সাবেক সচিবের বাসায় বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা
ছবি: সংগৃহীত
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাসা থেকে ৩ কোটি ১১ লাখ ৮৭ হাজার ৮৭২ টাকা উদ্ধার করেছে পুলিশ। তার মধ্যে ১০ লাখ ৩ হাজার ৩০৬ টাকার মূল্যমানের বিদেশি মুদ্রাও রয়েছে।
শুক্রবার দুপুরের পর থেকে কয়েক ঘণ্টা রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়িতে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি টিম।
সন্ধ্যায় ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) ওবায়দুর রহমান এক ক্ষুদে বার্তায় এতথ্য জানান।
তিনি জানান, ২ ও ৫ টাকার নোট থেকে শুরু ১ হাজার টাকার নোট পাওয়া গেছে। সেখানে ৩ কোটি এক লাখ ১০ হাজার ১৬৬ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ৭৪ হাজার ৪০০ টাকা দামের ১০০ টাকার প্রাইজ বন্ড এবং ১০ লাখ ৩ হাজার ৩০৬ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।
এরমধ্যে বিদেশি মুদ্রার মধ্যে ৩ হাজার ইউএস ডলার, ১৩২০ মালয়েশিয়ার রিঙ্গিত, ২৯৬৯ সৌদি রিয়াল, ৪১২২ সিঙ্গাপুর ডলার, ১৯১৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫ হাজার কোরিয়ান ইউয়ান ও ১৯৯ চায়না ইউয়ান পাওয়া গেছে।
জানা গেছে, ২০২০ সালের ২৯ জুন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামালকে অবসরে পাঠায় সরকার।