রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ | ২ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

আওয়ামী লীগের ইশতেহারে ১১ বিষয়ে বিশেষ অগ্রাধিকার

ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে স্মার্ট বাংলাদেশ থিমে ‘উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’ স্লোগানে দলীয় ইশতেহার ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

১১টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে রয়েছে কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য সবার ক্রয়ক্ষমতায় আনা। আবারও ক্ষমতায় এলে এসব বিষয় বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে বলে জানিয়েছে দলটি।

যে ১১টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে আওয়ামী লীগ-

১. দ্রব্যমূল্য সবার ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া।

২. কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা।

৩. আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।

৪. লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষিব্যবস্থা, যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি।

৫. দৃশ্যমান অবকাঠামোর সুবিধা নিয়ে এবং বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো।

৬. ব্যাংকসহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বাড়ানো।

৭. নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা সুলভ করা।

৮. সর্বজনীন পেনশন-ব্যবস্থায় সবাইকে যুক্ত করা।

৯.আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহি নিশ্চিত করা।

১০. সাম্প্রদায়িকতা এবং সব ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধ করা।

১১. সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও চর্চার প্রসার ঘটানো

Header Ad

এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত অস্ট্রেলিয়ার

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার পেসারদের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ড এতদিন ছিল জেমস ফকনারের। গতকাল দুর্দান্ত পারফরম্যান্সে তাকে টপকে গেলেন স্পেন্সার জনসন। তার নতুন কীর্তির কল্যাণে পাকিস্তানকে আবার হারিয়ে সিরিজ নিজেদের করে নিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ১৩ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

শনিবার (১৬ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ১৪৮ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ২ বল হাতে থাকতে ১৩৪ রানে অলআউট হয় সফরকারীরা। এতে ১৩ রানের জয় পায় অজিরা।

 

ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি পাক ব্যাটাররা। বাবর আজম ৩ রান করে আউট হলে শূন্য রান করে তাকে সঙ্গ দেন সালমান আঘা। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৩০ রান তুলতে পারে পাকিস্তান।

অধিনায়ক রিজওয়ান ওপেনিংয়ে নেমে ২৬ বল খেলে করেন মাত্র ১৬ রান। পরের দিকে উসমান খান ৩৮ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫২ রানের ইনিংস খেলে জয়ের আশা জাগিয়েছিলেন।

কিন্তু উসমান ফেরার পর পাকিস্তান লড়াই থেকে ছিটকে পড়ে। এক প্রান্ত ধরে শেষ ওভার পর্যন্ত লড়াই করে গেছেন ইরফান খান। কিন্তু তার ২৮ বলের অপরাজিত ৩৮ রানের ইনিংসটি কোনো কাজে আসেনি। ২ বল বাকি থাকতে ১৩৪ রানে অলআউট হয় পাকিস্তান।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেন স্পেনসার জনসন। এ ছাড়াও অ্যাডাম জাম্পা দুটি এবং জেভিয়ার বার্টলেট নেন এক উইকেট।

 

ছবি: সংগৃহীত

এর আগে টস জিতে ব্যাট করতে উড়ন্ত সূচনা করেছিল দুই অজি ওপেনার ম্যাথিউ শর্ট এবং জ্যাক ফ্রেসার-ম্যাকগ্রাক। দুজনে ২২ বলে ৫২ রানের জুটি গড়েন। ৯ বলে ২০ রান করে ম্যাকগ্রাক আউট হলে শূন্য রান করে তাকে সঙ্গ দেন জস ইংলিশ। আর ৩২ রান করে বোল্ড আউট হন শর্ট।

এরপরই রানের গতি কমতে থাকলে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রানের লড়াকু পুঁজি পায় অস্ট্রেলিয়া।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন হারিস রাউফ। এ ছাড়াও আব্বাস আফ্রিদি তিনটি এবং সুফিয়ান মুকিম নেন দুই উইকেট।

Header Ad

ইলন মাস্কের সঙ্গে বৈঠকের কথা নাকচ করেছে ইরান

ছবি: সংগৃহীত

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের বৈঠকের খবর 'স্পষ্টভাবে' নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন, যা রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কিছু যুক্তরাষ্ট্রীয় সংবাদমাধ্যম জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইলন মাস্কের বৈঠক নিয়ে রিপোর্ট করেছে, তবে তা 'স্পষ্টভাবে' প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদমাধ্যমগুলো ব্যাপকভাবে এই খবর প্রকাশ করায় ইরান বিস্ময় প্রকাশ করেছে।

গত বৃহস্পতিবার, যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র নিউইয়র্ক টাইমস-এর একটি প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গত সোমবার বৈঠক করেছেন।

Header Ad

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইসলামি বক্তা আব্দুল হাই সাইফুল্লাহ

ছবি: সংগৃহীত

মাহফিল থেকে ফেরার পথে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু এক্সপ্রেসওয়েতে পরিবারের সদস্যসহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ।

শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে একটি ট্রাক পেছন থেকে তাদের বহনকারী মাইক্রোবাসে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাদের টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকায় আনা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) সকালে আব্দুল হাই সাইফুল্লাহর ফেসবুক পেজে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে একটি পোস্ট দেওয়া হয়েছে।

পোস্টে বলা হয়েছে, টাঙ্গাইলের যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে তাদের বহনকারী গাড়িটিতে আঘাত করে। এতে গাড়িটির সামনে-পেছনে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় আব্দুল হাই সাইফুল্লাহ বুকে, চোখে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হন। টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদে ঢাকায় নেওয়া হয়েছে। চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত আছেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত অস্ট্রেলিয়ার
ইলন মাস্কের সঙ্গে বৈঠকের কথা নাকচ করেছে ইরান
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইসলামি বক্তা আব্দুল হাই সাইফুল্লাহ
পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৭ সেনা নিহত
বাংলাদেশের দুটি কিডনিই খেয়ে ফেলা হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য
গণঅভ্যুত্থানে আহত কাজলকে থাইল্যান্ড পাঠানো হচ্ছে
বাচ্চারা জীবন দেয় আর মুরব্বিরা পদ ভাগাভাগি করেন: হাসনাত আবদুল্লাহ
‘ভূ-রাজনৈতিক স্বার্থের আবর্তে আটকে বাংলাদেশ, রোহিঙ্গা সংকট সমাধানে প্রতিবেশীদের অনাগ্রহ’
মণিপুরে রণক্ষেত্র, ইন্টারনেট পরিষেবা বন্ধ
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের রোমাঞ্চকর জয়
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল
২১ নভেম্বর ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচল সীমিত থাকবে
সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ মেনে নেবে না: তারেক রহমান
ভবিষ্যতে কেউ টাকা পাচার করলে ধরা পড়বে: অর্থ উপদেষ্টা
এখনই সন্তান নিতে চাননি কাঞ্চন, শোনেননি শ্রীময়ী
যত দ্রুত নির্বাচন, ততই জনগণের কল্যাণ: মির্জা ফখরুল
টিকটকার মুন্নি হত্যা: গণধর্ষণের পর হত্যার প্রকৃত রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২
আফ্রিদির বিয়ের পর দীঘি বললেন ‘আল্লাহ বাঁচিয়েছে’
জানা গেল পুরুষদের নিঃসন্তান থাকার পেছনে আসল কারণ
যেভাবে শাহরুখের দেখা পেলেন বাংলাদেশি ভক্ত