পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সভাপতি অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ২০২৩-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি ১৫১ সদস্যের। কমিটিতে সভাপতি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন।
কমিটিতে পৃষ্ঠপোষক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
পুলিশে কর্মরত এএসপি পদমর্যাদার কর্মকর্তা থেকে শুরু করে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এই অ্যাসোসিয়েশনের সদস্য।
গত ৭ জানুয়ারি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হন অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন।
পূর্ণাঙ্গ কমিটির তালিকা: