শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ইসি'র আমন্ত্রণে আসেননি পিটার হাস-প্রণয় ভার্মা

ছবি: সংগৃহীত

আর মাত্র তিন দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন নির্বাচনে দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলও মুখিয়ে আছে বাংলাদেশের নির্বাচনের অপেক্ষায়। আগামী রোববার (৭ জানুয়ারি) নির্বাচনের শেষ মুহূর্তে বিদেশি বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে ভোটের সর্বশেষ পরিস্থিতি ব্রিফ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ব্রিফিংয়ে চীন, রাশিয়া, জাপানসহ পশ্চিমা বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার আসলেও আসেননি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তবে দুজনই দূতাবাস থেকে প্রতিনিধি পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশে অবস্থানরত বিদেশি বিভিন্ন দেশের দূতাবাস, মিশন প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ভোটের সর্বশেষ পরিস্থিতি ব্রিফ করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

প্রায় ঘণ্টাব্যাপী ব্রিফিংয়ে বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক মিশন প্রধানসহ সবমিলিয়ে প্রায় ৫০ জনের বেশি কূটনীতিক উপস্থিত ছিলেন। এদের মধ্যে রাশিয়া, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, সুইডেন, ডেনমার্ক, কানাডা সুইজারল্যান্ড, আর্জেন্টিনাসহ ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার উপস্থিত ছিলেন।

কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। ভারত ও মার্কিন দূতদের সশরীরে উপস্থিত না থাকা নিয়ে করা এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, ‘হয়ত ওনাদের অন্য কোনো ইয়ে আছে। ওনাদের প্রতিনিধি আসছে। আমরা সবাইকে আমন্ত্রণ করি। আমাদের এখানে যতগুলো দূতাবাস আছে বা যতগুলো আন্তর্জাতিক সংস্থা আছে। আমি আমার চোখের হিসেবে বলতে পারি, বেশিরভাগ আসছে। আমার মনে হয় ৫০-এর মতো হবে।’

ভোটের বিদেশি পর্যবেক্ষকদের আসার বিষয়ে মাসুদ বিন মোমেন বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ৬০ জন বিদেশি পর্যবেক্ষক এসে পৌঁছেছেন। ১২৭ জন কূটনীতিকের আসার কথা। এ ছাড়া, ৭৩ জন বিদেশি সাংবাদিক অ্যাক্রেডিটেশন পেয়েছেন। বিদেশি সাংবাদিকদের মধ্যে ১৭ জন এসে পৌঁছেছেন আজ এবং কালকের মধ্যে সবাই এসে পৌঁছে যাবেন। পর্যবেক্ষকদের আসা অব্যাহত রয়েছে।’

মাসুদ বিন মোমেন বলেন, ‘ব্রিফিংয়ে কূটনীতিকরা কম প্রশ্ন করেছেন। পশ্চিম দেশের দুই একজন রাষ্ট্রদূতের সঙ্গে আমার কথা হয়েছে। আমি আমার বক্তব্য তাদেরকে বললাম, পাঁচ বছর পর পর ইলেকশন হয়। এমন একটা সুযোগ সব দেশের রাষ্ট্রদূতের হয় না। আমি নিজেও রাষ্ট্রদূত ছিলাম সুযোগ আসেনি। যেহেতু তারা সুযোগ পেয়েছে এই সুযোগটাকে তারা যেন ভালোমতো ব্যবহার করেন।’

পররাষ্ট্রসচিব বলেন, ‘আমি বলেছি— আপনারা আরও প্রশ্ন করতে পারতেন। কম করলেন কেন? এ বিষয়ে তারা (কূটনীতিকরা) জানিয়েছেন— ইসির সঙ্গে তাদের সবসময় যোগাযোগ হচ্ছে। তারা অনেক আপডেটেড, তাই তারা প্রশ্ন কম করেছেন। বলে রাখা ভালো, তারা বেশ কয়েকবার দফায় দফায় মিটিং করেছে ইসির সঙ্গে। তাই সেগুলো তারা অনেকখানি ওয়াকিবহাল।’

ব্রিফিংয়ে কূটনীতিকরা আশ্বস্ত হয়েছে কি না— জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, ‘সেটা তারা বলতে পারবেন। আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। এটাতো চেহারা দেখে বলা মুশকিল। তারা ইন্ডিভিজুয়ালি সেটিসফাইড কি না এটা বলা মুশকিল। তবে ইলেকশন কমিশন যথাসাধ্য বোঝাতে সক্ষম হয়েছে। উনাদের পক্ষ থেকে আন্তরিকতার কোনো ঘাটতি নাই। ৭ তারিখ যদি জনগণ ভোট দিতে আসে তাহলে উনাদের চেষ্টা সফল হবে।’

ভোটারদের ভোটে আনার ক্ষেত্রে চাপ প্রসঙ্গে মাসুদ বিন মোমেন বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার বলেছেন— এই ধরনের কোনো চাপ নেই, চাপ দেওয়ার সুযোগও নেই। তবে যারা ভোট বর্জন করেছে, ওদের পক্ষ থেকে ভোট না দেওয়ার জন্য ভোটারদের উপর একটা চাপ আছে।’

Header Ad
Header Ad

গানের ভিডিওতে এবার একসাথে দেখা যাবে শাকিব-সিয়াম ও মিমসহ একঝাঁক তারকাকে

ছবি: সংগৃহীত

বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান, সিয়াম আহমেদ ও মিমসহ একঝাঁক তারকা নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে একটি প্রাচুর্যপূর্ণ গানের ভিডিও। শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান আসন্ন বিপিএলে যে ঢাকা ক্যাপিটাল নামে টিম কিনেছে সেই টিমেরই থিম সংয়ের শুটিং ছিল এটা। যাতে শাকিব খানের সঙ্গে নেচেছেন দেশের শোবিজের ১৫ জন তারকা। যাতে স্পর্শিয়া, ইরফান সাজ্জাদ, মিথিলা ও সারিকা সাবাও অংশ নিয়েছেন। অংশ নিয়েছেন ঢাকা ক্যাপিটাল দলের খেলোয়াড়রাও।

এফডিসিতে বিশাল সেট, তাতে শুটিং করছিলেন ঢাকাই ছবির একঝাঁক তারকাশিল্পী। শুটিংয়ে অংশ নিয়েছেন ঢাকাই ছবির শীর্ষনায়ক শাকিব খানও। প্রথম দেখায় মনে হতে পারে বিগ বাজেটের কোনো সিনেমার শুটিং হচ্ছে বুঝি। নাহ, কোনো সিনেমার শুটিং নয়। গানের শুটিং! অবাক হওয়ার মতোই খবর এটি। কেবল গানের শুটিং? তাতে আবার অংশ নিয়েছেন শাকিব খান, সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, ইমন, পূজা চেরি, দীঘির মতো শিল্পীরা। শুধু গানের শুটিংয়ের জন্য তো এই শিল্পীদের এক হওয়ার কথা না।

রাসেল মাহমুদের লেখা গানটি তৈরি করেছেন প্রীতম হাসান। বিএফডিসিতে সেট ফেলে গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন রাকিব আহমেদ। কোরিওগ্রাফির কাজ করেছেন বিল্লাল-রোহান।

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম গানটিতে পারফর্ম করে বেজায় খুশি। পাশাপাশি টিমের দুর্দান্ত জয়েরও আশাবাদের কথা জানালেন। মিম বলেন, সবাই জানেন আমরা রিমার্ক হারল্যান পরিবারের একটি অংশ। প্রতিষ্ঠানটি এখন পুরো বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতিষ্ঠান হয়ে উঠেছে। এই প্রতিষ্ঠানটির বিপিএলে টিম হচ্ছে ঢাকা ক্যাপিটাল। আমার বিশ্বাস, নান্দনিক খেলা উপহার দিয়ে এই টিমও সারা বাংলাদেশের ক্রিকেটপ্রেমী মানুষদের ভালোবাসার টিম হয়ে উঠবে। সেই সঙ্গে চ্যাম্পিয়ন হবে। ভালো লাগছে টিমের থিম সংয়ের একটি পার্টে আমিও আছি। দারুণ একটি থিম সং হয়েছে। সবকিছুর মতো গানটিতেও চমক রেখেছে হারল্যান টিম। আমার বিশ্বাস, এবারের বিপিএল আসরে সেরা থিম সং হবে এটি।

অভিনেত্রী স্পর্শিয়ার ভাষায়, গানটি আসন্ন বিপিএল আসরের চোখ ধাঁধানো গান হয়েছে। আমার বিশ্বাস, ঢাকা ক্যাপিটাল এবার চ্যাম্পিয়ন হবে।

থিম সংটির শুটিং শেষ। আগামী ৩০ ডিসেম্বর গানটি ঢাকা ক্যাপিটালের ফেসবুক ইউটিউবসহ নানা মাধ্যমে প্রকাশ পাবে বলে জানিয়েছেন টিমের অন্যতম দায়িত্বশীল কর্তা নায়ক ইমন।

তিনি বলেন, রিমার্ক হারল্যান সবকিছুই চমক নিয়ে আসছে। এবার বিপিএলেও চমক হচ্ছে ঢাকা ক্যাপিটাল। আর ঢাকা ক্যাপিটালের পক্ষ থেকে প্রথম চমক হচ্ছে এই গান। আশা করি, গানটি সবার ভালো লাগবে এবং আমরা এবার চ্যাম্পিয়ন হব।

মূলত রিমার্ক হারল্যানের পরিচালক হিসেবে রয়েছেন শাকিব খান। তাঁর নেতৃত্বে এই দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়েছেন ঢাকাই শোবিজের অর্ধডজন তারকা। আগেই ঘোষণা হয়েছে, কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে দলটির থিম সং। গানটির শুটিংয়ে তারই প্রমাণ মিলল। শুটিংয়ের পরও ঢাকা ক্যাপিটাল কর্তৃপক্ষ জানালেন গানটি নির্মাণে খরচ হয়েছে কোটি টাকারও বেশি।

গানের শুটিংয়ে অংশ নেওয়া সিয়াম আহমেদ বলেন, আমি রিমার্ক হারল্যানের অ্যাম্বাসাডর হিসেবে আছি। আর ঢাকা ক্যাপিটাল হচ্ছে এই প্রতিষ্ঠানের একটি টিম। তাই ঢাকা ক্যাপিটাল আমাদেরও টিম। সেই টিমের সদস্য হিসেবেই থিম সংয়ে পারফর্ম করা। দারুণ একটি গান হয়েছে; যা ঢাকা ক্যাপিটালের শক্তি, বুদ্ধিমত্তা ও দক্ষতার জানান দেবে।

Header Ad
Header Ad

নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দামের পেজ থেকে সমন্বয়কদের হুমকি!  

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন নামের ননভেরিফাইড এক ফেসবুক পেইজ থেকে এক পোস্টের মাধ্যমে সমন্বয়ক ও সহসমন্বয়কের হুমকি দেওয়া হয়েছে।

গেল বুধবার (২৫ ডিসেম্বর) রাতে এই হুমকি দেওয়া হয়।

সমন্বয়ক ও সহসমন্বয়কের তালিকার কথা উল্লেখ করে ওই পোস্টে বলা হয়, ‘১৫৮ জন সমন্বয়ক ও সহসমন্বয়কের তালিকা অনুযায়ী পরিবারের সদস্যদের তথ্য এবং তাদের ঠিকানা সংগ্রহ শুরু হয়েছে। একটিকেও পালাতে দেওয়া হবে না।’

পোস্টে আরও উল্লেখ করা হয়, ‘যারা এই তালিকায় আছেন, তাদের বিরুদ্ধে দেশদ্রোহী কার্যকলাপের অভিযোগ রয়েছে। তাদের সম্পর্কিত সব তথ্য সংগ্রহ করা হবে, যাতে পালানোর কোন সুযোগ না থাকে।’

তবে ননভেরিফাইড ফেসবুক পেইজ হওয়ায় পেজটি ছাত্রলীগ নেতার কিনা তা নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি। পেইজটিতে প্রায় ২ লাখ ফলোয়ার সংখ্যা রয়েছে।

এদিকে, ফ্যাক্ট রিউমার স্ক্যান এখনও নিশ্চিত করে বলেনি বক্তব্যটি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের কিনা।

Header Ad
Header Ad

জামায়াতে ইসলামীকে নাম পরিবর্তনের পরামর্শ ফরহাদ মজহারের  

লেখক, কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীকে ‘জামায়াতে ইসলামী’ নামে বাংলাদেশের রাজনীতি করা উচিত নয় বলে মনে করেন লেখক, কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার। কেন তাদের এ নামে রাজনীতি করা উচিত নয়, বাংলাদেশের স্বাধীনতায় তাদের ভূমিকা, দলটির গণতান্ত্রিক চিন্তাধারা বিভিন্ন বিষয় নিয়ে দেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে এ কথা বলেন এই বিশ্লেষক।

ফরহাদ মজহার বলেন, জামায়াতে ইসলামীর চিন্তাধারাটা কী? আধুনিক ইসলামী জাতিবাদী চিন্তা এই তো? এটা গড়ে উঠছে জাতিবাদীর সময়; ঠিক আছে। আর বাংলাদেশে রাজনৈতিকভাবে তারা কী চান? তারা কিন্তু গণতন্ত্র চান। তারা কিন্তু বলছেন জামায়াতে ইসলামী, তারা কিন্তু আমাদের যে গণপ্রতিনিধিত্ব আইন যেটা বা যে নির্বাচন সংক্রান্ত যে আইন আছে, সেখানে তো তারা দাখিল করেছেন তাদের কর্মসূচি ও গঠনতন্ত্র।

তিনি আরও বলেন, সেখানে তারা কী চাইছেন গণতন্ত্র, গণতন্ত্র চাইছেন তো? তারা যদি গণতন্ত্র চায়, আমার তো কোনো বিরোধ নাই। তবে এখানে কিন্তু আছে। আমি মনে করি, জামায়াতে ইসলামীকে ‘জামায়াতে ইসলামী’ নামে বাংলাদেশের রাজনীতি করা উচিত নয়। এটা আমাদের এই বাংলাদেশের তার যে জাতিগত সত্তা বাংলাদেশের যে ইতিহাস, এটা কিন্তু তার বিরোধী। কেন? কারণ জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতার লড়াইকে সমর্থন করেনি। এই নামে তারা করেনি ফলে আমি জামায়াতে ইসলামীর যারা নেতা আছেন, তাদের যারা সদস্য আছেন, বিনয়ের সঙ্গে তাদের বলব, অবিলম্বে তারা যেন এই নামটা বদলান।

এই লেখক ও চিন্তক বলেন, বাংলাদেশে বাঙালি জনগোষ্ঠী যারা ৭১ সালের লড়াইয়ের মধ্য দিয়ে রাষ্ট্রটা কায়েম করেছে, এটা কিন্তু এটার সঙ্গে অসংগতি। ফলে আমি মনে করি যে এই নামটা বাদ দেওয়া উচিত। কিন্তু তার মানে এই নয় যে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তারা রাজনীতি অবশ্যই করবে এবং তারা গণতন্ত্রে বিশ্বাস করে। কিন্তু এটা তো এর বাইরে। আমি কখনো দেখিনি তারা আমাকে কিছু বলেছে, যেটা আমার জন্য আপত্তিকর হতে পারে। ইসলাম তো আমার সংস্কৃতির অংশ, ইসলাম আমার দার্শনিক চিন্তায় ভূমিকা রাখবে। আমি যেহেতু একটা মুসলিম পরিবার জন্মগ্রহণ করেছি।

ফরহাদ মজহার বলেন, ইসলাম আমার সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম, ফলে ইসলামের দার্শনিক দিকের ইসলামের যে তত্ত্বগত দিক ইসলামের যে ইতিহাস এটা তো আমাকে প্রভাবিত করবে; হ্যাঁ এটা তো আপনি পার্থক্য করতে পারবেন না কৃত্রিমভাবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গানের ভিডিওতে এবার একসাথে দেখা যাবে শাকিব-সিয়াম ও মিমসহ একঝাঁক তারকাকে
নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দামের পেজ থেকে সমন্বয়কদের হুমকি!  
জামায়াতে ইসলামীকে নাম পরিবর্তনের পরামর্শ ফরহাদ মজহারের  
দুদকের জালে খোদ দুদকের সদ্য সাবেক কমিশনার
পুড়িয়ে দেওয়ার আগেই দুই ট্রাক নথিপত্র আটক করলো জনতা  
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে ফিরে যেতে চাই: উপাচার্য হাছানাত আলী
সচিবালয় ছিল দালালদের হাটবাজার: ডেপুটি প্রেস সেক্রেটারি
সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
অর্থপাচারের ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেয়া হয়েছে: রিজভী
ইউপি সদস্যকে ধর্ষণ, পরে মুখে বিষ ঢেলে হত্যা!
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে প্রেম, অতঃপর বিয়ে
ঐক্যবদ্ধ না হলে পরাশক্তিরা মাথায় কাঁঠাল ভেঙে খাবে: আজহারী
মোজাম্বিকে কারাগারে দাঙ্গায় ৩৩ জন নিহত, পালিয়েছে অন্তত ৬ হাজার বন্দি
আজ বন্ধুকে কল করার দিন
নাগরিক কমিটির ৩৬ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা
গাজায় ইসরায়েলি হামলায় আরো ৩৭ জন নিহত
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৬ বাংলাদেশি জেলে
সচিবালয়ের সকল বেসরকারি পাস বাতিল, ঢুকতে পারবেন না সাংবাদিকেরাও
শেখ হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
দুর্নীতিবাজদের ফাইলগুলো পুড়ে গেছে : রুহুল কবির রিজভী