শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

বাংলাদে‌শিদের জন্য ১২ ক্যাটাগরির ভিসা চালু করছে ওমান

ছবি: সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করতে যাচ্ছে আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্ব রাষ্ট্র ওমান। দেশ‌টি ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য ভিসা চালু করতে পারে।

স্থানীয় সময় বুধবার (২৯ মে ) টাইমস অব ওমান এক প্রতি‌বেদ‌নে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

‘বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান’র সভাপতি সিরাজুল হককে উদ্ধৃতি করে প্রতি‌বেদ‌নে বলা হ‌য়, ওমান সরকার ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করবে। ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে- ফ্যামিলি ভিসা, জিসিসি দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা, চি‌কিৎসক ভিসা, প্রকৌশলী ভিসা, নার্স ভিসা, শিক্ষক ভিসা, হিসাবরক্ষক ভিসা, বিনিয়োগকারী ভিসা ও সব ধরনের অফিসিয়াল ভিসা।

গত বছরের ৩১ অক্টোবর বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান স্থগিত করে ওমান। সে সময় রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক বিবৃতিতে জানিয়েছিল, সব শ্রেণির বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হয়েছে। ওমানে টুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে।

তবে কী কারণে ভিসা প্রদান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখন তা আরওপির বিবৃতিতে উল্লেখ করা হয়নি। মাস্কাটের বাংলাদেশ দূতাবাস তখন এক বিবৃতিতে জা‌নি‌য়ে‌ছিল, ভিসা দান ব‌ন্ধের এই প্রক্রিয়া‌টি ‘অস্থায়ী’।

আরওপির বিবৃতিতে বলা হয়েছিল, নীতি পর্যালোচনার আওতায় ওমানে আসা সব দেশের নাগরিকদের জন্য আরওপি সব ধরনের টুরিস্ট ও ভিজিট ভিসার পরিবর্তন স্থগিত করছে। এই সিদ্ধান্তের আগে, প্রবাসীরা ভিজিট ভিসায় ওমানে প্রবেশ করে পরে তা কর্মসংস্থান ভিসায় পরিবর্তন করতে পারতেন।

Header Ad
Header Ad

ভারতীয় সেনার গুলিতে লস্করের শীর্ষ কমান্ডার আলতাফ লালি নিহত

ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার ৭২ ঘণ্টা পার না হতেই বড়সড় জঙ্গি দমন অভিযানে সাফল্য পেয়েছে ভারতীয় সেনাবাহিনী। শুক্রবার ভোরে কাশ্মীরের বান্দিপোরার বাজিপোরা জঙ্গলে সেনা অভিযানে লস্কর-ই-তৈয়বার শীর্ষ কমান্ডার আলতাফ লালি নিহত হয়েছে।

আলতাফ লালি দীর্ঘদিন ধরে কাশ্মীরে লস্করের হয়ে নেতৃত্ব ও রিক্রুটিং-এর দায়িত্বে ছিল বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পেহেলগাম হামলার সঙ্গে তার সরাসরি যোগসূত্র ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পেহেলগাম হামলার পরই হুঁশিয়ারি দিয়েছিলেন, সন্ত্রাসবাদীদের যেখানেই পাওয়া যাবে, সেখানেই চিহ্নিত করে ধ্বংস করা হবে। সেই অনুযায়ী কাশ্মীরজুড়ে শুরু হয়েছে ব্যাপক চিরুনি তল্লাশি অভিযান। বান্দিপোরার পাশাপাশি বারামুলা, উধমপুর সহ একাধিক এলাকায় সেনা এবং নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান চলছে।

সূত্রের খবর, বান্দিপোরার জঙ্গলে বেশ কয়েকজন জঙ্গির উপস্থিতির খবর পাওয়ার পর অভিযান শুরু হয়। সংঘর্ষে লালির মৃত্যু হয়। অভিযানের সময় গুলির তীব্র লড়াই চলে বলে জানা গেছে। এখনও এলাকায় সন্ধান ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া, পেহেলগাম হামলায় জড়িত সন্দেহভাজন দুই জঙ্গির বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী। একজনের নাম আসিফ শেখ, অপরজন আদিল ঠোকর। পুলওয়ামা ও অনন্তনাগে এই দুটি বাড়িতে বিস্ফোরণ ঘটে। সন্দেহজনক সামগ্রী থাকার কারণে বাহিনী সেখান থেকে বেরোনোর পরই প্রবল বিস্ফোরণ ঘটে।

