অপহৃত ব্যাংক কর্মকর্তার মুক্তিতে ২০ লাখ টাকা চেয়েছে কুকি চিন: র্যাব
অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিন। ছবি: সংগৃহীত
বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিনের ৩৬ ঘণ্টা পরেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে তার মুক্তিতে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত মঙ্গলবার রাতে তাকে ব্যাংকের পাশে একটি মসজিদ থেকে ধরে নিয়ে যায় অস্ত্রধারীরা। নিজাম উদ্দিনকে জীবিত ফেরত চান স্বজনরা। পুলিশ প্রশাসন বলছে তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
এদিকে, সোনালী ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, ব্যাংকের রুমা উপজেলা শাখার ব্যবস্থাপকের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। ভালো আছেন তিনি।
সন্ত্রাসী হামলার আশঙ্কায় বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় সোনালী ব্যাংক শাখার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জেলা সদরের প্রতিটি ব্যাংক এবং এটিএম বুথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে তিনটি উপজেলায় আগের মতো ব্যাংকিং কার্যক্রম চালু হবে। ঈদের আগে এই সময় ব্যাংকগুলোর কার্যক্রম বন্ধ থাকায় গ্রাহকদের দুর্ভোগ ভয়াবহ আকার ধারণ করেছে।