ভারতে যেতে ট্রেনের ভাড়া বেড়ে বিমানের ছুঁইছুঁই
ছবি: সংগৃহীত
ঢাকা-কলকাতা এবং ঢাকা-শিলিগুড়ির মধ্যে চলাচল করা তিনটি আন্তঃদেশীয় ট্রেনের ভাড়া ফের বাড়াচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এ নিয়ে পঞ্চম দফায় এ রুটে ট্রেনের ভাড়া বাড়ছে। নতুন ভাড়া আগামী ১৫ জুন থেকে কার্যকর হবে।
গত ২৫ মে বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (ইন্টারচেঞ্জ) মো. মিহরাবুর রশিদ খাঁনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রেলওয়ের ওই বিজ্ঞপ্তিতে ডলারের মূল্যবৃদ্ধির কারণে ট্রেনের টিকিটের মূল্য সমন্বয় করার কথা জানানো হয়েছে৷
ঢাকা-কলকাতা রুটে চলাচল করা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের এসি সিটের বর্তমান ভাড়া ৪ হাজার ৯০০ টাকা। ১৫ জুন থেকে এসি সিটের জন্য ৫ হাজার ১১০ টাকা ভাড়া গুনতে হবে যাত্রীদের৷ একই ভাবে ১৪০ টাকা বাড়িয়ে এসি চেয়ার আসনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭৪০ টাকা।
ঢাকা-কলকাতা রুটে চলাচল করা বন্ধন এক্সপ্রেস ট্রেনের বর্তমান এসি সিটের ভাড়া ২ হাজার ৯৫০ টাকা। যা ১৫ জুন থেকে ৩ হাজার ৫৫ টাকায় উন্নীত হবে। ৭০ টাকা বাড়িয়ে এসি চেয়ারের ভাড়া ২ হাজার ৩৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা-শিলিগুড়ি রুটে চলাচল করা মিতালী এক্সপ্রেস ট্রেনে এসি বার্থ আসনের বর্তমান ভাড়া ৬ হাজার ৭২০ টাকা, যা বাড়িয়ে ৭ হাজার ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২৩০ টাকা বাড়িয়ে এসি সিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫২০ টাকা। আর ১৫৫ টাকা বাড়িয়ে এসি চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ১৫ টাকা।
এর আগে সর্বশেষ গত বছরের ১০ অক্টোবর আন্তঃদেশীয় ট্রেনের ভাড়া বাড়িয়েছিল বাংলাদেশ রেলওয়ে।