মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ | ১৯ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

১৮ ডিসেম্বর থেকে প্রচারণা ছাড়া সভা-সমাবেশ করা যাবে না: ইসি

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণা ছাড়া সব প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে নির্দেশ দিয়েছে কমিশন।

এতে নির্বাচনী প্রচার-প্রচারণা ব্যতীত নির্বাচনী কাজে বাধা হতে পারে বা ভোটাররা ভোটদানে নিরুৎসাহিত হতে পারে এরূপ কোনো প্রকার সভা, সমাবেশ বা অন্য কোনো প্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা যাবে না। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইসির উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে দেওয়া হয়েছে।

চিঠিতে ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন আগামী বছরের ৭ জানুয়ারি ধার্য করা রয়েছে। এতে ১৮ ডিসেম্বর থেকে প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হবে। এজন্য ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ছাড়া নির্বাচনী কাজে বাধা হতে পারে বা ভোটাররা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন, এমন কোনো সভা-সমাবেশ বা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখা বাঞ্ছনীয়।

চিঠিতে আরও বলা হয়, ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ছাড়া অন্য কোনো সভা-সমাবেশ বা অন্য সব রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

Header Ad
Header Ad

নারী হাজতখানায় শ্রমিক লীগ নেতা তুফান, স্ত্রী-শাশুড়িসহ গ্রেফতার ৫

গ্রেফতার হওয়া তুফান সরকার ও তার স্বজনরা। ছবি: সংগৃহীত

বগুড়ায় আদালতের নারী হাজতখানায় ঢুকে সাজাপ্রাপ্ত আসামি তুফান সরকারের সঙ্গে সাক্ষাৎ করার অভিযোগে তার স্ত্রী, শাশুড়ি এবং অন্যান্য পরিবারের সদস্যসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩ মার্চ) বিকেলে বগুড়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে যে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ১৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত তুফান সরকারকে আদালতের নারী হাজতখানায় তার পরিবারের পাঁচ সদস্যের সঙ্গে সাক্ষাৎ করতে সুযোগ দেওয়া হয়। এই ঘটনার পর আদালত পুলিশের সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) জয়নাল আবেদিনকে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে পাঠানো হয় এবং ঘটনার তদন্তের জন্য একটি তিন সদস্যের কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান।

তুফান সরকার বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন। তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে পাঁচটি হত্যা, ধর্ষণ এবং নারী নির্যাতনসহ গুরুতর অভিযোগ রয়েছে। ২০১৭ সালে তিনি ছাত্রী ধর্ষণ মামলায় গ্রেফতার হন এবং ২০১৯ সালের ৫ আগস্ট থেকে একাধিক হত্যা মামলায় আসামি হওয়ার পর আত্মগোপনে চলে যান। ২০২৪ সালের ২৩ ডিসেম্বর রাতে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, আদালতের নারী হাজতখানায় সাজাপ্রাপ্ত তুফান সরকারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তার স্ত্রী, শাশুড়ি, শ্যালক এবং অন্যান্য সদস্যদের গ্রেফতার করা হয়েছে। তবে এই ঘটনায় আদালত পুলিশ তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা দায়ের করেনি। আপাতত তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার হওয়া পাঁচজনের মধ্যে রয়েছেন- তুফান সরকারের দ্বিতীয় স্ত্রী আইরিন আকতার, শাশুড়ি তাসলিমা বেগম, শ্যালক নয়ন আকন্দ, স্ত্রীর বড় বোন আশা খাতুন এবং আইনজীবীর সহকারী হারুনুর রশিদ।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানিয়েছেন, আদালতের নারী হাজতখানায় সাজাপ্রাপ্ত কয়েদির সঙ্গে স্বজনদের সাক্ষাতের বিষয়টি তদন্তের আওতায় আনা হয়েছে। তিনি আরো বলেন, “যদি তদন্তে অন্য কোনো ব্যক্তি জড়িত থাকেন, তবে সুপারিশের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিষয়ে আদালত ও পুলিশের সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে তুফান সরকারের বিরুদ্ধে একটি মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। ওই সময় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নারী হাজতখানার দরজা কালো কাপড় দিয়ে ঢেকে দিয়ে তুফান সরকারের সঙ্গে তার পরিবারের সদস্যদের সাক্ষাতের ব্যবস্থা করা হয়। বিষয়টি প্রকাশ হওয়ার পর আদালত প্রাঙ্গণে উত্তেজনা দেখা দেয় এবং পরে তুফান সরকারকে দ্রুত প্রিজন ভ্যানে তুলে কারাগারে পাঠানো হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ১ কোটি ৫৯ লাখ ৬৮ হাজার ১৮২ টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় তুফান সরকারকে গত বছরের ২৭ নভেম্বর ১৩ বছরের কারাদণ্ড দেন বগুড়ার স্পেশাল জজ মোহাম্মদ শহীদুল্লাহ।

Header Ad
Header Ad

চুয়াডাঙ্গায় পূর্বাশা পরিবহনের বাসে তল্লাশি, ৩ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক

ছবি : ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গায় পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কোটি টাকার স্বর্ণসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৫ মার্চ) দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবি কার্যালয়ের সামনে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে এ অভিযান চালানো হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিকেল সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-০৪৫৬) দিয়ে স্বর্ণ চোরাচালান করা হবে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল সরোজগঞ্জ বাজার এলাকায় অবস্থান নেয় এবং বাসটি চিহ্নিত করে।

দুপুর ১টা ১০ মিনিটের দিকে বাসটি বিজিবি ব্যাটালিয়ন সদর কার্যালয়ের সামনে পৌঁছালে সেটির গতিরোধ করা হয়। পরে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লাহ গ্রামের রফিকুল ইসলাম (৪২) এবং কুমিল্লার দেবিদ্বার থানার হোসেনপুর গ্রামের লিটন খান (২৬)।

তল্লাশির সময় আটককৃতদের দেহ ও জুতার ভেতরে লুকানো অবস্থায় ১৮টি স্বর্ণের বার, দুটি মোবাইল ফোন ও নগদ ১০,১৯০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৪১১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ২১৩ টাকা।

 

ছবি : ঢাকাপ্রকাশ

এ ঘটনায় বিজিবির নায়েক সাইদুর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। জব্দকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Header Ad
Header Ad

যুবলীগ নেতা সাদ্দাম অস্ত্রসহ গ্রেপ্তার

নাহিদ হোসেন সাদ্দাম। ছবি: সংগৃহীত

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন সাদ্দামকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রংপুর মহানগরীর স্টেশান এলাকায় থেকে নাহিদ হাসান সাদ্দামকে গ্রেফতার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মুজিদ আলী জানান, তথ্য প্রযুক্তির সহযোগিতায় নগরীর স্টেশন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে নিষিদ্ধ সংগঠন রংপুর ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তার কাছে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সাদ্দাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছর ৪ আগস্ট রাজা রামমোহন ক্লাবের সামনে পুলিশ ও আওয়ামী লীগ নেতা কর্মীদের গুলিতে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি।

অস্ত্র হাতে ওই হামলায় প্রকাশ্যে অংশ নিয়েছিলেন সাদ্দাম। ওই সময় অস্ত্র হাতে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। ৫ আগস্টের পর আত্মগোপনে চলে গিয়েছিলেন তিনি।

মহানগর পুলিশ কমিশনার আরও জানান, নাহিদ হাসান সাদ্দাম নগরীর স্টেশন এলাকার আলম নগর বাবু পাড়ার মৃত ধলু মিয়ার পুত্র। বৈষমবিরোধী আন্দোলন দমাতে রংপুরে সংঘটিত হামলাগুলোর অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন সাদ্দাম।

পুলিশ কমিশনার জানান, মাহমুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তার পুত্রসহ ১২৮ জনকে আসামি করে গত বছরের ২৯ আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলা দায়ের করেন মুন্নার বাবা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নারী হাজতখানায় শ্রমিক লীগ নেতা তুফান, স্ত্রী-শাশুড়িসহ গ্রেফতার ৫
চুয়াডাঙ্গায় পূর্বাশা পরিবহনের বাসে তল্লাশি, ৩ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক
যুবলীগ নেতা সাদ্দাম অস্ত্রসহ গ্রেপ্তার
গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত ইসরায়েল, শর্ত জিম্মি মুক্তি ও নিরস্ত্রীকরণ
'গে অ্যাক্টিভিস্ট' অভিযোগের বিষয়ে যা বললেন তাসনিম জারা  
বিএনপি ক্ষমতায় গেলে সবাই মিলে দেশ পরিচালনা করা হবে: এ্যানী
টাঙ্গাইলে বাসের ধাক্কায় প্রাণ হারালেন সিএনজি চালক
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিল করলো শিক্ষা মন্ত্রণালয়
সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে স্থানীয় নির্বাচন!
৬৭ কোটি টাকার লটারি জিতলেন দুবাই প্রবাসী বাংলাদেশী
মব নিয়ে কড়া বার্তা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
নিজের তৈরি হেলিকপ্টারে আকাশে উড়লেন মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা
শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন ঢাবি অধ্যাপক সি আর আবরার
যাত্রীদের নিরাপত্তায় মেট্রোরেলের ভেতরে পুলিশ মোতায়েন
ভারতের কারাগারে বন্দি ১০৬৭ বাংলাদেশি এবং পুলিশ লাইনে বন্দিশালার খোঁজ পেয়েছে গুম কমিশন
জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য: আমিনুল হক
মার্কিন গোয়েন্দা প্রধান ও শেখ হাসিনার বৈঠক, যা জানা গেল
৯১ দিনে কোরআনের হাফেজ ৬ বছরের আব্দুর রহমান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বাধ্যতামূলক ডোপ টেস্ট
উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম