প্রথম কর্মদিবসে সচিবালয়ে ঈদের আমেজ
ছবি: সংগৃহীত
ঈদুল আজহার তিনদিনের ছুটি শেষে আজ খুলেছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। বুধবার (১৯ জুন) নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস শুরু হলেও উপস্থিতি এখনো কম।
ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় দেশের অন্য সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মতো সচিবালয়েও ঈদ আনন্দে মেতে উঠেছেন সবাই। ঈদের ছুটির পর অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগে এমন চিত্র দেখা গেছে।
কর্মকর্তারা বলছেন, ঈদের তিনদিন ছুটির সঙ্গে অনেকে অতিরিক্ত ছুটি নেয়ায় সচিবালয়ে প্রথম কর্মদিবসে উপস্থিতি কিছুটা কম। গাড়ি পার্কিং ও অন্যান্য এলাকায়ও ভিড় নেই বললেই চলে।
সোমবার দেশে ঈদ উদযাপিত হয়। সে হিসাবে ১৬ই জুন থেকে থেকে ঈদের ছুটি শুরু হয়, যা শেষ হয় মঙ্গলবার (১৮শে জুন)। তাই আজ থেকে স্বাভাবিক নিয়মে অফিস শুরু হয়েছে।