জয়পুরহাট রেলের জমি দখল করে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ
ছবি: সংগৃহীত
জয়পুরহাট রেলের সম্পত্তির ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কাজ শুরু করেছে রেল বিভাগ। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম।
স্থানীয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযান চলাকালে অনেক স্থাপনা ভাঙা হয় এবং দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।
এ ধরনের অভিযানগুলোর উদ্দেশ্য হলো রেলের জমি পুনরুদ্ধার করা এবং সেখানকার অবৈধ স্থাপনা ও দখলদারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এই ধরনের দখলদারি রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
অভিযান চলাকালে এলাকাবাসীর মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দেয়, তবে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়। উচ্ছেদ অভিযান শেষে রেল কর্তৃপক্ষ নতুন করে জমির সংরক্ষণ ও ব্যবস্থাপনা সম্পর্কে পরিকল্পনা গ্রহণের প্রতিশ্রুতি দেয়।
রেলওয়ের পাকসী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম বলেন, ‘দীর্ঘদিন ধরে জয়পুরহাট জেলা শহরের রেল লাইনের পার্শ্ববর্তী এলাকায় রেলওয়ে সম্পত্তির ওপরে অবৈধভাবে অর্ধ শতাধিক স্থাপনা গড়ে তোলে ব্যাবসা-বাণিজ্য করে আসছিল কিছু ব্যক্তি। এর আগে বারবার নোটিশ দেওয়ার পরও তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ করা হচ্ছে। সকল অবৈধ স্থপানা ভেঙে দিয়ে দখলমুক্ত না করা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলবে।’
অভিযানকালে উপস্থিত ছিলেন পার্বতীপুর রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী বীরবল মন্ডল, রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান, জয়পুরহাট জেলা প্রশাসনের সিনিয়ার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, রেলওয়ে কানুনগোসহ রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা।