বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ | ১৩ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

পারাবত এক্সপ্রেস চলবে বুধবার থেকে

আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস। ছবি: সংগৃহীত

সাময়িকভাবে বন্ধ ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচল করা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি আগামী বুধবার থেকে যথারীতি চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার (২৬ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামী ২৮ আগস্ট থেকে ঢাকা-সিলেট-ঢাকা রুটে সাময়িকভাবে বন্ধ পারাবত এক্সপ্রেস (৭০৯/৭১০) ট্রেনটি যথারীতি চলাচল করবে। যাত্রীরা কাউন্টার ও অনলাইনের মাধ্যমে ট্রেনটির টিকিট ক্রয় করতে পারবেন।

রেলওয়ের অন্য একটি নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জামালপুর এক্সপ্রেস ট্রেনের ১৩ কোচের রেক কম্পোজিশনের সঙ্গে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপার কার (ডব্লিউজেসি) যুক্ত করে ১৫ কোচের রেক দিয়ে আগামী বুধবার (২৮ আগস্ট) থেকে পারাবত এক্সপ্রেস ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচল করবে।

এর আগে গত ১১ আগস্ট বাংলাদেশ রেলওয়ে জানিয়েছিল, দেশব্যাপী ছাত্র আন্দোলন চলাকালে দুষ্কৃতকারীরা আন্তঃনগর ট্রেনের কোচে অগ্নিসংযোগ, কোচের দরজা ও জানালার গ্লাস ভেঙে ফেলে। দুষ্কৃতকারীদের হামলায় পারাবত এক্সপ্রেস (৭০৯/৭১০) ট্রেনের ১৬টি কোচের ১৪১টি জানালা ও ২৭টি দরজার গ্লাস ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত কোচগুলো বেজ স্টেশন এবং পাহাড়তলী শেডে পাঠিয়ে মেরামত করতে হবে, যা সময়সাপেক্ষে ব্যাপার।

তারা আরও জানিয়েছিল, ট্রেন চলাচল চালু করা হলে পারাবত এক্সপ্রেস ট্রেন পরিচালনা করা সম্ভব হবে না। এ অবস্থায় পারাবত এক্সপ্রেস ট্রেন মেরামত কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সাময়িকভাবে চলাচল বন্ধ থাকবে।

পারাবত এক্সপ্রেস ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ভোর ৬টা ২০ মিনিটে ছেড়ে সিলেট স্টেশনে পৌঁছায় দুপুর ১টায়। ট্রেনটি সিলেট থেকে বিকেল ৩টা ৪৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছায় রাত ১০টা ৪৫ মিনিটে।

Header Ad
Header Ad

মেসিকে বিশ্বকাপ নিয়ে বিরক্ত না করার অনুরোধ স্কালোনির

মেসিকে বিশ্বকাপ নিয়ে বিরক্ত না করার অনুরোধ স্কালোনির। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের শেষ পর্যায়ে রয়েছেন লিওনেল মেসি, তবে তার খেলার মধ্যে বয়সের কোনও প্রভাব পড়েনি। মেসি ভক্তরা ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সি পরা তাকে দেখতে চাইছেন, কিন্তু মেসি এখনও এ বিষয়ে কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত জানাননি। এবার মেসির বিশ্বকাপ খেলা নিয়ে মন্তব্য করেছেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি।

স্কালোনি মেসির বিশ্বকাপ খেলার ব্যাপারে এখনও কিছু বলার আগ্রহ দেখাননি। বরং তিনি সময়ের ওপরই সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন। তিনি মেসিকে এই বিষয়ে বিরক্ত না করতে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, "আমরা দেখব কী হয়, এখনও অনেক সময় রয়েছে। একে একে ম্যাচগুলোতে মনোযোগ দিতে হবে। নয়তো আমাদের বারবার একই কথা বলতে হবে।"

লিওনেল মেসি ও স্কালোনি। ছবি: সংগৃহীত

এছাড়া, স্কালোনি বলেন, "আমাদের উচিত তাকে একটু বিশ্রাম দেওয়া। সময় আসলে আমরা দেখব। মেসি যা চায়, সেটা তার উপরেই নির্ভর করে। দয়া করে তাকে বিশ্বকাপ নিয়ে অযথা চাপ সৃষ্টি করবেন না।"

এটি একদম নতুন নয় যে, স্কালোনি আগে থেকেই মেসির উপর কোনও চাপ চাপাতে চান না। তিনি বলেছিলেন, "আমার একমাত্র চাওয়া, সে যেন সুখী থাকে। সে যা করতে চায়, তা সে নিজেই ঠিক করবে। তার ভবিষ্যত সম্পর্কে আমরা কিছু বলতে পারি না।"

২০২৬ বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়, এবং এটি হবে প্রথম ৪৮ দল নিয়ে আয়োজিত ফুটবলের সবচেয়ে বড় আসর।

Header Ad
Header Ad

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশকে যে বার্তা দিলেন ট্রাম্প

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের জনগণ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে এই শুভেচ্ছা বার্তাটি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে।

বার্তায় ট্রাম্প বলেছেন, ‘আমেরিকার জনগণের পক্ষ থেকে, আমি বাংলাদেশ এবং তার জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। এই পরিবর্তনের সময়টি বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং নিরাপত্তা বৃদ্ধির জন্য সক্ষমতা তৈরির সুযোগ সৃষ্টি করে।’

ট্রাম্প আরও বলেন, এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমি বাংলাদেশ ও তার জনগণের প্রতি আমার আন্তরিক শুভকামনা জ্ঞাপন করছি।

দুই দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার অঙ্গীকার করে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এই আসন্ন গুরুত্বপূর্ণ বছরে তাদের অংশীদারিত্ব অব্যাহত রাখার জন্য আগ্রহী। আমি আশাবাদী যে আমরা আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিয়ে যেতে পারব। একসাথে আমাদের সম্পর্ক শক্তিশালী করতে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা প্রচারে কাজ করতে পারব।’

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীও। মঙ্গলবার (২৫ মার্চ) এক বিবৃতিতে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে উভয় দেশকে আরও নিরাপদ, শক্তিশালী এবং সমৃদ্ধ করতে একসাথে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এবারের স্বাধীনতা দিবস উদ্‌যাপন হচ্ছে। যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এ সময় বাংলাদেশের সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের যাত্রায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে উল্লেখ করেন মার্কো রুবিও।

Header Ad
Header Ad

মেয়র হিসেবে শপথ নেব কি না, সেটা দলীয় বিষয়: ইঞ্জিনিয়ার ইশরাক

ইকরাক হোসেন। ছবি: সংগৃহীত

২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের ফল বাতিল করেছেন আদালত। একই সঙ্গে বিএনপির সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।

এ রায়ের প্রতিক্রিয়ায় ইকরাক হোসেন বলেন, ‘আমরা ন্যায়বিচার পেয়েছি, এটা হলো মূল বিজয়।

আমি মেয়র হতে পারব কি না বা শপথ নেব কি না, সেটা সম্পূর্ণ দলীয় বিষয়।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশে ন্যায়বিচার ফিরে আসুক। ফ্যাসিবাদী হাসিনা সরকার পতনের পর সাধারণ মানুষ যে ন্যায়বিচার পায়, সেটার ধারা শুরু হচ্ছে বা শুরু হয়েছে। এই ধারাটা অব্যাহত থাকুক। বাংলাদেশের সর্বস্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আমাদের মূল উদ্দেশ্য।’

নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘২০২০ সালের ১ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে মেয়র পদে নির্বাচনে অংশ নিয়েছিলাম। সেই নির্বাচনে দিনদুপুরে ভোট ডাকাতি হয়েছিল। নির্বাচনের প্রচারণার শুরু থেকেই আমরা অভিযোগ দিয়ে আসছিলাম।

তখন আমাদের প্রচারণাকে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছিল। তখনকার বিএনপির সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের বিনা মামলায় গ্রেপ্তার করা হয়। আমাদের প্রচারণার মাইক ভাঙচুর করা হয়েছে। পোস্টা ছিঁড়ে ফেলা হয়েছে। প্রচারণার শেষ পর্যায়ে আমার মিছিলে হামলা করে আমাদের অংসখ্য নেতাকর্মীদের মেরে রক্তাক্ত করা হয়েছে।
নির্বাচনে ব্যাপক জালিয়াতি ও ভোট কারচুপি করা হয়। আমরা তখন মামলা করেছিলাম। সব কিছু আইনগতভাবে সম্পন্ন হয়েছে।’

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মেসিকে বিশ্বকাপ নিয়ে বিরক্ত না করার অনুরোধ স্কালোনির
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশকে যে বার্তা দিলেন ট্রাম্প
মেয়র হিসেবে শপথ নেব কি না, সেটা দলীয় বিষয়: ইঞ্জিনিয়ার ইশরাক
নওগাঁয় পুলিশ সুপারের বডিগার্ড পরিচয়ে চাঁদা দাবি, গ্রেফতার ১
ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও জুনে চলে যায় কীভাবে, প্রশ্ন রিজভীর
ঈদযাত্রার চতুর্থ দিনেও হয়নি শিডিউল বিপর্যয়, ভিড় কম  
টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে প্রকৌশলীর বাড়িতে চুরি
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা
শিগগিরই মারা যাবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন !
ঈদে পুলিশ সদস্যদের ছুটি নেই: স্বরাষ্ট্র সচিব
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প জরুরি পরিদর্শনের সিদ্ধান্ত
টানা ছুটিতেও স্থবির হবে না অর্থনীতি: অর্থ উপদেষ্টা
যমুনা সেতুতে একদিনে ২ কোটি ৭৮ লাখ টাকার টোল আদায়
পদত্যাগ করলেন ইসরায়েলি বাহিনীর গাজা ডিভিশন কমান্ডার
জিকে শামীমের দুর্নীতি মামলায় রায় আজ  
জনগণের আস্থা ফেরাতে সংস্কার করা হচ্ছে : প্রধান উপদেষ্টা  
আজ পবিত্র লাইলাতুল কদর  
ঈদের আগে শেষ ব্যাংকিং লেনদেন আজ  
৬৬ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন ২২ বছর বয়সী কলেজছাত্রী    
স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের চিঠি