করোনায় আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৭
ছবি : সংগৃহীত
করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা পর্যন্ত) আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরও ২৭৭ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগের দিন করোনায় ৬ জনের মৃত্যু এবং ১৯৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৯ হাজার ২৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়, পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৪৪। আগের দিন এ হার ছিল ১ দশমিক ৩।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। একজন করে মারা গেছেন রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।
বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর খবর জানানো হয় একই বছরের ১৮ মার্চ।
গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৭ হাজার ৭২০। তাদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৫ জন, সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ৬০০ জন। সবশেষ ২৪ ঘণ্টায় ৩২৬ জন সুস্থ হয়েছেন।
এমএমএম/