তথ্য প্রতিমন্ত্রীর মন্তব্য অবমাননাকর: আসক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও ডা. জোবাইদা রহমান দম্পতির কন্যা সম্পর্কে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসানের অবমাননাকর ও শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের নিন্দা জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ সোমাবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে ডা. মুরাদ হাসানের মন্তব্যের বিষয়ে সরকারের পদক্ষেপ কামনা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের একটি দায়িত্বশীল পদে থাকা একজন ব্যক্তির এধরনের বক্তব্য সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। এটা নারীর প্রতি চূড়ান্ত অবমাননাক ও বিদ্বেষপূর্ণ মনোভাবের বহিঃপ্রকাশ । অতিদ্রুত এ বক্তব্য প্রত্যাহার করে ডা. মুরাদ হাসানের ক্ষমা প্রার্থনা করা উচিত বলে মত প্রকাশ করে আসক।
এর আগেও রাজনৈতিক দলগুলোর অনেকেই প্রতিহিংসার বশবর্তী হয়ে প্রতিপক্ষকে আক্রমণ করে বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। তবে রাজনীতির সাথে সরাসরি জড়িত নন এমন একজন নারী সম্পর্কে ডা. মুরাদ হাসানের বক্তব্য সকল শিষ্টাচার ছাড়িয়ে গেছে।
ডা. মুরাদ হাসান একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন। এ ধরণের পদে থেকে তিনি নিজে যদি নারীর প্রতি এমন দৃষ্টিভঙ্গি পোষণ করেন এবং এমন ভাষা ব্যবহার করেন তবে তিনি কিভাবে নারীর সাংবিধানিক অধিকার রক্ষায় কাজ করছেন? প্রশ্ন করেছে আসক।
প্রকৃতপক্ষে এসব বক্তব্য নারীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষায় সরকারের প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করে বলে উল্লেখ করে আসক ড. মুরাদের বিরুদ্ধে সরকারকে পক্ষেপ গ্রহনের আহ্বান জানিয়েছে।
কেএফ/