কাশ্মীরজুড়ে চলা এই সন্ত্রাসবিরোধী অভিযানে ইতিমধ্যে প্রায় দেড় হাজার স্থানীয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, যারা জঙ্গিদের আশ্রয় বা সহায়তা করছে বলে সন্দেহ করা হচ্ছে।

Header Ad
Header Ad

ভারতের সঙ্গে উত্তেজনা ‘সর্বাত্মক যুদ্ধে’ রূপ নিতে পারে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: সংগৃহীত

দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে তা সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে।

সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ভারত এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং একে "ফলস ফ্ল্যাগ অপারেশন" বলে মন্তব্য করেছে।

আসিফ বলেন, “যদি ভারত কোনো বড় ধরনের আক্রমণ শুরু করে, তাহলে পাকিস্তানও তার উপযুক্ত জবাব দেবে। আমরা সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত।” তবে তিনি এও আশা প্রকাশ করেছেন, আলোচনার মাধ্যমেই উত্তেজনা প্রশমিত করা সম্ভব।

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “দুইটি পারমাণবিক দেশের মধ্যে সংঘাত সর্বদা বিপজ্জনক। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এটি নিয়ে চিন্তা করা, কারণ এর পরিণতি হতে পারে অত্যন্ত ভয়াবহ।”

উল্লেখ্য, এই ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সহায়ক সংগঠন দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট (TRF)। এরই মধ্যে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটেছে, যদিও তাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Header Ad
Header Ad

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ

ছবি: সংগৃহীত

‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলের সংক্ষিপ্ত নাম জেপিবি। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।

শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে নতুন দলের নাম ঘোষণা করা হয়। নতুন এই রাজনৈতিক দলের স্লোগান— ‘গড়বো মোরা ইনসাফের বাংলাদেশ’।

ইলিয়াস কাঞ্চনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দলের চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন ইলিয়াস কাঞ্চন নিজেই। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে তিনি ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ নামে একটি সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন।

যদিও অতীতে বহুবার তাকে রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল, এবারই প্রথম তিনি সরাসরি একটি রাজনৈতিক দলের নেতৃত্বে আসছেন।

এদিকে, শেখ হাসিনা সরকারের পতনের পর এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে ছয় মাসে দেশে প্রায় ২২টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। এই প্রেক্ষাপটে ‘জনতা পার্টি বাংলাদেশ’ আজ থেকে একটি নতুন রাজনৈতিক পরিমণ্ডলে প্রবেশ করলো।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভারতীয় সেনার গুলিতে লস্করের শীর্ষ কমান্ডার আলতাফ লালি নিহত
ভারতের সঙ্গে উত্তেজনা ‘সর্বাত্মক যুদ্ধে’ রূপ নিতে পারে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ
বাইক দুর্ঘটনায় প্রেমিক-প্রেমিকা নিহত
ঝিনাইদহে ট্রেন থেকে কোটি টাকার হেরোইন জব্দ
জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত হলো বাংলাদেশ
অপরাধী আ.লীগ নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে
জুমার নামাজের ফজিলত, গুরুত্ব ও হাদিস
ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি (ভিডিও)
এবার ভারতীয়দের সকল ভিসা স্থগিত করল পাকিস্তান
শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
পারভেজ হত্যার ঘটনায় সেই দুই নারী শিক্ষার্থী গ্রেপ্তার
আমাদের মধ্যে হিংসা নেই, আমরা আওয়ামী লীগ নই: রুমিন ফারহানা
পাকিস্তানে ঢুকে আটক বিএসএফ জওয়ান, দু’দেশের সীমান্তে ফের উত্তেজনা
টাঙ্গাইলে ফাঁকা গুলি ছু‌ড়ে ৭৮ লাখ টাকা ডাকাতি, গ্রেফতার ২
পাবনায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে ২ এসএসসি পরীক্ষার্থী নিহত
পাকিস্তানের আকাশে ঢুকতে পারবে না ভারতীয় বিমান, নতুন চাপে মোদি
টানা ৫ দিন চুয়াডাঙ্গায় বইছে তাপপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন
বাংলাদেশ সফর স্থগিত করলেন পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী