মিয়ানমার থেকে পালিয়ে আসা সেনাদের নৌপথে ফেরত পাঠানো হবে: পররাষ্ট্রমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হাছান মাহমুদ। ছবি-সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, আজও মিয়ানমার থেকে তিন সেনা বাংলাদেশে পালিয়ে এসেছে। মিয়ানমার এরইমধ্যে পালিয়ে আসাদের নৌপথে ফেরত নেয়ার প্রস্তাব করেছে। আগের পালিয়ে আসা সেনাদেরসহ সবাইকে খুব দ্রুতই নৌপথে ফেরত পাঠানো হবে।
শনিবার (৩০ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, পালিয়ে আসা মিয়ানমারের তিনজন সেনাবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে আছে। আগের থাকা বিজেপির ১৭৭ জনকে নৌপথে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য মারমা ইতোমধ্যে প্রস্তাব করেছে। তাদের সঙ্গে এই তিনজনকেও ফেরত পাঠানো হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিউইয়র্কে উইন রোজারিওকে গুলি করায় গভীর ক্ষোভ জানিয়েছে ঢাকা। যথাযথ তদন্ত করে দোষীদের বিচার দাবি করেছে বাংলাদেশ। পুলিশের গুলিতে নিহত রোজারিওর পরিবারের সম্মতিতে তাকে সেখানে সমাহিত করা হচ্ছে।
সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জিম্মি নাবিকরা জাহাজটির কেবিনেই আছেন এবং ভালো আছেন। তাদের খাবারেরও কোনো সংকট নেই। জাহাজ ও নাবিকদের উদ্ধারে জোরদার আলোচনা চলছে। আমরা আশা করছি শিগগিরই জিম্মি জাহাজ ও নাবিকদের উদ্ধার করতে পারবো।
উল্লেখ্য, গত ১২ মার্চ ভারত মহাসাগরে ২৩ জন নাবিকসহ বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ জিম্মি করে সোমালিয়ার দস্যুরা। জলদস্যুরা জাহাজটিকে সোমালিয়ার জিফল উপকূল থেকে দেড় নটিক্যাল মাইল দূরে নোঙর করে রেখেছে।