ফেসবুক-ইনস্টাগ্রামে অশ্লীল ভিডিও বন্ধে মন্ত্রীকে চিঠি
ফাইল ছবি
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভিডিও ‘বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতি ধ্বংস করে দিচ্ছে’ বলে অভিযোগ করে তা বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ চিঠি দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার ভয়াবহ আকার ধারণ করেছে। সামাজিক মাধ্যম ফেসবুকের রিলস ও ইনস্টাগ্রামের মাধ্যমে অশ্লীল ও কুরুচিপূর্ণ এবং নগ্নতা প্রদর্শন হচ্ছে। এর ফলে বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতি ধ্বংস ধ্বংসে মুখে। শিশু থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক; সবার জন্য উন্মুক্ত এক মিনিটের এসব শর্ট ভিডিও অস্বস্তিতে ফেলার পাশাপাশি সমাজ ধ্বংস করে দিচ্ছে।
মহিউদ্দিন আহমেদ বলেন, অথচ গত বছর মেটার রিলস যখন চালু হয় তখন মেটার এশিয়া প্রশান্ত অঞ্চলের ইমাজিং মার্কেটের পরিচালক জর্ডি ফার্নেস বলেছিলেন; বাংলাদেশে ইনস্টাগ্রাম রিলস চালুর ফলে ফেসবুক ব্যবহারকারীরা আরও বেশি বিনোদনমূলক ও সৃজনশীল কন্টেন্ট খুঁজে পাবেন। কিন্তু এসব কন্টেন্ট বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতি ও ইতিহাস এবং ধর্মীয় মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী।