পক্ষে অভিনয় করে দেখান।
মুখ ঢাকা ‘সশস্ত্র গার্ড’ হিসেবে দাঁড়িয়ে থাকার বিষয়ে তিনি বলেন, তাদের হাতে থাকা অস্ত্রগুলো কাঠ ও শোলা দিয়ে তৈরি। আসলে এটি অভিনয় ছাড়া কিছু নয়।
এ বিষয়ে জানতে চাইলে মাদরাসার প্রিন্সিপাল মুফতি লুৎফুর রহমান ফারুকী বলেন, ১৬ ডিসেম্বর এই মাদরাসা প্রাঙ্গণে আজীবন সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই মঞ্চেই বার্ষিক আঞ্জুমানের আয়োজন করা হয়। আঞ্জুমানে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ হয়। এতে যারা ভালো করে, তাদের পুরস্কৃত করা হয়। বিষয়টি কোনো খারাপ উদ্দেশ্যে করা হয়নি।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ভিডিওটি ফেসবুকে দেখেছি। মাদরাসার ছাত্রদের একটি প্রতিযোগিতার অংশ এটি। তারা ডামি অস্ত্র ব্যবহার করে অভিনয় করেছেন।
এ ব্যাপারে যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জামেয়া ইসলামিয়া মাদরাসায় কালো কাপড়ে মুখ আবৃত করে বক্তৃতার ভিডিওটি ‘যেমন খুশি তেমন সাজো’র দৃশ্য। যে বন্দুক হাতে দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সেটি সোলা আর ককশিট দিয়ে বানানো। এরসাথে জঙ্গি কার্যক্রমের কোনো সম্পৃক্ততা নেই।
তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। আয়োজকদের সাথে আমাদের কথা হয়েছে। এতে আমরা নিশ্চিত হয়েছি ঘটনাটি গুরুতর কিছু না। তারপরও এ ধরনের বিষয়ে সতর্ক হওয়ার জন্য আমরা মাদরাসা কর্তৃপক্ষকে বলেছি। তারা দুঃখ প্রকাশ করেছেন।